Entertainment Image

মাত্র চার দিনেই \'বাহুবলি\'র নতুন ইতিহাসএস এস রাজমৌলির ‘বাহুবলি’ মুক্তির দিন থেকেই চারপাশে জয়জয়কার ফেলে দিয়েছে। ভারতের সর্বাধিক ব্যয়বহুল এই সিনেমাটি মুক্তির দিন থেকেই রেকর্ড গড়ে নতুন ইতিহাস সৃষ্টির পথে।

গতকাল পর্যন্ত ‘বাহুবলি’ মাত্র তিনদিনেই আয় করে ১৬৫ কোটি রুপি। আর আজকের হিসেব অনুযায়ী ইতোমধ্যেই ‘বাহুবলি’ ২০০ কোটি রুপির মাইলফলক ছুঁয়ে নতুন ইতিহাস গড়ে ফেলল। ভারতের সবচেয়ে ব্যয়বহুল এই সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে পুরো ২৫০ কোটি রুপি এবং সিনেমাটি নির্মাণে সময় লেগেছে ৫০০ দিন। ‘বাহুবলি’ সিনেমাটি দুই কিস্তিতে প্রকাশিত হবে। এর মধ্যে প্রথম কিস্তি মুক্তির পরেই বাজিমাত করে ফেলল। ‘বাহুবলি’ সিনেমাটির দ্বিতীয় কিস্তি মুক্তি পাবে আগামী বছর।

এই সিনেমার তারকারা সবাই দক্ষিণী সুপারস্টার। মূল চরিত্রে রয়েছেন প্রভাস, রানা ডাগগুবাতি, তামান্না ও আনুশকা শেঠি। সিনেমাটির শুটিং তেলেগু এবং তামিল ভাষায় হলেও পরে মালয়লাম এবং হিন্দিতেও হয়েছে এই সিনেমার ডাবিং।