Technology Image

দুই স্ক্রিনের ফোন রাখা যাবে ভাঁজ করেনতুন একটি স্মার্টফোন তৈরির কাজ করছে স্যামসাং যাতে থাকছে দুটি ডিসপ্লে। প্রযুক্তি বিষয়ক ব্লগ স্যাম মোবাইল এই তথ্য প্রকাশ করেছে। স্যামসাংয়ের বিভিন্ন ডিভাইস সম্পর্কে নির্ভুল তথ্য প্রকাশের বেশ খ্যাতি আছে ব্লগটির।

দুই ডিসপ্লে ছাড়াও এই মোবাইলের আরও একটি গুরুত্বপূর্ণ ফিচার হবে এটি ভাঁজ করে রাখা যাবে। অভ্যন্তরীণভাবে স্যামসাং এটিকে প্রজেক্ট ভ্যালি বা প্রজেক্ট ভি নামে অভিহিত করছে বলে ব্লগে জানানো হয়েছে।

স্যাম মোবাইল জানিয়েছে, এই মোবাইলটির দুটি ডিসপ্লের মধ্যে সুইচ করার জন্য জেসচার বা অন্য কোন নিয়ন্ত্রণ ব্যবস্থান থাকতে পারে। এছাড়া এটিকে ভাঁজ করে রাখা যেতে পারে যা এর নাম 'V' থেকে ধারণা করা হচ্ছে। তবে এই স্মার্টফোনটি সম্পর্কে এখনও খুব বেশি তথ্য জানা যায়নি।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৬ সালের মধ্যে সম্পূর্ণ ভাঁজ করা যাবে, এমন একটি স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছিল স্যামসাং। তবে সে সময় আর কোন তথ্য দেয়নি দক্ষিণ কোরিয়ার এই ব্র্যান্ডটি।