Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Technology Image

হুয়াওয়ে নিয়ে এলো আকর্ষণীয় এক স্মার্ট ওয়াচচীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে উন্মুক্ত করেছে অ্যান্ড্রয়েড ওয়্যার অপারেটিং সিস্টেম চালিত আকর্ষণীয় এক স্মার্টওয়াচ। এখন পর্যন্ত যে কয়টি স্মার্টওয়াচ বাজারে এসেছে, তার মধ্যে হুয়াওয়ে ওয়াচকেই সবথেকে আকর্ষণীয় বলে মনে করছেন বিশ্লেষকরা।

হুয়াওয়ে জানিয়েছে, এই স্মার্টওয়াচে আছে ১৩০টির বেশি কম্পোনেন্ট। আর এটি বাজারে ছাড়া হবে ভিন্ন তিনটি কালারে- গোল্ড, সিলভার এবং ব্ল্যাক।হুয়াওয়ে স্মার্টওয়াচ

মটো ৩৬০-এর মতো হুয়াওয়ে ওয়াচেও আছে গোলাকার ডিসপ্লে। ১.৪ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে এটি। হুয়াওয়ে জানিয়েছে, স্মার্টওয়াচটিতে আছে হাই কন্ট্রাস্ট রেশিও। আর হাতে গ্লাভস পরে থাকা অবস্থায়ও কাজ করবে এই টাচস্ক্রিন।

স্মার্টওয়াচটিতে আছে ৪জিবি স্টোরেজ, ৫১২ মেগাবাইট র‍্যাম, ৬-অ্যাক্সিস মোশন সেন্সর, কোয়ালকম ১.২ গিগাহার্জ প্রসেসর, ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করে এটি যুক্ত থাকবে অ্যান্ড্রয়েড ফোনের সাথে।

প্রাথমিক অবস্থায় ২০টি দেশে পাওয়া যাবে এই স্মার্টওয়াচ। তবে কবে থেকে পাওয়া যাবে কিংবা মূল্য কত হব, সে ব্যাপারে কিছু জানানো হয়নি।