Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Technology Image

২ গিগাবাইট র‍্যামের Elite Evo Air



সম্প্রতি দেশের বাজারে যাত্রা শুরু করেছে নতুন স্মার্টফোন ব্র্যান্ড এলিট। ইতোমধ্যেই এলিট বাজারে এনেছে বেশ কয়েকটি স্মার্টফোন। তবে এর মধ্যে Evo Air মডেলটি সবার নজর কেড়েছে।

স্মার্টফোনটির আকর্ষণীয় ডিজাইন প্রথমবারেই সবার নজর কাড়তে সক্ষম। চলুন দেখে নেওয়া যাক কী কী ফিচার থাকছে এই স্মার্টফোনে:
৫ ইঞ্চি হাই ডেফিনেশন স্যামসাং অ্যামোলেড ডিসপ্লে
কর্নিং গরিলা গ্লাস ৩
১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, মিডিয়াটেক চিপসেট
২ গিগাবাইট র‍্যাম
১৬ গিগাবাইট ইন্টার্নাল স্টোরেজ
১৩ মেগাপিক্সেল হাইডেফিনেশন অটো ফোকাস রিয়ার ক্যামেরা, ডুয়েল এলইডি ফ্ল্যাশ
ফ্ল্যাশসহ ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা,
অ্যান্ড্রয়েড ললিপপ ৫.০ ওএস
ডুয়েল সিম (সিঙ্গেল ও মাইক্রো)
৫ পয়েন্ট মাল্টিটাচ
২,১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি
ওটিএ, অটিজি
৫.৮ মিমি. পুরুত্ব, ডায়মন্ড কাট অ্যালুমিনিয়াম বডি
সব মিলিয়ে দারুণ ফিচারের এই স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪,৬৬৬ টাকা।