Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Technology Image

সামারিটানস র‍্যাডার



প্রযুক্তির খবর মানেই বর্তমান বিশ্বকে অবাক করার খবর। আত্মহত্যাকেও নাকি সতর্ক করে দেবে প্রযুক্তির তৈরী এ্যাপ্লিকেশন সফটওয়ার। আর সেই কাজটি করবে টুইটার।

আপনি কি আত্মহত্যা-প্রবণ? আপনাকে বাঁচিয়ে দিতে পারে ট্যুইটার। এমনই একটি নতুন অ্যাপ আনল ট্যুইটার। আত্মহত্যা-প্রবণ কোনও কথা লিখে ট্যুইট করলেই সেই খবর পৌঁছে যাবে আপনার আত্মীয়, বন্ধুদের কাছে।

অ্যাপটির নাম দেওয়া হয়েছে ‘সামারিটানস র‍্যাডার’। ‘সামারিটানস’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই অ্যাপ তৈরি হয়েছে। এই অ্যাপ প্রত্যেকে ডাউনলোড করতে পারবেন। তাঁরা যাদের ‘ফলো’করেন, তাঁদের সম্পর্কে এই তথ্য চলে আসবে এই অ্যাপের মাধ্যমে। এই অ্যাপ বেশ কিছু শব্দ বা বাক্য চিহ্নিত করতে পারবে যাতে আত্মহত্যা প্রবণতার কথা প্রকাশ পায়, যেমন ‘হেল্প মি’, ‘হেট মাইসেল্ফ’, ‘ বিইং অ্যালন’ ইত্যাদি। যদি এই ধরনের কোনও ট্যুইট হলেই ই-মেলের মাধ্যমে সেই বার্তা পৌঁছে যাবে বন্ধুদের কাছে। সেখান থেকে ট্যুইটারে লগ ইন করলেই দেখা যাবে ওই ট্যুইটটি।