Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Travel Image

থানচি ভ্রমণ:

এত যেন নদীর সৌন্দর্য্য আরও বৃদ্ধি পেয়েছে।। মাঝে মাঝে বুনো পাখির ডাক। মাঝে মাঝে নির্জনতা সব মিলিয়ে অসাধারণ গল্পগাথা নিজে গেলে বুজানো সম্ভব না। জীবনে একবার হলেও যাওয়া উচিত থানচি।

কিভাবে যাবেন:

ঢাকা টু বান্দরবন বাসে:
বান্দরবন টু থানচি

খরচ: ঢাকা টু বান্দরবন : ৯০০ টাকা (আপ ডাউন)
বান্দরবন টু থানচি: ৪০০ টাকা আপ ডাউন
সাঙ্গু নদীতে বিচরণ: নৌকা ভাড়া: ২৫০০ টাকা ( সেের্বাচ্চ ৫ জন উঠা যায়)
লাইফ জেকেট ভাড়া: ৫০ টাকা
খাওয়া দাওয়া: ১০০০ টাকা
হোটেলে থাকলে: ৪০০ টাকা ( ৪ জন মিলে এক রুমে থাকবেন)

বড় পাথড় এলাকা ঘুরতে গাইড লাগবে না। আর রোমাক্রি যেতে চাইলে গাইড লাগবে ৭০০-১০০০ টাকা ১ দিন নিতে পারে।

উপরের খরচ আনুমানিক ধরা হয়েছে

শুভ হোক আপনার ভ্রমণ। ভ্রমণের সময় অবশ্যই খেয়াল রাখবেন। পানির বোতল, চিপসের প্যাকেট পানিতে বা যততত্র ফেলবেন। আমাদেরই দায়িত্ব পরিবেশ রক্ষা করা। দশর্ণীয় স্থান গুলো ভ্রমণ যোগ্য রাখা।