Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"আনন্দের আহবানে"

এই দুলে ঐ দুলে

ক্ষমতার ফুল যে,

সাথে আছে জনতা,

দেয় মিছে বোল যে !

 

দলগুলো দলে দলে

জনতার ঘাড়ে যে,

নিজেদের লাভে শুধু

নিঃশ্বাস ছাড়ে যে !

 

তবু হায় জনগণ

বুঝেনা তো কিছুতে,

গেলে যাবে দলে প্রাণ

হটবে না পিছুতে !

 

মুখোমুখি দুই দল

জনগণ মরে যে,

ক্ষমতার এ দ্বন্দ্ব

সারবে কি করে যে ?

 

হায় হায় জনগণ

একটু কি বোঝ না ?

ভালবেসে দেশটাকে

শান্তি কি খোঁজ না !


কত আর বড় হবে

ভুল পথ ধরে যে,

কত রবে নিশ্চুপে

দায় গেছে বেড়ে যে !

 

দলে দলে দ্বন্দ্বেতে

দেশটার ক্ষতি যে,

লুকিয়ে মনেতে শুধু

স্বার্থেরই মতি যে,

 

একটু ভালোর তরে

বাড়াও না হাতটা,

চেনাও না একাত্তরের

বাঙ্গালির জাতটা !

 

ছেড়ে দাও আছে যত

মনেতে জমা দ্বন্দ্ব,

ভাই ভাই হয়ে দেশে

করো না আনন্দ !

২ Likes ২ Comments ০ Share ৩৩৭ Views

Comments (2)

  • - আলমগীর সরকার লিটন

    সার্বাশ দাদা

    স্বাক্ষর হোক শিক্ষীত------