Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Technology Image

তিন বছরে ১০০ কোটি উইন্ডোজ ১০ ডিভাইস



উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম নিয়ে বেশ আশাবাদী মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি মনে করছে, বড় ধরণের সফলতা পাবে এটি। আর এরই অংশ হিসেবে উইন্ডোজ ১০ বাজারে আসার দুই থেকে তিন বছরের মধ্যে উইন্ডোজ ১০ ডিভাইসের সংখ্যা ১০০ কোটি ছাড়িয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন উইন্ডোজ প্রধান টেরি মেয়ারসন।

উইন্ডোজ ১০ নিয়ে বেশ শক্ত পরিকল্পনা করছে মাইক্রোসফট। পুরনো উইন্ডোজ গ্রাহকদের জন্য দেওয়া হবে ফ্রি আপগ্রেড। এছাড়া উইন্ডোজ ১০ চালিত বিভিন্ন ডিভাইসের জন্য ইউনিভার্সাল অ্যাপ চালুর জন্যও কাজ করছে প্রতিষ্ঠানটি। আর এর মাধ্যমে খুব সহজেই ১০০ কোটির এই লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে মনে করে মাইক্রোসফট।

উদাহরণ হিসেবে মেয়ারসন বলেন, উইন্ডোজ ৮ বাজারে আসার পর ১৫ মাসে ২০ কোটি লাইসেন্স বিক্রি করতে সমর্থ হয় মাইক্রোসফট। আর উইন্ডোজ ৮-এর তুলনায় উইন্ডোজ ১০ আরও বেশি সাড়া পাবে বলে তার বিশ্বাস।