Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Technology Image

জনপ্রিয় ওয়েবসাইটের একাল সেকাল




গুগল, ইয়াহু কিংবা ফেসবুক থেকে শুরু করে অ্যামাজন কিংবা ইবে, জনপ্রিয় এসকল ওয়েবসাইট শুরুটা এখনকার মতো ছিল না। তখন এসকল ওয়েবসাইট ছিল একেবারেই সাধারণ। কিন্তু বর্তমানে এসকল ওয়েবসাইট দেখলে কেউই বলবে না যে এটিই সেই আগের ওয়েবসাইটটি।
চলুন দেখে নেওয়া যাক এমনই কয়েকটি জনপ্রিয় ওয়েবসাইটের পুরনো এবং বর্তমান অবস্থা:

উইকিপিডিয়া (২০১১)



উইকিপিডিয়া (বর্তমানে) 


পিনটারেস্ট (২০১০)

পিনটারেস্ট (বর্তমানে)


গুগল (১৯৯৮)

গুগল (বর্তমানে)

ইবে (১৯৯৫)

ইবে (বর্তমানে)

লিংকডইন (২০০৩)

লিংকডইন (বর্তমানে)

ইউটিউব (২০০৫)

ইউটিউব (বর্তমানে)

টুইটার (২০০৬)

টুইটার (বর্তমানে)

ইয়াহু (১৯৯৪)

ইয়াহু (বর্তমানে)

ফ্লিকর (২০০৪)

ফ্লিকর (বর্তমানে)

ফেসবুক (২০০৪)

ফেসবুক (বর্তমানে)

অ্যামাজন (১৯৯৫)


অ্যামাজন (বর্তমানে)