Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"ছড়া" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

সেলফি কুলফি

৯ বছর আগে লিখেছেন

দোয়েল

যার কন্ঠের  মিষ্টি শীষে
ভাঙ্গে ভোরের ঘুম,
আমার প্রিয় দোয়েল তারে
দিলেম স্নেহের চুম।
সে তো কাছে আসে না
আমার চুম্বন নিতে,
দূরে বসে গান গায়
ডালিমের শাখাতে।
কন্ঠটি তার নয়কো শুধু
মিষ্টি মধু ভরা,
গানের সাথে নাচে সে যে
হয়ে আপনহারা।
লেজ নাড়িয়ে পা দুলিয়ে
নাচে শাখে শাখে,
সাদা কালো ধূষর রং
তার পালকে থাকে।
গানের পাখি তোমার কাছে
একটি প্রশ্ন রাখি,
বল তুমি কেমন করে
হলে জাতীয় পাখি?
# আমি সেলফি কুলফি খেতে ভালোবাসি। দয়া করে আমার এই ছড়াটিকে প্রতিযোগিতার অন্তর্ভুক্ত করবেন না। continue reading

৪১৭

সুমন সাহা

৯ বছর আগে লিখেছেন

একলা একা পাখি

ওরে বিলের শেষে;
বেঁধেছে বাসা,
একলা একা পাখি,
আমি কিসে তোরে ডাকি,
ওরে কিসে তোরে বাঁধি।
আমি তো ডাকতে ভুলে গেছি;
তোর ঠোঁটকাকনে মুগ্ধ আমি
কাজলেতে খুঁজি,
তোর চোখের তাঁরা বর্ষাহারা
মাদল দোদুল রাখি,
তোর মন মাঝারে বড়শি হাতে
ছিপ দিয়ে সুখ তুলি।
তোর জ্যোৎস্না দেখা বাকি।।
তোর চাতক হৃদয় পাতক মোরে
করছে বিহ্বল,
তোর পাখনা নিচে, ইচ্ছের আমার
স্বপ্ন শতদল।
তোর হৃদয় ছুতে, ভর সন্ধ্যেয়
বিলের ধারে এলে,
তুই ভাসাস আমায় ময়ুরাক্ষীর
কাজল ধোয়া জলে,
তোর মন পবনের সোহাগ পেতে
হাত রেখেছি হাতে,
তুই রাখিস না আর দূরে
দ্যাখ, আসছি আরো কাছে।।
তুই মনের ঘরে রাখরে আমায়
মনের মাঝে রাখ,
তোর আম বাগানের নতুন কুঁড়ি
মোর ভুবন জুড়ে থাক,
তুই এ মনের... continue reading

১৪ ১৮২৫

সেলফি কুলফি

৯ বছর আগে লিখেছেন

ময়না

কন্ঠতে তার স্বর্ণরেখা
নামটি যে তার ময়না,
খাঁচায় পুষলে কথা বলে
বনে কথা কয় না।
আহহা, সেলফির যে আর সয় না।
কুলফি ধরেছে বায়না,
ওগো দাদা-
জলদি নিয়ে আয়না। continue reading

৪২৫

টি.আই.সরকার (তৌহিদ)

৯ বছর আগে লিখেছেন

"বৃষ্টির দিনে"

মেঘ ভেঙ্গে এই এলো
বৃষ্টিরও ফোঁটা রে,
এই হলো এলোমেলো
মাঠে-ঘাটে ছোটা রে!
 
ফসলের মাঠে ছুটে
কৃষক-কৃষাণীগণ,
জল থেকে নিতে লুটে
চেষ্টা কি প্রাণপণ !
 
রাখালেরও ছুটোছুটি
পিছু গরু-ছাগলের,
খেয়ে কত লুটোপুটি
দৌড় দেয় পাগলের!
 
মাঝি আছে ছাতা নিয়ে
বসে তার ডিঙ্গিতে,
দূর থেকে হাত দিয়ে
ডাকছে কে ইঙ্গিতে !
 
শিশুরাও ছুটে যায়
মাঠে ভিজে খেলতে,
লাফ দিয়ে দুই পায়
চায় ডানা মেলতে!
 
দিন ছিল কি মজার
বৃষ্টিরই সাথে সেই !
আজো সে দিনে আবার
ফিরি শুধু স্মৃতিতেই !
continue reading

৩৮১

শাহ আলম বাদশা

৯ বছর আগে লিখেছেন

ছন্দ নিয়ে দ্বন্দ্ব

ছন্দ নিয়ে দ্বন্দ্বে আছি
দীল ভরেনা দীল;
ছন্দ কী তা কেমনে বুঝি
নাম কি অন্ত্যমিল?
হাটার ছন্দ নাচের তাল
ভাল্লাগে হই বেসামাল;
কুচকাওয়াজের কী বাহার?
ছন্দ তো নয় মন্দ কিছু
দ্বন্দ্ব তবু লয় যে পিছু
দ্বন্দ্ব জমেই হয় পাহাড়!
গানের ছন্দে ঘুম যে পায়
নারীর হাঁটন মন নাচায়;
বিষ্টি পড়ে টাপুর-টুপুর
ভাল্লাগে যে নাচের নুপুর!
তালে তালে মন ভরে যায়
দীল ভরে যায় দীল–
একেই নাকি ছন্দ বলে
এ নয় অন্ত্যমিল?
continue reading

১০৩৮

সেলফি কুলফি

৯ বছর আগে লিখেছেন

ছড়ালফি নট রট

খট খট খুঁট খাট
কড়া নাড়ে কেরে?
চি চুই চি চুই
আমি ইঁদুর ধেড়ে।
চি চুই চি চুই
তুমি কেহে ভাই?
কুলফি কুলফি ডাকি বলে
সেলফির আমি ভাই।
দুপ দাপ দুপ দাপ
পালাই পালাই
পড়েছি তোর খপ্পরে
রক্ষা এবার নাই।। continue reading

৪১৪

এবিএম হারুনার রশিদ

৯ বছর আগে লিখেছেন

ছোট্ট নদীর বাঁকে (প্রতিযোগিতা-পর্ব ৪ ক্যাটাগরি ১)

নদীর বুকে নৌকা চলে
ভাটিয়ালীর সুরে,
ঢেউয়ের তালে মিলিয়ে যায়
না জানি কোন দূরে।
গাঙশালিক আর বকের সারি
চরের বুকে থাকে,
মাছরাঙা ঐ উড়ে যায়
ছোট্ট নদীর বাঁকে।। continue reading

৪১৫

এই মেঘ এই রোদ্দুর

৯ বছর আগে লিখেছেন

মুখের ভাষা ছিনিয়ে নেয়, আছে কি কারো সাধ্য!!......... (পর্ব-৪, ক্যাটাগরী-১, প্রতিযোগিতা-২০১৫)

ফেব্রুয়ারির একুশ তারিখ
ফাগুনের ছিল নয়
ভাষার জন্য রক্ত দিলো
সৈনিক অকুতোভয়।
ঘোষনা দিয়েছিল যে
পাকিস্তানের ওরা
উর্দু ভাষায় কথা বলবে
ছেলেজোয়ানবুড়া।
প্রতিবাদের ঝড় বইছিল
বাঙলার পথে ঘাটে
মুখের ভাষা কেড়ে নিতে
কতো ফন্দি আঁটে।
বিদ্রোহের ঝড়ে জারি হয়
একশত চুয়াল্লিশ
ভাবছিলো বাংলাভাষা
যেন্ হাতের মুয়া ইশ!!
ভেঙ্গে গুঁড়িয়ে মিছিলে
রাস্তায় বীর বাঙালী
ভাষাটা ফিরিয়ে আনতে
তারা যে কাঙালী।
ফিরিয়ে দে ভাষা মোদের
রব উঠে রাজপথে
সালাম বরকত রফিক জব্বার
রক্ত দেয় বুক পেতে।
মায়ের ভাষা ছিনিয়ে নেয়
আছে কারো সাধ্য?
ভাষা ফিরিয়ে... continue reading

৩২ ৬৫৯

এনামুল হক মানিক

৯ বছর আগে লিখেছেন

শান্তি কি ভাই গাছে ধরে

যারা থাকে শান্তিনগর
তাদের এখন কাশি ও জ্বর।
যারা থাকে শান্তিরহাটে
দুখে তাদের সময় কাটে।
শান্তি যে নাই শান্তিবাগে
কাটছে সময় ক্ষোভে-রাগে ।
কিছু গেলো শান্তিনীড়ে
পায়না শান্তি আসে ফিরে।
মন ভরেনা ভুরিভোজে
সবাই শুধু শান্তি খোঁজে।
কোথায় যাবে শান্তির তরে
শান্তি কি ভাই গাছে ধরে?
continue reading

৭০৬

টি.আই.সরকার (তৌহিদ)

৯ বছর আগে লিখেছেন

"আনন্দের আহবানে"

এই দুলে ঐ দুলে
ক্ষমতার ফুল যে,
সাথে আছে জনতা,
দেয় মিছে বোল যে !
 
দলগুলো দলে দলে
জনতার ঘাড়ে যে,
নিজেদের লাভে শুধু
নিঃশ্বাস ছাড়ে যে !
 
তবু হায় জনগণ
বুঝেনা তো কিছুতে,
গেলে যাবে দলে প্রাণ
হটবে না পিছুতে !
 
মুখোমুখি দুই দল
জনগণ মরে যে,
ক্ষমতার এ দ্বন্দ্ব
সারবে কি করে যে ?
 
হায় হায় জনগণ
একটু কি বোঝ না ?
ভালবেসে দেশটাকে
শান্তি কি খোঁজ না !

কত আর বড় হবে
ভুল পথ ধরে যে,
কত রবে নিশ্চুপে
দায় গেছে বেড়ে যে !
 
... continue reading

৩৩৭