জহির খানের পর এবার আন্তর্জতিক ক্রিকেট থেকে অবসর নিলেন আরেক ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ। আড়াই বছর আগে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন তিনি। ২০১৫ বিশ্বকাপে ভারতের ৩০ সদস্যের স্কোয়াডেও জায়গা না পাওয়ার পর বলেছিলেন জাতীয় দলে ফেরার লড়াই চালিয়ে যাবেন তিনি, আর দুবছরের আগে মাথায় আনবেন না অবসর ভাবনা। অবশেষে ৮ মাস পরেই মেনে নিলেন হার, সোমবার দুবাইয়ে অবসরের কথা ঘোষণা করেন এই ভারতীয় ক্রিকেটার।