Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Sports Image

ওয়ানডেতে শীর্ষস্থান পুনরুদ্ধার সাকিবের



আবারো একই সঙ্গে ক্রিকেটের তিন সংস্করণের র্যা কিংয়েই শীর্ষে উঠলেন সাকিব আল হাসান। ওয়ানডেতে শীর্ষস্থান পুনরুদ্ধার করতে শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশানকে পেছনে ফেলেছেন দেশের অন্যতম সেরা এই ক্রিকেটার।

ওয়ানডে সংস্করণের ক্রিকেটের অলরাউন্ডারদের র্যা কিংয়ে তার বর্তমান রেটিং পয়েন্ট ৪০৮। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া দিলশানের রেটিং পয়েন্ট ৪০৪। তৃতীয় স্থানে থাকা আরেক শ্রীলঙ্কান অ্যাঞ্জেলো ম্যাথিউসের পয়েন্ট ৩৭৮।

গত মার্চ-এপ্রিলে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে হওয়া বিশ্বকাপের আগে শেষবার ক্রিকেটের তিন সংস্করণেই অলরাউন্ডারদের র্যা কিংয়ের শীর্ষে ছিলেন সাকিব। বিশ্বকাপের পর ওয়ানডের শ্রেষ্ঠত্ব হারিয়েছিলেন তিনি।