Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Sports Image

বাংলাদেশ ক্রিকেটে একদিনের আন্তর্জাতিক ম্যাচের অজানা কিছু তথ্য



★ বাংলাদেশ প্রথম ওয়ানডে ম্যাচ খেলে ১৯৮৬ সালের ৩১ই মার্চ।
★ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলে। সেই ম্যাচে বাংলাদেশ ৭ উইকেটে হারে।
★ বাংলাদেশ ওয়ানডেতে প্রথম ইনিংসে ৯৪ রান করে।
★ বাংলাদেশ প্রথম জয়লাভ করে কেনিয়ার বিপক্ষে। সেই ম্যাচে বাংলাদেশ ৬ উইকেটে কেনিয়াকে পরাজিত করে।
★ বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচ জয়ের তারিখ:- ১৯৯৮ সালের ১৭ই মে।
★ বাংলাদেশ দলের হয়ে প্রথম উইকেট পান জাহাংগীর শাহ।
★ বাংলাদেশের হয়ে প্রথম বল মোকাবেলা করেন রকিবুল হাসান।
★বাংলাদেশের হয়ে প্রথম ফিফটি করেন আজহার হোসেন। সেই দিনটি ছিল ১৯৯০ সালের ২৮ শে এপ্রিল।
★ ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি করেন মেহরাব হোসেব অপি। বিপক্ষ দল:- জিম্বাবুয়ে। তারিখ:- ২৫/৩/১৯৯৯.
★ ওয়ানডেতে প্রথম ৫ উইকেট পান আফতাব আহমেদ। বিপক্ষ দল:- নিউজিল্যান্ড। তারিখ:- ৫/১১/২০০৪
★ ওয়ানডে ক্যারিয়ারে সবচেয়ে বেশি রানের মালিক সাকিব আল হাসান। তিনি ক্যারিয়ারে ৩৮৩৫ রান করেন
★ ওয়ানডে ক্যারিয়ারে সবচেয়ে বেশি উইকেট পান আব্দুর রাজ্জাক। তিনি ক্যারিয়ারে ২০৭ উইকেট পান।
★ ওয়ানডে ক্যারিয়ারে সবচেয়ে বেশি ডাক মারেন হাবিবুল বাশার। তিনি ক্যারিয়ারে ১৮টি ডাক মারেন।
★ ওয়ানডে ক্যারিয়ারে সবচেয়ে বেশি ক্যাচ ধরেন মাশরাফি বিন মুর্তজা। তিনি ৪০টি ক্যাচ ধরেছেন।
★ ওয়ানডেতে সবচেয়ে বেশি ম্যাচ ক্যাপ্টেন ছিলেন হাবিবুল বাশার। ৬৯টি ম্যাচে তিনি ক্যাপ্টেন ছিলেন।
★ ওয়ানডেতে সবচেয়ে সফল ক্যাপ্টেন সাকিব আল হাসান। তিনি ৪৭টি ম্যাচে ক্যাপ্টেন ছিলেন, তার মধ্যে জয় ২২টিতে ও পরাজয় ২৫টিতে। জয়ের হার :- ৪৬.৮০।
★ ক্যারিয়ারে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলেন মোহাম্মদ আশরাফুল। ১৭৫টি ম্যাচ খেলেন তিনি।
★ ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের পার্টনারশিপ করেন রাজিন সালেহ ও হাবিবুল বাশার। তারা ১৭৫ রানের পার্টনারশিপ করেন।
★ ওয়ানডেতে এক ইনিংসে বেস্ট ইকোনোমি রেট সাকিব আল হাসানের। তিনি ১০ ওভারে ১১ রানে ৩ উইকেট নিয়েছিলেন। ইকোনোমি রেট:- ১.১০
★ ওয়ানডে ক্যারিয়ারে সবচেয়ে বেশি ৪ উইকেট পেয়েছেন আব্দুর রাজ্জাক ও মাশরাফি বিন মুর্তজা। তারা দুজনই ৪ উইকেট ৫ বার পেয়েছেন।
★ ওয়ানডে ক্যারিয়ারে সবচেয়ে বেশি ৫ উইকেট পান আব্দুর রাজ্জাক। তিনি ৪ বার ৫ উইকেট পেয়েছেন।
★ওয়ানডেতে রানের হিসেবে বাংলাদেশ সবচেয়ে বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্টইন্ডিজকে। সেই ম্যাচে তাদেরকে বাংলাদেশ ১৬০ রানে হারিয়েছিল।
★ ওয়ানডেতে উইকেটের হিসেবেও বাংলাদেশ ওয়েস্টইন্ডিজ কে সবচেয়ে বড় ব্যবধানে হারিয়েছিল। সেই ম্যাচে বাংলাদেশ ৯ উইকেটে জয় পায়। এবং সেই ম্যাচে বাংলাদেশ ওয়েস্টইন্ডিজকে ৬১ রানে অল আউট করেছিল বাংলাদেশ।
★ওয়ানডেতে সবচেয়ে বেশি ফিফটি সাকিব আল হাসান ও তামিম ইকবালের ।
২৬টি করে ফিফটি করেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল।
★ ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেন সাকিব আল হাসান। তিনি ৫টি সেঞ্চুরি করেন।