Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Technology Image

২০১৫ সালের সবচেয়ে দামী ব্র্যান্ড অ্যাপলব্র্যান্ড এবং যোগাযোগ গবেষণা বিষয়ক বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান মিলওয়ার্ড ব্রাউন ২০১৫ সালের সেরা ব্র্যান্ডগুলোর একটি তালিকা প্রকাশ করেছে। তালিকায় শীর্ষস্থানে আছে প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। এছাড়া তালিকার প্রথম ১০টি ব্র্যান্ডের মধ্যে ৬টিই প্রযুক্তি প্রতিষ্ঠান।

২০১৪ সালে প্রকাশিত একই তালিকার শীর্ষস্থানে ছিল গুগল এবং দ্বিতীয় স্থানে ছিল অ্যাপল। তবে এবার গুগল দ্বিতীয় স্থানে নেমে এসেছে। তৃতীয় স্থানে আছে মাইক্রোসফট এবং চতুর্থ স্থানে আইবিএম।

মিলওয়ার্ড ব্রাউনের দেওয়া তথ্য অনুসারে, বর্তমানে অ্যাপলের ব্র্যান্ড ভ্যালু প্রায় ২৪৭ বিলিয়ন ডলার যা গত বছর ছিল ১৪৭.৯ বিলিয়ন ডলার। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা গুগলের ব্র্যান্ড ভ্যালু ১৫৮.৮৪ বিলিয়ন ডলার থেকে বেরে দাঁড়িয়েছে ১৭৩.৬৫ বিলিয়ন ডলার। তৃতীয় স্থানে থাকা মাইক্রোসফটের ব্র্যান্ড ভ্যালু ১১৫.৫ বিলিয়ন ডলার।

শীর্ষ ১০ তালিকা পঞ্চম স্থানে আছে ভিসা, ষষ্ঠ স্থানে এটিঅ্যান্ডটি, সপ্তম স্থানে ভেরিজন, অষ্টম স্থানে কোকাকোলা, নবম স্থানে ম্যাকডোনাল্ডস এবং দশম স্থানে মার্লবোরো।