Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

শাহ আলম বাদশা

৯ বছর আগে লিখেছেন

ছন্দ নিয়ে দ্বন্দ্ব

ছন্দ নিয়ে দ্বন্দ্বে আছি
দীল ভরেনা দীল;
ছন্দ কী তা কেমনে বুঝি
নাম কি অন্ত্যমিল?
হাটার ছন্দ নাচের তাল
ভাল্লাগে হই বেসামাল;
কুচকাওয়াজের কী বাহার?
ছন্দ তো নয় মন্দ কিছু
দ্বন্দ্ব তবু লয় যে পিছু
দ্বন্দ্ব জমেই হয় পাহাড়!
গানের ছন্দে ঘুম যে পায়
নারীর হাঁটন মন নাচায়;
বিষ্টি পড়ে টাপুর-টুপুর
ভাল্লাগে যে নাচের নুপুর!
তালে তালে মন ভরে যায়
দীল ভরে যায় দীল–
একেই নাকি ছন্দ বলে
এ নয় অন্ত্যমিল?
continue reading
Likes Comments
০ Shares

শাহ আলম বাদশা

৯ বছর আগে লিখেছেন

বইমেলা-২০১৫: মুক্তিযুদ্ধ এবং অন্যান্য গল্প

 
এবার বইমেলায় জলছবি প্রকাশন থেকে ”মুক্তিযুদ্ধ এবং অন্যান্য গল্প” শিরোনামে আমারসহ বাংলাদেশ-ভারতের ১৫ জন গল্পকারের গল্প নিয়ে প্রকাশিত হয়েছে চমৎকার এক ছোটগল্পগ্রন্থ।
গল্পকার ও গল্পগুলোর নামের তালিকা নিম্নরূপঃ
১। শাহ আলম বাদশার ”কমন স্যার এবং আহত বেদনা,
২। ভারতীয় লেখক তাপস কিরণ রায়ের ”জেদ,
৩। নাসির আহমেদ কাবুলের ''অরুণোদয়ের অগ্নিপুরুষ,
৪। তাহমিদুর রহমানের ”লাল ডায়েরী,
৫। আহমেদ রব্বানীর ”সংশপ্তক,
৬। শহীদুল ইসলাম প্রামাণিকের ”রণাঙ্গনের চিঠি,
৭। সোহেল আহমেদ পরাণের ” দু’টি অনুগল্প,
৮। সুলতান মাহমুদের ”রক্তনদে লালগোলাপ,
৯। মনির হোসেন মমির ”এক বীরাঙ্গনার ডায়েরী,
১০। লুৎফুরতপাশার ”সেমিনার,
১১। জাহাঙ্গীর আলমের ”অতঃপর,
১২। মোঃ মালেক জোমাদ্দারের ''আলোকিত ঘাসফুল,
১৩। ফেরদৌসী শিল্পীর ”দাদীমার বলা মুক্তিযুদ্ধের গল্প,
১৪। আযাহা সুলতানের ”চুপকথা এবং
১৫। শামীম আরা চৌধুরীর ''যে মানুষটি তার না, তারে আর ভাববে না।
উল্লেখ্য যে, গল্পগ্রন্থের প্রথম ৮টি গল্প মহান মুক্তিযুদ্ধকেন্দ্রিক এবং বাকি ৭টি বিভিন্ন স্বাদের সাধারণ ছোটগল্প। কয়েকজন প্রতিষ্ঠিত লেখকের পাশাপাশি নতুন লেখকের ছোটগল্পগুলো বেশ সুখপাঠ্য এবং হৃদয়গ্রাহী এবং পাঠক গল্পগুলো পড়ে মজাই পাবেন।
বইটি পাওয়া যাবে অমর একুশে গ্রন্থমেলার ২৩৫-২৩৬ নং স্টলে। বইটির একমাত্র পরিবেশক-১১২, আজিজ সুপার মার্কেটের ম্যাগনাম ওপাস।
continue reading
Likes Comments
০ Shares

Comments (4)

  • - বাসুদেব খাস্তগীর

    গত ব্লগ সংকলনে ও আমার লেখা ছিলো । এবার ও আশা করি থাকবে। তালিকাতে আমার নাম দেখে খুব ভালো লাগলো। নক্ষত্র ব্লগ কর্তৃপক্ষকে ধন্যবাদ । সংকলনটির বহুল প্রচার কামনা করি।

    • - ব্লগ সঞ্চালক

      ধন্যবাদ আপনাকে। শুভ কামনা রইল। 

    - রুদ্র আমিন

    সফলতাই একমাত্র কামনা করি।

    • - মনজুরুল আলম প্রিন্স

      “নক্ষত্র” আমার,আপনার,সবার, তাই নক্ষত্র এগিয়ে যাক সুন্দর ভাবে আগামী পথে এবং “নক্ষত্র সাহিত্য সংকলন ২০১৫” এর জন্য অনেক অনেক শুভ কামনা! আমিও লেখা দিয়েছি...আমার নাম দেখে খুবই ভাল লেঘেছে!!!

    • Load more relies...
    - ব্লগ সঞ্চালক

    অনেক শুভেচ্ছা রইল। 

    Load more comments...

শাহ আলম বাদশা

৯ বছর আগে লিখেছেন

নিপুণ শব্দস্রোত

কবিতা-সুন্দরীর ছন্দিত ভুবনে আমি খুঁজি তার
নন্দিত শরীর। বিপুল শব্দস্রোতে ভাসিয়ে হৃদয়কন্দর…
সাঁতার কেটে চলি দ্রুতগামী মাছের মতোন!
কবিতাপাগল অন্ধ আমি ছন্দে ছন্দে
খুঁজি তার অনিন্দ্য-সুন্দর অভিসারী যৌবন?
বন্ধুরা বলে, গদ্যের যুগে ছন্দের কী দাম
রূপক কবিতা্রাও আজ কবিতা নয়;
স্রেফ পত্রিকার কলামের মতোই কলাম
সাজিয়ে দাও গেঁথে দুর্বোধ্য কিছু শব্দসম্ভার!
অনবদ্য যৌবনা-কবিতার অনিটোল রূপ
মাড়িয়ে তাই আমি তুলে আনি আদি ছন্দ-সুর
ছন্দিত কবিতা কি তবে কবিতা নয়, অথচ কী সুন্দর;
অসুন্দর মানেই তো জানি ছন্দপতন খুব
নারীসুষমাও কবিতার অশরীরী কায়ার মতোন–
বন্ধুরা বলে, সবার জন্য কবিতা নয়, তাই
মুড়িয়ে দাও কবিতায় এক দুর্লঙ্ঘ আবরণ।
হায় কবিতা, তুমি কি তবে অবগুণ্ঠিত নারী
বুঝিনা আমি, নিপুণ শব্দস্রোতেই শুধু সাঁতরাই!!
continue reading
Likes ১৪ Comments
০ Shares

Comments (14)

  • - আলমগীর সরকার লিটন

    সুন্দর কথাগুলোর যুক্তি আছে

    - মুহাম্মাদ আরিফুর রহমান

    ভালো লিখেছেন; বাস্তবসম্মত।

    - কবির তালুকদার।

    জি

শাহ আলম বাদশা

৯ বছর আগে লিখেছেন

কবিতা-অকবিতাঃ ছন্দহীন কবিতা-ছড়া ও গান!

ছন্দ, মাত্রা, তাল-লয়,উপমা-উৎপ্রেক্ষা ইত্যাদি না থাকলে কিসের কবিতা? মুক্তছন্দের নামে অন্ত্যমিলবর্জিত কবিতাও যে ছন্দহীন কবিতা নয়–তা-ও বোঝেনা আজকালকার অনেক তথাকথিত গদ্যকবি।
আসলেই আবৃত্তির অযোগ্য কবিতা কখনোই ভালোকবিতা হতে পারেনা। আবার ভালোকবি মানেই ভালো গীতিকার- এটাও সত্য। এখানে আরেকটি কথা বলে রাখি, যারা যতোবেশি ছন্দে পণ্ডিত, তারা ততোবেশি ভালো ছড়াকার। আর পারদর্শী ছড়াকাররাই মূলতঃ মানোত্তীর্ণ ছড়া-কবিতা ও গানলেখায় পটু হয়ে থাকে। প্রকৃত মানোত্তীর্ণ কবিতার আবৃত্তিও সাবলীল ও হৃদয়গ্রাহী হতে বাধ্য; আবার ছন্দহীন অকবিতার আবৃত্তি সুন্দর হতেই পারেনা। জোর করে তা আবৃত্তির চেষ্টা যতোই করা হোকনা কেনো?
ছন্দবিহীন কবিতা অনেক আগেও ছিল-একজনের এমন কথাশুনে আমারতো আক্কেলগুড়ুম! আসলে ছন্দ কী, আগে আমাদের তা বুঝতে হবে? তার কথায় মনে হলো–ছন্দসম্পর্কে তার সঠিক ধারণা নেই। ছন্দছাড়া কবিতা-ছড়া-গান হয়না, হতেই পারেনা; এটা অনেকেই বুঝতে চাননা।
অনেকেই হয়তো অন্ত্যমিলকেই ছন্দ বলেন। কিন্তু কবি মধুসুদন দত্ত বলেছেন–শব্দে শব্দে বিয়ে (অন্ত্যমিল) হলেই কিন্তু কবিতা হয়না। এটাও কিন্তু সঠিক কথা। শুধু অন্ত্যমিল থাকলে তাকে বড়জোর পদ্য বলা যেতে পারে।
কবিতার ভাষা বা শব্দ ও বাক্য হতে হয় সহজ-সাবলীল। তবে কবিতায় কঠিন শব্দ থাকতেই পারে। কিন্তু তা হতে হয় ছান্দিক বা ঝংকৃত বা রিদমিক অথবা শ্রুতিমধুর শব্দ, যা কবিতার ছন্দসৃষ্টিতে সহায়ক হয়। যেমন- আধুনিক শব্দটা খুব শ্রুতিমধুর না হলেও এটি অন্ত্যমিলযুক্ত বা অন্ত্যমিবিহীন উভয় কবিতায় ব্যবহৃত হতে পারে। কিন্তু আধুনিকতা শব্দটা আদৌ কবিতার জন্য উপযুক্ত নয়। এ জাতীয় শব্দকে কবিতা-ছড়া বা গানে অবশ্যই পরিহার করা দরকার। এজাতীয় শব্দ গদ্যের জন্য উপযুক্তমাত্র। নজরুল বা রবীঠাকুরসহ নামীদামী কবিদের কোনো ছন্দহীন কবিতা ছিলোনা। তবে গদ্যকবিতা বা মুক্তছন্দের কবিতা তাদের আছে, যা আবার ছন্দোবদ্ধতো বটেই।

আসলে ছন্দ জিনিসটা উপলদ্ধির বিষয়, দেখার জিনিস নয়। ছন্দের সাথে ভাষার ব্যাকরণেরও কোনো... continue reading
Likes Comments
০ Shares

Comments (9)

  • - টোকাই

    'তাই ভাবছি নিজেই সন্ন্যাসী হবো।
    নষ্ট আবহাওয়ায় বেঁচে থাকার চেয়ে এটাই ভাল।'

    • - মোকসেদুল ইসলাম

      কবিতার সাথে থাকার জন্য ধন্যবাদ

    - সুলতানা সাদিয়া

    ভাল লাগা রইল।

    • - মোকসেদুল ইসলাম

      ধন্যবাদ

শাহ আলম বাদশা

৯ বছর আগে লিখেছেন

নেতা

যায়না চেনা একোন নেতা
কথায়-কাজে মিল নেই
দরদ ঝরে মুখেই শুধু
কিন্তু মোটে দীল নেই!

যা-ই যা বলে মিষ্টিকথা
সবখানে একস্বার্থই
খয়েরখাঁরাই  ফায়দা লোটে
পায়না শুধু আর্তই!!

continue reading
Likes Comments
০ Shares

Comments (1)

  • - জাকিয়া জেসমিন যূথী

    বর্ননা- বর্ণনা, ঝনঝাট - ঝঞ্ঝাট  বানানগুলো ঠিক করে নেবেন। কবিতা ভালৈ হয়েছে।

    • - পিয়ালী দত্ত

      অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য...

    - আসাদ ইসলাম নয়ন

    সুন্দর ।

Load more writings...