Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Health Image

দেশে বেড়েছে এইচআইভি আক্রান্তের রোগীর সংখ্যা



স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন, সরকারি হিসেবে দেশে বর্তমানে এইচআইভি চিহ্নিত তিন হাজার ৬৭৪ জন। তবে ঝূঁকিপূর্ণ জনগোষ্ঠীর সংখ্যা ১৪ হাজার ৩০০ জন। সংসদে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।

সামশুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারি হিসেবে বর্তমানে দেশে এইচআইভি চিহ্নিত ব্যক্তির সংখ্যা ৩ হাজার ৬৭৪ জন। এ ছাড়া ঝূঁকিপূর্ণ জনগোষ্ঠী ১৪ হাজার ৩০০ জন। জাতীয় এইডস/এসটিডি কর্মসূচির মাধ্যমে ঝূঁকিপূর্ণ জনগোষ্ঠীকে ৪৭টি সেবা কেন্দ্রের (ড্রপ ইন সেন্টার) মাধ্যমে ২৭ জেলায় সম্পূর্ণ বিনামূল্যে সেবা প্রধান করা হচ্ছে।

তিনি আরো জানান, এই কার্যক্রমকে আরো গতিশীল করতে স্বাস্থ্য অধিদফতরের আওতায় এইডস প্রতিরোধে একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামো গঠন করা হয়েছে। এইচআইভি টেস্টের জন্য ২০টি পরীক্ষা কেন্দ্রে শুরু হতে যাচ্ছে। এরমধ্যে ৫টি মেডিকেল কলেজসহ ১১টি সরকারি কাঠামোর মধ্যে।