Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Travel Image

গুলিয়াখালী সমুদ্র সৈকতে ভ্রমণ


এদের মধ্যে গুলিয়াখালী সমুদ্র সৈকত অন্যতম। আসুন জেনে নেই কিভাবে গুলিয়াখালী সমুদ্র সৈকত থেকে ঘুরে আসতে পারেন ।
অবস্থান: চট্টগ্রামস্থ সিতাকুন্ডতে গুলিয়াখালী সমুদ্র সৈকতের অবস্থান

কিভাবে যাবেন:
ঢাকা টু ফেনী বাসে চলে যান ভাড়া নিবে ২৮০ টাকা ( রাত ১২.০০ টার বাসে রওনা দিলে ভোর ৫ টা নাগাদ পৌছে যাবেন।
ফেনী টু সিতাকুন্ডু বাসে বাস ভাড়া নিবে ৬০ টাকা
সিতাকুন্ডু বাজার থেকে গুলিয়াখালী যেতে অটোতে ৩০ টাকা করে নেয়

ভ্রমণ প্লান:
শুধু গুলিয়াখালী সমুদ্র সৈকত দেভার জন্য সিতাকুন্ডু যাওয়া পুষাবে না তাই আপনার ভ্রমণ প্যানে আরও কয়েকটি স্পট যোগ করে নেবেন। বিকালে বীচে যাবেন সমুদ্রের রুপ উপভোগ করতে। ভ্রমন প্লানে সীতাকুন্ডু ইকো পার্ক, বাশখালীয়া, মহামায়া লেক ও রাখতে পারেন। একদিনের ট্যুরে এই কয়েকটি জায়গা অনায়াসে ঘুরে আসতে পারেন।

খরচ:
একদিনের ট্যুরে যাওয়া আসা খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে ১৫০০-১৬০০ হলে খুব ভালো করে ট্যুরটি দিতে পারবেন।