Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Technology Image

স্যামসাং নিয়ে এলো গ্যালাক্সি ট্যাব এস২



নতুন একটি ট্যাবলেট পিসি উন্মুক্ত করলো স্যামসাং। গ্যালাক্সি ট্যাব এস২ নামের এই ট্যাব দুটি ডিসপ্লে ভ্যারিয়েন্টে বাজারে আসবে। এর একটি হবে ৯.৭ ইঞ্চি ডিসপ্লের এবং অন্যটি হবে ৮ ইঞ্চি ডিসপ্লের।

ট্যাবটির দুটি ভ্যারিয়েন্টেই থাকছে অক্টাকোর প্রসেসর, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত এই ট্যাবে আরও আছে ওয়াইফাই, ব্লুটুথ প্রভৃতি ফিচার।

এছাড়া আছে ৩ জিবি র‍্যাম এবং ৩২/৬৪ জিবি স্টোরেজ ক্যাপাসিটি। ট্যাব দুটির পুরুত্ব ৫.৬ মিলিমিটার এবং ওজন ৩৮৯ গ্রাম (৯.৭”) ও ২৬৫ গ্রাম (৮”)।
আগামী মাসে সারা বিশ্বে একযোগে ছাড়া হবে ট্যাব দুটি। তবে মূল্য কত হবে, সে ব্যাপারে কিছু জানানো হয়নি।