Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নতুন অপারেটিং সিস্টেমের ঘোষণা দিল গুগল

Technology Image

ইন্টারনেট অফ থিংস বা আইওটি প্ল্যাটফর্মের জন্য নতুন একটি অপারেটিং সিস্টেমের ঘোষণা দিয়েছে গুগল। আজ গুগলের বার্ষিক ডেভেলপার কনফারেন্স গুগল আই/ও থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।
গুগলের এই অপারেটিং সিস্টেমের নাম 'ব্রিলো'। তবে আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হলেও গত সপ্তাহেই এই খবরটি ফাঁস হয়ে গিয়েছিল।
ব্রিলো মূলত অ্যান্ড্রয়েড ভিত্তিক একটি অপারেটিং সিস্টেম যা ক্ষুদ্র মেমোরির ডিভাইসেও চলবে। এর মাধ্যমে স্মার্টহোমের একটি লাইটবাল্ব থেকে শুরু করে স্মার্ট টিভি, স্মার্ট ফ্রিজ কিংবা স্মার্ট ওয়াশিং মেশিন পর্যন্ত চলবে।
এই অপারেটিং সিস্টেম চালিত বিভিন্ন ডিভাইসের মধ্যে অভ্যন্তরীণ যোগাযোগের জন্য চালু করা হয়েছে 'উইভ' নামক একটি ক্রস-প্ল্যাটফর্ম প্রটোকল। ডেভেলপারদের জন্য এই কমন ল্যাঙ্গুয়েজ চলতি বছরের চতুর্থ প্রান্তিকে উন্মুক্ত করা হবে।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলে, এমন স্মার্টফোন কিংবা ট্যাবেও কনফিগার করে নেওয়া যাবে ব্রিলো অপারেটিং সিস্টেম চালিত ডিভাইস।
ডেভেলপারদের জন্য এ বছরের তৃতীয় প্রান্তিকে উন্মুক্ত করা হবে ব্রিলো।

Continue Reading...

২০১৫ সালের সবচেয়ে দামী ব্র্যান্ড অ্যাপল

Technology Image

ব্র্যান্ড এবং যোগাযোগ গবেষণা বিষয়ক বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান মিলওয়ার্ড ব্রাউন ২০১৫ সালের সেরা ব্র্যান্ডগুলোর একটি তালিকা প্রকাশ করেছে। তালিকায় শীর্ষস্থানে আছে প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। এছাড়া তালিকার প্রথম ১০টি ব্র্যান্ডের মধ্যে ৬টিই প্রযুক্তি প্রতিষ্ঠান।
২০১৪ সালে প্রকাশিত একই তালিকার শীর্ষস্থানে ছিল গুগল এবং দ্বিতীয় স্থানে ছিল অ্যাপল। তবে এবার গুগল দ্বিতীয় স্থানে নেমে এসেছে। তৃতীয় স্থানে আছে মাইক্রোসফট এবং চতুর্থ স্থানে আইবিএম।
মিলওয়ার্ড ব্রাউনের দেওয়া তথ্য অনুসারে, বর্তমানে অ্যাপলের ব্র্যান্ড ভ্যালু প্রায় ২৪৭ বিলিয়ন ডলার যা গত বছর ছিল ১৪৭.৯ বিলিয়ন ডলার। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা গুগলের ব্র্যান্ড ভ্যালু ১৫৮.৮৪ বিলিয়ন ডলার থেকে বেরে দাঁড়িয়েছে ১৭৩.৬৫ বিলিয়ন ডলার। তৃতীয় স্থানে থাকা মাইক্রোসফটের ব্র্যান্ড ভ্যালু ১১৫.৫ বিলিয়ন ডলার।
শীর্ষ ১০ তালিকা পঞ্চম স্থানে আছে ভিসা, ষষ্ঠ স্থানে এটিঅ্যান্ডটি, সপ্তম স্থানে ভেরিজন, অষ্টম স্থানে কোকাকোলা, নবম স্থানে ম্যাকডোনাল্ডস এবং দশম স্থানে মার্লবোরো।

Continue Reading...

অনলাইনে নিরাপদ থাকতে ব্যবহার করতে পারেন যে প্লাগিনগুলো

Technology Image

ইন্টারনেট মানুষের জীবনকে করেছে অনেক সহজ। যে কাজটি করতে আগে নষ্ট হতো দিনের পর দিন, এখন সে কাজটি করা যাচ্ছে মাউসের ক্লিকেই। আর এর ফলে সাশ্রয় হচ্ছে সময় এবং অর্থ। তবে ইন্টারনেটকে ভাল কাজে যেমন অনেকে ব্যবহার করছেন, তেমনি এই প্রযুক্তিকে ব্যবহার করে খারাপ কাজ করছেন, এমন মানুষও নেহায়েত কম নয়।
আমরা যারা প্রতিনিয়ত ইন্টারনেট দুনিয়ায় ভ্রমন করে বেড়াই, তারা কিন্তু নিজেদের অগোচরেই নানা ব্যক্তিগত তথ্য বিভিন্ন ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের হাতে তুলে দিচ্ছি। কিছু ক্ষেত্রে সাইবার অপরাধীরা আমাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে বিভিন্ন ব্যক্তিগত তথ্য। আর এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেকেই।
যেমন, আমরা অনেকেই ফেসবুক কিংবা টুইটারের শেয়ার বাটন ব্যবহার করে বিভিন্ন লিংক শেয়ার করে থাকি। কিন্তু অনেকের কাছেই এটি অজানা যে এই শেয়ার বাটনগুলো কেবলই সাধারণ কোন বাটন নয়। একজন ইন্টারনেট ব্যবহারকারী কোন কোন ওয়েবসাইট ঘুরে বেড়াচ্ছে, সে তথ্য খুব সহজেই এই শেয়ার বাটন সংগ্রহ করে নিতে পারে যা পরবর্তীতে ব্যবহার করা হয় বিজ্ঞাপনের কাজে।
তবে কিছু সহজ উপায় অবলম্বন করলে ইন্টারনেটে এসব আক্রমণ থেকে মুক্ত থাকা সম্ভব। এর মধ্যে অন্যতম হল নিরাপত্তা প্লাগিন ব্যবহার করা। এমন কিছু ব্রাউজার প্লাগিন বা এক্সটেনশন আছে যা আপনার ওয়েব ব্রাউজিংয়ের সময় আপনার উপর নজরদারি চালানো বন্ধ করে দিতে পারে।
আজ আপনাদের সামনে তুলে ধরা হবে এমনই কয়েকটি প্লাগিনের নাম এবং প্লাগিন সংক্রান্ত তথ্য:
Disconnect
অনলাইন নিরাপত্তার ক্ষেত্রে এটি খুবই কার্যকর একটি প্লাগিন। এই প্লাগিনটি স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন থার্ড পার্টি স্ক্রিপ্ট ব্লক করে রাখে যা আপনার অনলাইন কর্মকাণ্ডের উপর সার্বক্ষণিক নজরদারি করে।
এই প্লাগিনটি ইন্সটল করলে এটি আপনাকে দেখাবে ঠিক কতটি এই জাতীয় স্ক্রিপ্ট ব্লক করা হয়েছে।
ডাউনলোড: গুগল ক্রোম | ফায়ারফক্স | সাফারি
Ghostery
এই প্লাগিনটির...

Continue Reading...

দুই স্ক্রিনের ফোন রাখা যাবে ভাঁজ করে

Technology Image

নতুন একটি স্মার্টফোন তৈরির কাজ করছে স্যামসাং যাতে থাকছে দুটি ডিসপ্লে। প্রযুক্তি বিষয়ক ব্লগ স্যাম মোবাইল এই তথ্য প্রকাশ করেছে। স্যামসাংয়ের বিভিন্ন ডিভাইস সম্পর্কে নির্ভুল তথ্য প্রকাশের বেশ খ্যাতি আছে ব্লগটির।
দুই ডিসপ্লে ছাড়াও এই মোবাইলের আরও একটি গুরুত্বপূর্ণ ফিচার হবে এটি ভাঁজ করে রাখা যাবে। অভ্যন্তরীণভাবে স্যামসাং এটিকে প্রজেক্ট ভ্যালি বা প্রজেক্ট ভি নামে অভিহিত করছে বলে ব্লগে জানানো হয়েছে।
স্যাম মোবাইল জানিয়েছে, এই মোবাইলটির দুটি ডিসপ্লের মধ্যে সুইচ করার জন্য জেসচার বা অন্য কোন নিয়ন্ত্রণ ব্যবস্থান থাকতে পারে। এছাড়া এটিকে ভাঁজ করে রাখা যেতে পারে যা এর নাম 'V' থেকে ধারণা করা হচ্ছে। তবে এই স্মার্টফোনটি সম্পর্কে এখনও খুব বেশি তথ্য জানা যায়নি।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৬ সালের মধ্যে সম্পূর্ণ ভাঁজ করা যাবে, এমন একটি স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছিল স্যামসাং। তবে সে সময় আর কোন তথ্য দেয়নি দক্ষিণ কোরিয়ার এই ব্র্যান্ডটি।

Continue Reading...

প্রজেক্ট ভল্ট- মেমোরি কার্ড আকৃতির ক্ষুদ্র কম্পিউটার

Technology Image

বেশ কয়েক বছর আগে ইন্টেল তৈরি করেছিল এডিসন নামক একটি প্রোটোটাইপ কম্পিউটার যার আকার ছিল একটি ডাক টিকেটের সমান। আর এই কম্পিউটারটি চালানোর জন্য প্রয়োজন হতো খুবই স্বল্প বিদ্যুৎ।
তবে এবার এর থেকেও ছোট আকারের একটি কম্পিউটার তৈরি করেছে গুগল। এটি একটি মাইক্রো এসডি কার্ড সাইজের কম্পিউটার। তবে এই কম্পিউটার নিয়মিত কম্পিউটিংয়ের কাজে ব্যবহারের জন্য নয়। এটি ব্যবহার করা যাবে নিরাপত্তার জন্য, পাসওয়ার্ডের বিকল্প হিসেবে।
গুগল ডেভেলপার কনফারেন্সের দ্বিতীয় দিনে এই বিশেষ কম্পিউটারের ঘোষণা দেয় গুগল। গুগল জানায়, একটি মাইক্রো এসডি কার্ডে সহজেই পুরে রাখা যাবে এই কম্পিউটার। গুগলের বিশেষ এই ডিভাইসটি তৈরি করেছে অ্যাডভান্সড টেকনোলজি অ্যান্ড প্রজেক্টস গ্রুপ।
এটি মূলত যোগাযোগের একটি নতুন মাধ্যম হিসেবে কাজ করবে। এই ডিভাইস ব্যবহার করে কোন ধরণের পাসওয়ার্ড ব্যবহার করা ছাড়াই অন্যের সাথে চ্যাট কিংবা ভিডিও কল করা যাবে এবং এক্ষেত্রে সম্পূর্ণ ডেটা থাকবে এনক্রিপ্টেড।
এই মাইক্রো কম্পিউটারে আছে একটি এআরএম ভিত্তিক প্রসেসর, এনএফসি এবং অ্যান্টেনা। এছাড়া আছে ৪ গিগাবাইট স্টোরেজ ক্যাপাসিটি। কম্পিউটারটি চলবে একটি রিয়েল টাইম অপারেটিং সিস্টেমে।
ভল্ট মূলত একজন ব্যবহারকারী টাইপিং প্যাটার্ন এবং বিভিন্ন কর্মকাণ্ডের উপর ভিত্তি করে ব্যবহারকারীকে শনাক্ত করে থাকে। ফলে চাইলেও ব্যবহারকারী ব্যতীত অন্য কেউ এটি ব্যবহার করতে পারবে না। আর এর নিরাপত্তা ব্যবস্থাকে প্রচলিত পাসওয়ার্ড ব্যবস্থার চেয়েও ১০ গুণ নিরাপদ বলে দাবি করেছে গুগল।

Continue Reading...

শীর্ষ ১০০ গ্লোবাল ব্র্যান্ডের মাঝে অন্যতম মনোনীত হলো হুয়াই

Technology Image

হুয়াই জানিয়েছে যে ব্র্যান্ডজ এর ২০১৫ সালের শীর্ষ ১০০ গ্লোবাল ব্র্যান্ড এ হুয়াই অন্যতম ব্র্যান্ড হিসেবে মনোনীত হয়েছে। হুয়াই জানিয়েছে যে ২০১৪ সালের শীর্ষ ১০০ সেরা গ্লোবাল ব্র্যান্ডস এ স্থান পাবার পর ব্র্যান্ডজ এ প্রথমবারের মতো স্থান করে নিয়েছে। ব্র্যান্ডজ এর শীর্ষ ১০০ গ্লোবাল ব্র্যান্ড এর তালিকা মিলওয়ার্ড ব্রাউন অপ্টিমর কর্তৃক প্রণয়ন করা হয়ে থাকে। মিলওয়ার্ড ব্রাউন অপ্টিমর বিশ্বের শীর্ষস্থানীয় একটি গবেষণা এজেন্সী যা বিশ্বের বৃহত্তম কমিউনিকেশনস গ্রুপ ডব্লিউপিপি কর্তৃক পরিচালিত হয়। ব্র্যান্ডজ তালিকা প্রণয়নের জন্য ব্যবহৃত র্যা ঙ্কিং সিস্টেম সম্ভাব্য ও বর্তমান ব্র্যান্ড ভোক্তা এবং আর্থিক অবস্থার তথ্যের ওপর ভিত্তি করে ব্র্যান্ড ভ্যালু এবং ব্র্যান্ডের প্রভাব নির্ণয় করার জন্য অন্যতম নির্ভরযোগ্য মূল্যায়ন পদ্ধতি।
ব্র্যান্ডজ এর গ্লোবাল হেড ডরীন ওয়াং বলেন, হুয়াই আজ প্রথমবারের মতো ব্র্যান্ডজ এর ২০১৫ সালের শীর্ষ ১০০ গ্লোবাল ব্র্যান্ড এর তালিকায় স্থান করে নিয়েছে। হুয়াইর সুদৃঢ় ক্যারিয়ার ব্যবসায়, এন্টারপ্রাইজ ও কনজুমার ব্যবসায় এর সক্রিয় বিস্তৃতির ফলাফল হিসেবে হুয়াই এই তালিকায় স্থান পেয়েছে। হুয়াই গ্লোবাল টেকনোলজির ক্ষেত্রে তাদের বিনিয়োগ বাড়িয়েছে, এর সমগ্র রাজস্বের দুই তৃতীয়াংশ চীনের বাইরের বাজার থেকে তুলে এনেছে। ব্র্যান্ডজ এর তালিকায় স্থান করে নেবার মাধ্যমে হুয়াই এর আসল শক্তিমত্তা প্রকাশ পেয়েছে।
হুয়াই গ্লোবাল, কর্পোরেট মার্কেটিং এর প্রেসিডেন্ট কেভিন ঝ্যাং বলেন, ব্র্যান্ডজ এর তালিকায় স্থান পেয়ে আমরা নিজেদের সম্মানিত মনে করছি। তিনি আরো বলেন, ভোক্তার সাফল্যের মধ্য দিয়ে হুয়াইর ব্র্যান্ড ভ্যালু অর্জিত হয়। আমরা সবসময় আমাদের গ্রাহকদের চাহিদাকে প্রাধান্য দিয়ে থাকি এবং উদ্ভাবনী পণ্য ও সেবার মাধ্যমে দ্রুত তাদের প্রয়োজন মেটানোর চেষ্টা করি। আমরা প্রতিনিয়ত আমাদের গ্রাহকদের জন্য ভ্যালু সৃষ্টিতে প্রতিশ্রুতিবদ্ধ।
বর্তমানে বিশ্বের শীর্ষ ৫০টি ক্যারিয়ারের মধ্যে ৪৫টিতেই হুয়াই তার পণ্য এবং সেবা সরবরাহ করছে,...

Continue Reading...

আইরিস স্ক্যানার

Technology Image

সম্প্রতি এলজি বাজারে এনেছে ফ্ল্যাগশিপ স্মার্টফোন জি ফোর। আর এই স্মার্টফোনটি আসার পর এবার পালা জি ফাইভের। ইতোমধ্যেই বিভিন্ন প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এই স্মার্টফোনে কী ফিচার থাকতে পারে, সেসব তথ্য প্রকাশ করতে শুরু করেছে।
দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট হু ওয়্যারড কোরিয়া জানিয়েছে, এই স্মার্টফোনটিতে থাকবে আইরিস স্ক্যানিং সেন্সর। আগামী বছর স্মার্টফোনটি বাজারে আসবে বলেও ওয়েবসাইটটিতে বলা হয়।
তবে সত্যিই স্মার্টফোনটিতে আইরিস সেন্সর থাকবে কিনা, সে ব্যাপারে এখনও নিশ্চিত করেই কিছু জানা যায়নি। তবে আইরিস সেন্সর থাকলে সেটি বিভিন্ন ক্ষেত্রেই হবে খুবই কার্যকরী বিশেষ করে মোবাইল পেমেন্ট ইস্যুতে।

Continue Reading...

বন্ধ হয়ে যাচ্ছে ইয়াহু ম্যাপস

Technology Image

একের পর বিভিন্ন সেবা বন্ধ করে দিচ্ছে ইয়াহু। আর এই তালিকায় সর্বশেষ সংযোজন ইয়াহু ম্যাপস। এ মাসের শেষের দিকেই বন্ধ করে দেওয়া হচ্ছে ইয়াহুর এই ম্যাপিং সেবা। মূলত অন্যান্য সেবায় আরও প্রাধান্য দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইয়াহুর পক্ষ থেকে জানানো হয়েছে।
তবে ইয়াহু জানিয়েছে, তাদের বিভিন্ন সেবার ক্ষেত্রে প্রয়োজনে ম্যাপ দেখানো হবে, কিন্তু সেটি ইয়াহু ম্যাপস ব্যবহার করে নাও হতে পারে।
আট বছর আগে চালু করা হয় ইয়াহু ম্যাপস। গত কয়েক বছর ধরেই এই ম্যাপিং সেবায় নতুন কোন ফিচার সংযোজন করা বন্ধ করে দেয় ইয়াহু। ফলে অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের সাথে পেরে উঠতে পারছিল না ইয়াহু ম্যাপস।
উল্লেখ্য, ম্যাপসের পাশাপাশি ইয়াহু পাইপস নামের একটি ডেভেলপার টুলসও বন্ধ করার ঘোষণা দিয়েছে ইয়াহু।

Continue Reading...

বিশ্বের সবচেয়ে কঠিন পরীক্ষায় নকল ঠেকাবে ড্রোন

Technology Image

চীনে 'দ্য ন্যাশনাল কলেজ এন্ট্রান্স এক্সাম' বিশ্বের সবচেয়ে কঠিন পরীক্ষা বলে পরিচিত। প্রতি বছর প্রায় ১ কোটি শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। আর এই পরীক্ষায় উত্তীর্ণ হতে অনেক শিক্ষার্থীই নকল করে থাকে। তবে এবার নকল ঠেকাতে ড্রোন ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে চীনের হেনান প্রদেশ কর্তৃপক্ষ।
নকল করার ক্ষেত্রে শিক্ষার্থীরা বেশ অভিনব উপায় অবলম্বন করে। যেমন, কেউ কেউ এমন চশমা পরিধান করে আসে যাতে থাকে ক্যামেরা। আর এই ক্যামেরা প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে অপেক্ষমাণ কারও কাছে পাঠিয়ে দিতে পারে। আর পরবর্তীতে সেখান থেকে উত্তর পেতে কানে থাকে এয়ারপিস। এছাড়া অনেকেই ব্যবহার করে থাকেন স্মার্ট কলম যা বাইরের কারও কাছে প্রশ্ন পাঠিয়ে দিতে সক্ষম।
এ ধরণের অভিনব নকল ঠেকাতে বেশ হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। আর তাই নকল ঠেকাতে ড্রোন ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত পরীক্ষার হলে অংশগ্রহণকারীদের মাথার উপর দিয়ে অনবরত চক্কর দিবে এই ড্রোন আর এর মূলত সেখানে কোন রেডিও তরঙ্গ থাকলে তা শনাক্ত করবে এবং এই তরঙ্গের উৎপত্তিস্থল সম্পর্কে জানান দেবে।

Continue Reading...