Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Sports Image

৫০ টাকা রিক্সাভাড়া দেওয়ার সামর্থ্যও ছিল না শহীদের



মোহাম্মদ শহীদ, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের জাতীয় দলে জায়গাটা পাকাই করে ফেলেছেন বলা যায়। কিন্তু এই পর্যায়ে আসার জন্য তাকে পার হতে হয়েছে অনেক কষ্টের পথ। টাকার অভাবে করতে হয়েছে হাড়ভাঙ্গা খাটুনি।

সেই দিনগুলোর কথা মনে করে শহীদ বলেন, ‘আমি যখন অনুশীলন শুরু করি তখন বাসা থেকে মাঠে যেতে ভাড়া লাগতো ৫০ টাকা। টাকা কে দেবে? হেঁটে হেঁটে যেতাম আর আসতাম। টানা দুই বছর এভাবেই কষ্ট করেছি। মনে হয়েছিল ক্রিকেট ছেড়ে দেবো কিন্তু কোচ রসুল স্যার খুব মায়া করতেন। কাঁধে হাত দিয়ে হাঁটতেন আর বুঝাতেন তুমি ভাল খেলো। তোমার খেলা খুব ভাল হবে কষ্ট করে যাও। তাই কষ্ট করেছি। ক্রিকেট ছাড়িনি।’

শহীদের সেই কষ্টগুলো বৃথা যায়নি। পরিশ্রমের ফল তিনি পেয়েছেন, তাই এখন আর তার জীবনে অভাব নেই। তাইতো সেই দিনগুলোর কথা মনে করে তিনি বলতে পারেন, ‘এখনতো মনে হয় রাজার হালে আছি!’