Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Technology Image

এবার ধর্ষণের হাত থেকে নিরাপদ রাখবে বিশেষ ঘড়ি



প্রযুক্তি সত্যি পৃথিবীর জন্য মঙ্গলকর যদি এর সঠিক ব্যবহার করা হয়। যতই দিন গড়াচ্ছে ততই প্রযুক্তি একের পর এক নতুন নতুন সৃষ্টি মানবের মাঝে প্রকাশ করে চলেছে প্রযুক্তি বিষয়ের জ্ঞানী বিজ্ঞানীরা। ভারতে সবচেয়ে বেশি ধর্ষণের কারনে প্রযুক্তি বিজ্ঞানীরা তেমন একটি ঘড়ির আবিস্কার করতে চলেছে। যা কি না ধর্ষণ রুখতে সাহায্য করবে। সেই বিশেষ ঘড়ি তৈরির উদ্যোগ নিয়েছে ভারতের নয়াদিল্লির সেন্টার ফর ডেভেলপমেন্ট অব অ্যাডভাসন্ড কম্পিউটিং। প্রাথমিক পর্যায়ে সেই ঘড়ি কীভাবে কাজ করবে তার রূপরেখাও তৈরি হয়ে গেছে।

জানা গেছে, এই ঘড়ির মধ্যে প্রথমে জিপিএস সুবিধা রাখা হবে। এই ঘড়িটির মাধ্যমে আক্রান্ত নারী বোতাম টিপে সংশ্লিষ্ট কাউকে কিংবা পরিবারের সদস্যদের সাহায্য চাইতে পারবেন খুব সহজেই। এমনকী, নিকটস্থ থানায় খবরও পৌঁছে যাবে। জিপিএস থাকায় খুব সহজেই কোথায় এই ঘটনা ঘটছে তাপ জানা যাবে। নেওয়া যাবে স্থানের কম্পিউটার প্রিন্টও। শুধু এই নয়, যাতে ঘটনার সমস্ত প্রমাণ যাতে থাকে সেই জন্য ঘড়ির মধ্যে থাকবে একটি ক্যামেরাও। যা কিনা আধ ঘণ্টা সব কিছু রেকর্ড করতে পারবে।

সেন্টার ফর ডেভেলপমেন্ট অব অ্যাডভাসন্ড কম্পিউটিংয়ের গবেষকরা জানিয়েছেন, আগামী বছরের মাঝামাঝি সময়ে এই ঘড়ি ভারতের বাজারে চলে আসবে। এটির দাম ধার্য করা হয়েছে, ২০ থেকে ৫০ মার্কিন ডলার। গবেষকদের আশা, এই ঘড়ি বাজারে আসলে খুব সহজেই গ্রহণযোগ্যতা পাবে।