Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Technology Image

৩২০ কোটি ইন্টারনেট গ্রাহক



২০১৫ সালের মধ্যে বিশ্বের ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৩২০ কোটি ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেছে জাতিসংঘের টেলিযোগাযোগ বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ)। এর মধ্যে কেবলমাত্র মোবাইল ফোন থেকেই ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়াবে ২০০ কোটি।

আইটিইউ প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়েছে, সোমালিয়া এবং নেপালের মতো বিভিন্ন অনুন্নত দেশে এই বছরের শেষ নাগাদ মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়াবে মাত্র ৮ কোটি ৯০ লাখে।



এছাড়া প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র এবং ইউরোপে বর্তমানে ৭৮ শতাংশ মানুষ মোবাইল ব্রডব্যান্ড ব্যবহার করে থাকে। এর বাইরে বিশ্বের মাত্র ৬৯ শতাংশ এলাকা থ্রিজি কাভারেজের আওতায় রয়েছে এবং এর মধ্যে মাত্র ২৯ শতাংশ আছে গ্রামাঞ্চলে।

গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়, ২০০০ সালে বিশ্বে মাত্র ৪০ কোটি ইন্টারনেট ব্যবহারকারী ছিল। ২০১৫ সালের হিসেবে যা ৮ ভাগের এক ভাগ।