Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"ছড়া" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

ছড়াবাজ

৯ বছর আগে লিখেছেন

লাইনে আনুন

আ্যাই গলু সল না, ঐদিকে চল না,
শিং দিয়ে ঢুশ-টুশ, মারিসনা ভাই;
যেন খুব শরমে, গলা স্বর নরমে,
গরুগুলো বেয়াড়া, শোনেনা ত‌ো ছাই!
সপাসপ বেত হাতে, এই নিয়ে চল সাথে,
মহিষ বা গাধা-গরু, লাইনেতে থাকে ...
দুনিয়ার ধারা এটা, শক্ততে সোজা হাঁটা,
নরমের জম সবি -- যেন মনে থাকে!
দে না বাঁশ ধরে ধরে, রিকুয়েস্ট খ্যাতা পুড়ে,
গদাম দে পশ্চাতে, প্যাঁচায় যে ত্যানা ...
বিচারটা ন্যায় হলে, চারিদিকে সোনা ফলে,
আর নয় ভদ্রতা, নয় আলোচনা!
continue reading

৪৩৯

ছড়াবাজ

৯ বছর আগে লিখেছেন

হিজিবিজি হাম্বাজীবি

ফাঁকা মাঠে ছাড়া ইচ্ছামত,
ছক্কা পাঞ্জা মেরে,
সেদিনের সেই নেংটিগুলো,
উঠেছেন বেড়ে ধেড়ে!
পকেট ভরা নেংটি নিয়ে,
ঘুরলাম কতকাল,
কোনোদিন কোনো ক্যাচালে যাইনি,
মারিনিকো কোনো ফাল;
তবুও যদি কুটুস করে,
কখনো কামড়ে দেই,
রাজা-উজিরেও উল্টাবে তবে,
হারিয়ে চাপার খেই।
চুপচাপ দেখি বসিয়া আড়ালে,
বোম-ভোলানাথ হয়ে,
মাত্রা ছাড়ালে ভেবোনাকো চাঁদু,
চিরকাল যাব সয়ে।
continue reading

৪৩৫

ছড়াবাজ

৯ বছর আগে লিখেছেন

প্রবাদ ভুল হলে

কুতকুতে কয়লায়, ধুয়ে সব ময়লায়,
আজ আহা ফটফটে, ফিট-ফাট বাবু ...
ঝকমকে স্মার্ট গাই, স্যূট-বুট সাদা টাই,
কয়লাকে আজ দেখে, প্রবাদটা কাবু!
পুরাতন দুরে যাক, একালের ওস্তাদ,
ধবধবে ক্লিন দেখে, উছলায় সুখে ...
কয়লার সাথে মিশে, যন্ত্রনা নয় বিষে,
রাজি নয় সন্দেহে, খৈ ফোটা মুখে।
প্রবাদটা হলে ভুল, কিছু নয় ভণ্ডুল,
তানাহলে দেখা ফের, ধরা খাওয়া দল,
বার বার ঠেকে শেখা, বোকা সাজা তাই সখা,
সিঁদুরে ও মেঘ দেখে, কী যে করি বল?
continue reading

৪৯৩

এই মেঘ এই রোদ্দুর

৯ বছর আগে লিখেছেন

ক) দুরের পাখি তুই কাছে আয় খ) রাতের ভিতরও রাত থাকে....

১। দুরের পাখি কাছে আয়
———————————
দুরের পাখি তুই কাছে আয়
বোস না এসে পাশে
বনে থাকিস একা একা
ভয় কি পাস না ত্রাসে?
সোনার খাঁচায় তোরে পুষব
রাখব যতন করে
সন্ধ্যে হলে বসব দুজন
আড্ডাটা প্রাণ ভরে।
গান গাইবি রে গভীর রাতে
বসবি তুই মোর সিথান
ঘুম দিব যে স্বপ্নের ‘য়দেশে
চাঁদটা হবে বিতান।
কিরে পাখি আসবি নাকি
হবি নাকি ইয়ার?
বন্দি নয়কো করবো তোকে
করবো অনেক পিয়ার।

২। রাতের ভিতরও রাত থাকে
—————————
রাতের ভিতরও রাত থাকে
জানা নেই হয়তো কারো
বদলে যায় চেনা মুখগুলো
রাতটা হয় যখন বারো।
মানুষ হায়েনা রাত জাগে
... continue reading

৭১৯

রাতের আলো

৯ বছর আগে লিখেছেন

মজার কবিতা, হাসতেই হবে

আমি ইট,তুমি খোয়া;
আমি খই,তুমি মোয়া।
আমি ফুল,তুমি কাঁটা;
আমি গম,তুমি আটা।
আমি নৌকা,তুমি ব্রীজ;
আমি মাছ,তুমি ফ্রিজ।
আমি রাত,তুমি ভোর;
আমি ভালো,তুমি চোর।
আমি বৃক্ষ,তুমি ফল;
আমি নদী,তুমি জল।
আমি মেঘ,তুমি বৃষ্টি;
আমি চক্ষু,তুমি দৃষ্টি।
আমি গুল্ম,তুমি তরু;
আমি চতুর,তুমি ভীরু।
আমি বধির,তুমি বোবা;
আমি সাগর,তুমি ডোবা আমি খাতা,তুমি কলম;
আমি ট্যাবলেট,তুমি মলম।
আমি কান্না,তুমি হাসি;
আমি টাটকা,তুমি বাসি।
আমি বিষন্ন,তুমি হতাশা;
আমি কদমা,তুমি বাতাসা।
আমি হাত,তুমি পাও;
আমি নগদ,তুমি ফাও।
লাইক ইফ ইউ লাভ ইট continue reading

৩২১১

ছড়াবাজ

৯ বছর আগে লিখেছেন

রূপকথার বিপ্লব

রূপকথার ঐ দেশে,
রাতটি হলে পরে,
মানুষ দিয়ে আসতো তারা, ক্ষোক্কসেরই তরে।
ভেট যদি না পেতো,
তখন ইচ্ছামত,
মারতো যাকেই দেখতো পথে, চিবিয়ে মুণ্ডু খেতো।
চারদিকে আজ ভয়,
কখন কী যে হয়,
কার গায়েতে লাগবে আগুন, পুড়বে জীবন ক্ষয়!
দেশজুড়ে রাক্ষসে,
ভীষণ আক্রোশে,
মারছে আদম যখন তখন, যুক্তিবিহীন ত্রাসে।
লাগবেই যদি লাশ,
ঠিকুজিটা বলে যাস,
নিজ খরচে করবো সেথায়, আগুনের সন্ত্রাস।‌
তোর ঠিকুজির তলে,
পেট্রোল ঢেলে জ্বেলে,
জনগণ ছাড়া জমাবো তোদের, বিপ্লব হেসে খেলে।
continue reading

৪৯০

ছড়াবাজ

৯ বছর আগে লিখেছেন

নয়া বছর স্বাগতম

নতুন বছর পাগলা ঘোড়া,
বাড়বে সকল দাম,
পিষ্ট আবার আম জনতা,
গরীব হওয়া কাম।

উঠবে বেড়ে চামচা নেতা,
আর ঠগীদের দল,
সব হারাবে বেকুব বোকা,
লোভ করারই ফল।

বাঁধবে আশায় বুক সকলে,
সুদিন বুঝি হবে,
কাজ না করে খুব কামানো?!
খুলবে এ চোখ কবে?

মরবে কলু, মরবে বলদ,
রক্তচোষা মশা,
শূণ্য মেধায়, ফলতো ভাল,
বুদ্ধি হিসাব কষা।

সব রাবিশে ভর্তি মালে,
কিছুই বোঝেন নারে,
হাজার কোটি লৈয়া হাপিস,
আবার হতেও পারে।

এই বছরে লক্ষ্য যে ঠিক,
গড়বো ঠগের দল,
একসাথেতে লুটবো হেসে,
খুঁজবো মামা চল।

==
ফুটনোট:
১। নতুন পে-স্কেলে যথারীতি মূদ্রাস্ফীতি ঘটাবে।... continue reading

৩৯৭

বাসুদেব খাস্তগীর

৯ বছর আগে লিখেছেন

নববর্ষ -২০১৫

-----------------------
নতুন দিনের নতুন সূর্য
প্রার্থনা এই বর্ষে,
তিমির রাত্রি যাক ঘুচে যাক
আনন্দময় হর্ষে।
পত্রে পত্রে শিহরণ আজ
কি অপরূপ সাজে,
পাখির কন্ঠে প্রভাতের গান
মধুর লয়ে বাজে।
নববর্ষের এই প্রভাতে
প্রার্থনা হোক জয়ের,
সেই প্রতিক্ষায় প্রহর গোণা
নতুন সুর্যোদয়ের।
নববর্ষের আলোক ধারায়
যাক দীনতা ক্লান্তি,
সুখের প্লাবন নিক ভাসিয়ে
দু:খ জরা টানি।
স্বপ্নগুলো আকাশ পানে
মেলুক নতুন ডানা,
সৃষ্টি সুখের উল্লাসেতে
মন দিয়ে যাক হানা।
ইচ্ছে ছুটুক অসীম পানে
নতুন অভিষেকে,
উৎসারিত কলোচ্ছ্বাসে
বন্দনা গীত এঁকে।
নববর্ষের আবাহনে
আসুক নববার্তা,
মিথ্যে, কপট... continue reading

৬১০

সমুদ্র মিত্র

৯ বছর আগে লিখেছেন

ভালবাসি

ভালবাসি চোখের জ্বলে,
বর্ষা হয়ে বৃষ্টি এলে |
ভালবাসি রৌদ্রছায়ায়,
শীত-সকালে চাদর মোড়ায় |

continue reading

৫৬৭

ছড়াবাজ

৯ বছর আগে লিখেছেন

ছাগ চিকিৎসা

ছাগ প্যাঁদানোর কায়দাটা কি,
ধরেই দিবো ফাঁসি?
হতেও পারে এর চে ভালো,
গা জ্বালানো হাসি। ;)
কাঁঠাল পাতা লুকিয়ে রেখে,
হয় না কোনো লাভ,
পাঠায় কি না খায় জানো কি,
সব খাওয়া স্বভাব।
নাপাক দেশের সব খবরেই,
ছোটায় ল্যাদার বান,
মারলো শিশু, দানব পশু,
মোসাদ নিলো কান।
দেখলে নারী দাঁড়ায় সটান,
তলপেটে সুড়সুড়ি,
মা-বোনকে ভুলছে তখন,
কল্পনা হুরপরী!
তিনঠ্যাঙাটার স্বভাব পেলে,
ভন্ড ছদ্মবেশী,
তালগাছটার দখল নিতে,
বুঝেন সবার বেশি।
বিনোদনের ছাগশিশুদের,
হয় না দেখে রাগ,
বুদ্ধি প্রতিবন্ধী যেন,
গদাম নিয়ে ভাগ।
continue reading

৪৩৯