Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"সকল" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

মুখ ও মুখোশ

১০ বছর আগে লিখেছেন

জাঁহাপনা

জাঁহাপনার অসুখ দূরারোগ্য,
সে কি! নয় যে উপভোগ্য!!
ভোটের পরে বাড়ে ব্যামো!
আহা! থামো থামো!!
ভোটের আগে রাস্তায় নেমে
জাঁহাপনা যায় যে ঘেমে!
ভোটের পরে এসি'র বাতাস
ঘাম শুকানোর হয় অবকাশ!
পথে ঘাটে ধূলো-কাদা
ভোটের সময় কিসের বাঁধা
হেঁটে হেঁটে পা দু'টো অবশ
ভোটের পর কমলার রস!
দাদা-নাতি, বাবা-ছেলে
জাঁহাপনা পথে পেলে,
ভোটের আশায় ধরেন যে হাত
হাতের ব্যথায় জাঁহাপনা কাত।
ছুটেন তিনি বামরুনগ্রাদে
ললনারা থাকে সাথে।
ললনার নরম থাবায়
জনাবের ব্যথা পালায়!
রোদে রোদে ভরদুপুরে
চোখ দু'টো যায় যে পুড়ে,
রে বান দিয়ে চোখ ঢেকে
জাঁহাপনা চিনেন কাকে?
ভোটের পরে চোখে ছানি
ভোটারের স্বপ্নহানি।
অক্টোবর-২০১৩
continue reading

৬০৩

ইকবাল মাহমুদ ইকু

১০ বছর আগে লিখেছেন

"তোমার জন্য"

একটি কবিতা লিখব তোমার জন্য
কিছু ঘাসফুল আর জোছনার আলো
ছড়িয়ে দিব তাতে,
আরো লিখব, আমার চোখের পাতা
তোমার জন্য ঠিক কতখানি ব্যকুল।
তুমি পড়বে আর হাসবে,
বলবে, এই ছেলে
কেন এত ভালোবাস আমায়?
continue reading

১০ ৪৭১

নাসির আহমেদ কাবুল

১০ বছর আগে লিখেছেন

তবুও সমর্পিত তোমাতে

উত্থান নেই, পতনের ভীতি ব্যাকুল করেনি কখনোই
শুধু তোমার জন্য উৎকণ্ঠিত ছিলাম-এই এলে বুঝি!
এই বুঝি শ্রাবণের মেঘে সূর্যকে আড়াল করে
তোমার ছায়া হেসে উঠবে ধান ক্ষেতে!
অথচ তুমি আসোনি, তাই দাবানলে পোড়ে অস্তিত্ব
ইচ্ছের পায়রা মুখ থুবড়ে পড়ে লজ্জায়-দীনতায়।

বিবাগী মানুষের সংসার মরুভূমিতে পথ হারানো-
ঘুমের ঘোরে দু:স্বপ্নের পদাবলি,
মাতালের প্রেম, তীরহারা নাবিকের
আলেয়ার পথ দেখানো!

আমার সংসার নেই, বৈরাগ্য নেই কিছুতেই,
আমার আছো তুমি-শুধুই তুমি।
আকাঙ্ক্ষার স্বচ্ছ দর্পণে তোমার ছায়া দেখে
বেঁচে থাকার ইচ্ছে প্রবল জোয়ারের জলে
ভাসিয়ে নিয়ে যায় আমাকে রূপকথার দেশে,
অথচ সেখানে... continue reading

৪৪৫

নীল সাধু

১০ বছর আগে লিখেছেন

শুভ জন্মদিন কবি হেলাল হাফিজ!

এখন তুমি কোথায় আছো কেমন আছো, পএ দিও
এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালীর তাল পাখাটা
খুব নিশীথে তোমার হাতে কেমন আছে, পএ দিও।
ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত
ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে, পএ দিও।
কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে
কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বানে
পএ দিও, পএ দিও।
আর না হলে যত্ন করে ভুলেই যেও, আপত্তি নেই।
গিয়ে থাকলে আমার গেছে, কার কী তাতে?
আমি না হয় ভালবাসেই ভুল করেছি ভুল করেছি,
নষ্ট ফুলের পরাগ মেখে
পাঁচ দুপুরে নির্জনতা খুন করেছি, কি আসে যায়?
এক জীবনে কতোটা আর নষ্ট হবে,
এক মানবী কতোটা বা কষ্ট দেবে!
... continue reading

১১১৫

চারু মান্নান

১০ বছর আগে লিখেছেন

তবু সেই অভিমানই, কাঠবিড়ালির চঞ্চলতা

এমন যদি হত
এলোমেলো দুষ্ট মেঘ,মিষ্টি বৃষ্টি ঝরে,
ভিজিয়ে দেয়, তোমার অভিমানের মত
গোল্লাছুট খেলার তাড়ায়, মেঘ পালালে হেসে হেসে।

সেই দিন থেকে উদাস আকাশ
মুচকি হাসি বিলিয়ে বেড়ায়, দিগন্তের গায় রংতুলিতে
কত কি যে আঁকিয়ে বেড়ায়!!!!

উদল মাঠ সবুজ মাখে
অভিমানের সেই যে হাওয়া,
পুকুর জলে ঢেউ খেলে।
লাল ফড়িং তার মুক্ত ডানায়, ঘাস ফুলে সব চুমিয়ে বেড়ায়
তবু সেই অভিমানই, কাঠবিড়ালির চঞ্চলতা।

======
continue reading

৪৩৫

আল ইমরান

১০ বছর আগে লিখেছেন

অনিয়মিত শব্দক্ষরন

পরিনামে পরিনত শাশ্বত জীবন অবারিত
যবে পতিত পল্লব মণ্ডিত নিস্পলক আঁখি গহীনে,
যেন শত বর্ষের অদম্য পিপাসায় পিপাসার্ত
সলিলে সমাহিত করে অবধারিত নিয়তি,
যেন পূরণ করে আকূতি যত মানসপটে
সবিনয়ে নিবেদন আজ শুধু বিরানে বিলীন।
কন্টক দুর্ভেদ্য চিন্তামালার খোলা জানালা
কেবলই খুলে দেয়া দুর্গ্রহের ধোয়ার্ত চিমনি।
প্রতীয়মান আজ অপেক্ষার প্রহর গুলোর নিশ্চুপতা
কোন মোহে বিচ্যুত তায় কক্ষপথ হতে কক্ষমাত্রায়।
নির্লোভ কামুক চাহুনির তীব্র থেকে তীব্রতর জ্বালা
আজ কেবলই পর্যবাসিত শীৎকারের উল্লাসিতায়।
উদ্ভট উশৃঙ্খল কথামালা, অনিয়মিত শব্দক্ষরণ,
সাগর মন্থনে যেন সর্পরাজ বাসুকির দু'পাশে
দেব আর অসুরের পরিমিত সঞ্চালনের ছোঁয়া।
মন্থন রস যেথা এক একটি উপপাদ্যের প্রতিপাদন।
প্রতিপাদিত প্রতি উপপাদ্য অন্তঃস্থকরন সাপেক্ষে
নিঃসৃত যেন অমৃত, যেখানেও আছে... continue reading

৪৮৯

লুৎফুর রহমান পাশা

১০ বছর আগে লিখেছেন

কুরবানী সম্পর্কে বিভ্রান্তির জবাব ও কুরবানীর প্রয়োজনীয়তা

বেশ কয়েক বছর ধরে লক্ষ্য করছি কুরবানী ঈদ আসলেই বিভিন্ন পত্র পত্রিকায় বেশ কয়েকজন চিন্তাশীল মানুষ কুরবানীর বিপক্ষে তাদের মতামত তুলে ধরেন। তারা বুঝানোর চেস্টা করেন কুরবানী এবং হজের মাধ্যমে অনেক টাকার অপচয় হয়। যা দিয়ে দেশের অনেক ভালো করা যেত। দেশী বিদেশী অনেক বুদ্ধিজীবি সহ এন বি আর এর সাবেক চ্যায়ারম্যনও বাদ যান নি। আমি ধরে নিচ্ছি ধর্মকে হেয় করা তাদের উদ্দেশ্য নয়। তারা হয়ত বিষয়টি জানেন না। অথবা নিছকই মতামত তুল ধরছেন। একটু আলোচনা করলেই কুরবানী প্রয়োজনীয়তা ও গুরুত্ব পাওয়া যাবে আশাকরছি। আসলে কুরবানীর গুরুত্ব ও প্রয়োজনীয়তা বুঝার জন্য ধর্মের খুব গভীরে যাওয়ার প্রয়োজন নেই। কেননা কুরবানীর... continue reading

৭০২