Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

পুরুষদের শুক্রাণু ধ্বংস করে ওয়াই-ফাই ল্যাপটপ

Technology Image

প্রযুক্তির ব্যবহার যদি সঠিক উপায়ে না করা হয় তাহলে কত সমস্যাতেই না হয় পড়তে হয়। প্রযুক্তির ভাল দিক গুলো সব সময় আমাদের জন্য মঙ্গল বয়ে আনে সেই সাথে সাথে প্রযুক্তির খারাপ দিকগুলোর সম্পর্কেও আমাদের ধারণা থাকা প্রয়োজন। তেমন একটি তথ্য সবার জানা রাখা প্রয়োজন ল্যাপটপের ব্যবহার বিধি সম্পর্কে। সামান্য আরামের জন্য আমাদের কত বড়ই না ক্ষতি হয়ে যায়।
ল্যাপটপ কোলের ওপর বা শরীরের কাছাকাছি ব্যবহার করায় পুরুষদের ক্ষতির আশংকা করছেন গবেষকরা। এ বিষয়ে সাম্প্রতিক এক গবেষণার ফলাফল পর্যবেক্ষন করে তারা বলেছেন যে, ওয়াই-ফাই প্রযুক্তির ল্যাপটপ ব্যবহারে শুক্রাণু সংখ্যা কমে যেতে পারে। ল্যাপটপের উৎপন্ন তাপে যে ক্ষতি হয় তার চেয়ে বেশি ক্ষতি করে ওয়াই-ফাই সিগনালযুক্ত ল্যাপটপ । এরকমই মতামত দিলেন বিজ্ঞানীরা।
যুক্তরাষ্ট্র এবং আর্জেন্টিনার করা বিজ্ঞানীদের করা এক গবেষণায় দেখা গেছে, ওয়াই-ফাই সিগনাল শুক্রাণুর ওপর বেশি প্রভাব ফেলে । পুরুষদের জেনেটিক কোডেও পরিবর্তন আনতে পারে।এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি’ সাময়িকীতে। গবেষকদের মতে , ওয়াই-ফাই প্রযুক্তি থেকে যে লেকট্রোম্যাগনেটিক তেজস্ক্রিয়া নির্গত হয় তার প্রভাব পড়ে শুক্রাণুতে।
আশ্চর্য হলেও সত্যি এর ফলে , শতকরা ২৫ ভাগ শুক্রাণু নড়াচড়া করতে পারে না ।এবং ৯ ভাগের ডিএনএ কোড পুরোপুরি পরিবর্তন হয়ে যায়। গবেষকরা আরও জানিয়েছেন যে , মূলত ওয়াই-ফাই ব্যবহার করে দীর্ঘক্ষণ ডাউনলোড করা বা অতিরিক্ত গরম হওয়া ল্যাপটপে এ সমস্যা তৈরি হতে পারে। কিন্তু ঠিক কোন মডেলের ল্যাপটপে বেশি সমস্যা হয় সে বিষয়ে এখন গবেষণা করা প্রয়োজন বলেই মনে করেন গবেষকরা ।
সুত্রঃ টেলিগ্রাফ অনলাইন

Continue Reading...

সিসি ক্যামেরা নজরদারি এখন মোবাইলে

Technology Image

এইচআইকে ভিশনের বিভিন্ন ধরনের নিরাপত্তা পণ্য নিয়ে বাজারে এসেছে এক্সেল টেকনোলজিস লিমিটেড। সিকিউরিটি সলিউশন হিসেবে উন্নত বিশ্বের দেশগুলোতে এইচআইকে ভিশন বেশ জনপ্রিয়।
এইচআইকের বিভিন্ন রেঞ্জের পণ্যগুলোর বড় একটি সুবিধা হলো যেকোনো স্থান থেকে মোবাইলের মাধ্যমেও সবসময় নজরদারি রাখা যায় ক্যামেরা বসানো স্থানগুলোতে। ফলে আপনি যেখানেই থাকুন না কেন, সার্বক্ষণিক দৃষ্টি রাখতে পারবেন আপনার বাসাবাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের ওপর।
এ ব্র্যান্ডের সিকিউরিটি পণ্যের আওতায় রয়েছে ১.৩ মেগাপিক্সেল থেকে শুরু করে ৮ মেগাপিক্সেল পর্যন্ত রেজ্যুলেশনের আইপি ক্যামেরা এবং ৬০০ টিভিএল থেকে শুরু করে ৯০০ টিভিএল পর্যন্ত সিসি টিভি।
এছাড়াও স্মল সলিউশন থেকে শুরু করে এক্সট্রা লার্জ সলিউশন রেঞ্জের ডিভিআর এবং এনভিআরও রয়েছে। এর সিএনএস সফটওয়্যারের মাধ্যমে একাধারে ৫ হাজার আইপি ক্যামেরা মনিটর ও নিয়ন্ত্রণ করার সুবিধা রয়েছে।
আরও রয়েছে প্লাগ অ্যান্ড প্লে এর সুবিধার ডিভিআর ও এনভিআর কিট। বৈচিত্র্যময় এই পণ্যসম্ভার যেকোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে বাসাবাড়িরও নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম।

Continue Reading...

সামারিটানস র‍্যাডার

Technology Image

প্রযুক্তির খবর মানেই বর্তমান বিশ্বকে অবাক করার খবর। আত্মহত্যাকেও নাকি সতর্ক করে দেবে প্রযুক্তির তৈরী এ্যাপ্লিকেশন সফটওয়ার। আর সেই কাজটি করবে টুইটার।
আপনি কি আত্মহত্যা-প্রবণ? আপনাকে বাঁচিয়ে দিতে পারে ট্যুইটার। এমনই একটি নতুন অ্যাপ আনল ট্যুইটার। আত্মহত্যা-প্রবণ কোনও কথা লিখে ট্যুইট করলেই সেই খবর পৌঁছে যাবে আপনার আত্মীয়, বন্ধুদের কাছে।
অ্যাপটির নাম দেওয়া হয়েছে ‘সামারিটানস র‍্যাডার’। ‘সামারিটানস’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই অ্যাপ তৈরি হয়েছে। এই অ্যাপ প্রত্যেকে ডাউনলোড করতে পারবেন। তাঁরা যাদের ‘ফলো’করেন, তাঁদের সম্পর্কে এই তথ্য চলে আসবে এই অ্যাপের মাধ্যমে। এই অ্যাপ বেশ কিছু শব্দ বা বাক্য চিহ্নিত করতে পারবে যাতে আত্মহত্যা প্রবণতার কথা প্রকাশ পায়, যেমন ‘হেল্প মি’, ‘হেট মাইসেল্ফ’, ‘ বিইং অ্যালন’ ইত্যাদি। যদি এই ধরনের কোনও ট্যুইট হলেই ই-মেলের মাধ্যমে সেই বার্তা পৌঁছে যাবে বন্ধুদের কাছে। সেখান থেকে ট্যুইটারে লগ ইন করলেই দেখা যাবে ওই ট্যুইটটি।

Continue Reading...

ডেবিট/ক্রেডিট কার্ড হ্যাকিং ঠেকাতে আধুনিক জিন্স!

Technology Image

নরটন এন্টিভাইরাস নির্মাতা কোম্পানির সাথে সম্মিলিত ভাবে বেটাব্র্যান্ড নামক এক পোশাক তৈরিকারী প্রতিষ্ঠান এমন ধরনের জিন্স তৈরি করছে যা ওয়্যারলেস সিগন্যাল ব্লক করবে। এটি রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে সংঘটিত হ্যাকিং আক্রমণ প্রতিরোধ করবে। ডেবিট/ক্রেডিট কার্ডে যে এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) চিপ যুক্ত থাকে সেই চিপ’কে বেতার তরঙ্গের মাধ্যমে হ্যাক করে এতে সংরক্ষিত তথ্য হাতিয়ে নেয়া সম্ভব। এধরনের আক্রমণ ঠেকাতেই আরএফ ব্লকার এর উদ্ভব।
এই জিন্স বেটাব্র্যান্ড অনলাইন ক্লথিং কোম্পানির দ্বারা ডিজাইনকৃত। এতে সিগন্যাল ব্লক করার জন্য সিলভার জাতীয় পদার্থ ব্যাবহার করা হয়েছে। আগামী ফেব্রুয়ারীতে এটি বাজারে আসবে। প্রাথমিক ভাবে এর দ্বারা জিন্স এবং ব্লেজার তৈরি করা হবে। জিন্সের মূল্য ধরা হয়েছে ১৫১ মার্কিন ডলার অপর দিকে ব্লেজারের মূল্য ধরা হয়েছে ১৯৮ মার্কিন ডলার।
ইতোপূর্বে ডিজিটাল ফরেনসিক ফার্ম ‘ডিস্কল্যাব’ একই ধরনের প্রযুক্তি ব্যাবহার করে মানিব্যাগ তৈরি করেছে। ডিস্কল্যাব কোম্পানির প্রধান সাইমন স্টেগলাস বলেন এখন যে কারও ডেবিট/ক্রেডিট কার্ড হ্যাক হওয়া একটি সাধারন ব্যাপারে পরিণত হয়েছে। আর এজন্যই আমরা তৈরি করেছি ‘ফ্যারাডে’ ব্যাগ যা মোবাইল সিগন্যাল ব্লক করে। ইদানিং অপরাধীদের মোবাইল ডিভাইস সংরক্ষণ করার জন্য পুলিশ এই ব্যাগ ব্যবহার করে।
গত মাসে বিবিসির এক প্রতিবেদন থেকে জানা গেছে অপরাধীরা তাদের মোবাইল ফোন পুলিশের কাছে থাকা অবস্থাতেই দূর থেকে এর ডাটা মুছে ফেলতে সক্ষম হয়েছে। এধরনের মেটাল ফাইবারের তৈরি পোশাক যদিও সস্তা নয় তবে এটি ধৌত করা যাবে।

Continue Reading...

পাটের জীন আবিষ্কারক বিজ্ঞানী মাকসুদুল আলম

Technology Image

পাটের সঙ্গে বাংলাদেশের নাম অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে গেছে। আগে যে এমনটা ছিল না তা অবশ্য নয়। পাট চাষের পথিকৃৎ হিসেবে ব্রিটিশ শাসনামল থেকে বিশ্বদরবারে বাংলাদেশ পরিচিত নাম ছিল। দেশ স্বাধীন হওয়ার সময়ও বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনকারী পণ্যের তালিকায় শীর্ষে ছিল পাট। রপ্তানিপণ্যের তালিকায় পাট অনেক পিছিয়ে গেলেও পাট গবেষণার সাফল্যকে সঙ্গী করে আবারও বিশ্বদরবারে বাংলাদেশের নাম স্বগর্বে আলোচিত হলো সোনার বাংলার বিজ্ঞানী ড. মাকসুদুল আমলের কারনে।
বিজ্ঞানী মাকসুদুল আলম ফরিদপুরে ১৯৫৪ সালের ১৪ ডিসেম্বর জন্ম গ্রহণ করেন। তার পিতা "দলিলউদ্দিন আহমেদ" ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তান রাইফেলসের (ইপিআর) একজন কর্মকর্তা এবং তার মা ছিলেন লিরিয়ান আহমেদ একজন সমাজকর্মী ও শিক্ষিকা। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার পিতা শহীদ হলে পরিবারের দায়িত্ব এসে পড়ে মা লিরিয়ান আহমেদের উপর। শিক্ষকতা করে তিনি তাঁর চার ছেলে ও চার মেয়েকে গড়ে তোলেন। গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে স্বাধীনতার পর মাকসুদুল আলম চলে যান রাশিয়ায়। তিনি ১৯৭৯ সালে রাশিয়ার মস্কো বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজিতে এমএস ডিগ্রী লাভ করেন।
তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮২ সালে মাইক্রোবায়োলজিতে পিএইচডি লাভ করেন। তিনি ১৯৮৭ সালে জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট বায়োকেমিস্ট্রিতে পিএইডি ডিগ্রী লাভ করেন। তিনি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের উপদেষ্টাম-লীর সদস্য। মাকসুদুল আলম মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কাজ করেছেন। তিনি এর আগে ২০১০ সালে পাটের জীবনরহস্য উন্মোচন করে দেশে-বিদেশে সাড়া ফেলে দেন। বিশ্বের তিনটি ফসল, চারটি জীবাণুসহ ১৯টি জীবের জীবনরহস্য উন্মোচনের নেতৃত্বে ছিলেন মাকসুদুল আলম। তিনি যুক্তরাষ্ট্রের হয়ে পেঁপে, মালয়েশিয়ার হয়ে রবার ও বাংলাদেশের হয়ে পাট ও ছত্রাকের জীবনরহস্য উন্মোচন করেন। তিনি বাংলাদেশে পাটের জীবনরহস্য উন্মোচনের পরে...

Continue Reading...

এবার ধর্ষণের হাত থেকে নিরাপদ রাখবে বিশেষ ঘড়ি

Technology Image

প্রযুক্তি সত্যি পৃথিবীর জন্য মঙ্গলকর যদি এর সঠিক ব্যবহার করা হয়। যতই দিন গড়াচ্ছে ততই প্রযুক্তি একের পর এক নতুন নতুন সৃষ্টি মানবের মাঝে প্রকাশ করে চলেছে প্রযুক্তি বিষয়ের জ্ঞানী বিজ্ঞানীরা। ভারতে সবচেয়ে বেশি ধর্ষণের কারনে প্রযুক্তি বিজ্ঞানীরা তেমন একটি ঘড়ির আবিস্কার করতে চলেছে। যা কি না ধর্ষণ রুখতে সাহায্য করবে। সেই বিশেষ ঘড়ি তৈরির উদ্যোগ নিয়েছে ভারতের নয়াদিল্লির সেন্টার ফর ডেভেলপমেন্ট অব অ্যাডভাসন্ড কম্পিউটিং। প্রাথমিক পর্যায়ে সেই ঘড়ি কীভাবে কাজ করবে তার রূপরেখাও তৈরি হয়ে গেছে।

জানা গেছে, এই ঘড়ির মধ্যে প্রথমে জিপিএস সুবিধা রাখা হবে। এই ঘড়িটির মাধ্যমে আক্রান্ত নারী বোতাম টিপে সংশ্লিষ্ট কাউকে কিংবা পরিবারের সদস্যদের সাহায্য চাইতে পারবেন খুব সহজেই। এমনকী, নিকটস্থ থানায় খবরও পৌঁছে যাবে। জিপিএস থাকায় খুব সহজেই কোথায় এই ঘটনা ঘটছে তাপ জানা যাবে। নেওয়া যাবে স্থানের কম্পিউটার প্রিন্টও। শুধু এই নয়, যাতে ঘটনার সমস্ত প্রমাণ যাতে থাকে সেই জন্য ঘড়ির মধ্যে থাকবে একটি ক্যামেরাও। যা কিনা আধ ঘণ্টা সব কিছু রেকর্ড করতে পারবে।

সেন্টার ফর ডেভেলপমেন্ট অব অ্যাডভাসন্ড কম্পিউটিংয়ের গবেষকরা জানিয়েছেন, আগামী বছরের মাঝামাঝি সময়ে এই ঘড়ি ভারতের বাজারে চলে আসবে। এটির দাম ধার্য করা হয়েছে, ২০ থেকে ৫০ মার্কিন ডলার। গবেষকদের আশা, এই ঘড়ি বাজারে আসলে খুব সহজেই গ্রহণযোগ্যতা পাবে।

Continue Reading...

হাত থেকে মোবাইল পড়ে গেলেও ভাঙবে না

Technology Image

  হাত থেকে মোবাইল মাটিতে পড়ে গেলেও ভাঙবে না কথাটি সত্যি হাস্যরহস্য মনে হয়। হাত থেকে মোবাইল পড়ে ভাঙেনি এমন কোন মোবাইল আসলেই আছে কিনা কেউ বলতে পারব না কিংবা হাত থেকে মোবাইল ফোন পড়ে যায়নি এমন ব্যবহারকারী খুঁজে পাওয়া দুষ্কর হবে। আপনি রাস্তায় চলাফেরার সময় পকেট থেকে তাড়াহুড়োয় ফোন বের করতে গেলেন, আর আপনার সাধের নতুন ফোনটি সোজা পকেট থেকে বেরিয়ে করতেই আপনার সাধের মোবাইলটি পড় গেল রাস্তায়। আপনি তো চরম বেকায়দায় এখন। ফোনের স্ক্রিনের দফারফা। এলসিডি সারানোর খরচের কথা ভেবে মাথায় হাত। কিন্তু কেমন হত যদি হাত থেকে পড়ে গেলেও ভাঙত না আপনার সাধের মোবাইলফোনটি?
এবার এমনই এক প্রযুক্তি আনতে চলেছে অ্যাপেল। অ্যাপেল তাদের নয়া আইফোনের জন্য এমন একটি প্রযুক্তি আনতে চলেছে যেখানে ফোন নিজে থেকেই পড়ে যাওয়ার সময় সতর্ক হয়ে যাবে। গত সপ্তাহেই অ্যাপেলের তরফে এই আবিষ্কারের পেটেন্ট নেওয়া হয়ে গিয়েছে বলে জানিয়েছে মেল অনলাইন। আগামী তিন বছরের মধ্যেই এই প্রযুক্তি অ্যাপেল তাদের ডিভাইসে ব্যবহার করতে চলেছে।
কীভাবে কাজ করবে এই নয়া প্রযুক্তি? ফোনের সেন্সর আঁচ করে নেবে যে ফোনটি একটি উচ্চতা থেকে নিচের দিকে পড়ছে কি না। সেই সময় নিজে থেকে সতর্ক হয়ে যাবে ভবিষ্যতের আইফোন। ফোনের স্ক্রিন নিজে থেকেই মাটির দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, যাতে ফোনের ন্যূনতম ড্যামেজ হয়। এমনকী, ফোনের সঙ্গে হেডফোন লাগানো থাকলেও, তাও অটোমেটিক খুলে আসবে। নয়া এই প্রযুক্তি শুধু আইফোনে নয়, আইপ্যাডেও ব্যবহার করতে পারে অ্যাপেল, জানাচ্ছে মেল অনলাইন।

Continue Reading...

বাজারে আসছে বিলাসবহুল এন্ড্রয়েড স্মার্টফোন \"রিগ্যাল ব্ল্যাক এডিশন\"

Technology Image

মোবাইল অ্যাক্সেসরিস নির্মাতা কোম্পানি গ্রেসো এবার নিয়ে এলো বিলাসবহুল এন্ড্রয়েড স্মার্টফোন। সীমিত স্টকের এই ডিভাইসের ব্র্যান্ডনেম হচ্ছে ‘রিগ্যাল ব্ল্যাক এডিশন’ যাতে থাকছে পিভিডি কোটিং দেয়া টাইটানিয়াম বডি যার সাথে রয়েছে ১৮ ক্যারেট স্বর্ণের ছোঁয়া, ৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, ১.৫ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর, ২জিবি র্যাম, ৩২জিবি স্টোরেজ, ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা প্রভৃতি।
রিগ্যাল ব্ল্যাক এডিশন ফোনটি চলবে এন্ড্রয়েড কিটক্যাট অপারেটিং সিস্টেমে। এর দাম ধরা হয়েছে ৫ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩ লাখ ৮৭ হাজার টাকা।

হাতে অ্যাসেম্বলকৃত এই সেটটির মাত্র ৯৯৯টি ইউনিট বিক্রি করবে এর নির্মাতা। তাই ফোনটি কিনতে হলে আগেভাগেই অর্ডার করতে হবে।

Continue Reading...

উন্নত গ্রাফিক্স সুবিধার আসুস ল্যাপটপ

Technology Image

প্রযুক্তির অগ্রগতি দিনে দিনে বেড়েই চলেছে। তারই পরিপ্রেক্ষিতে দেশের বাজারে এসেছে আসুস ব্র্যান্ডের এন-সিরিজের নতুন ল্যাপটপ। এন-৫৫১জেকে মডেলের এই ল্যাপটপটি মাল্টি-টাস্কিং প্রোগ্রাম, হাই-এন্ড গেম খেলা এবং মুভি উপভোগ করার জন্য আদর্শ।
ল্যাপটপটিতে রয়েছে ২.৮ গিগাহার্জ গতির ইন্টেল কোর আই-৫ প্রসেসর, ৮ জিবি র্যালম, ১ টেরাবাইট হার্ডডিস্ক, ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে, ২ জিবি ভিডিও মেমোরির এনভিডিয়া চিপসেটের গ্রাফিক্স, ডিভিডি রাইটার, এইচডি ওয়েবক্যাম।
এছাড়া রয়েছে ওয়্যারলেস ল্যান, গিগাবিট ল্যান, ব্লুটুথ ৪.০, ইউএসবি ৩.০ পোর্ট, এইচডিএমআই পোর্ট, মিনি ডিসপ্লে পোর্ট প্রভৃতি।
৬৯ হাজার ৫০০ টাকা মূল্যের আসুসের উন্নত গ্রাফিক্স ও অত্যাধুনিক অডিও সুবিধার এই ল্যাপটপটি দেশের বাজারে এনেছে শীর্ষ প্রযুক্তিপণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড।

Continue Reading...