সম্প্রতি এলজি বাজারে এনেছে ফ্ল্যাগশিপ স্মার্টফোন জি ফোর। আর এই স্মার্টফোনটি আসার পর এবার পালা জি ফাইভের। ইতোমধ্যেই বিভিন্ন প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এই স্মার্টফোনে কী ফিচার থাকতে পারে, সেসব তথ্য প্রকাশ করতে শুরু করেছে।
দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট হু ওয়্যারড কোরিয়া জানিয়েছে, এই স্মার্টফোনটিতে থাকবে আইরিস স্ক্যানিং সেন্সর। আগামী বছর স্মার্টফোনটি বাজারে আসবে বলেও ওয়েবসাইটটিতে বলা হয়।
তবে সত্যিই স্মার্টফোনটিতে আইরিস সেন্সর থাকবে কিনা, সে ব্যাপারে এখনও নিশ্চিত করেই কিছু জানা যায়নি। তবে আইরিস সেন্সর থাকলে সেটি বিভিন্ন ক্ষেত্রেই হবে খুবই কার্যকরী বিশেষ করে মোবাইল পেমেন্ট ইস্যুতে।