Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

সমুদ্র মিত্র

৬ বছর আগে লিখেছেন

আমার গল্প লেখার চরিত্ররা

আমার গল্পের চরিত্ররা কি করে এখন ?
আমি তাদেরকে এখনো বন্দি করিনি কলম কিংবা খাতায়,
তাঁরা মুক্তভাবে বিচরণ করছে,
প্রকৃতির রূপ-গুণ-দোষ নিয়ে অতঃপর নিজস্ব আঁকাশে ফিরে এসে
পুনঃরায় কলমের গড়া চরিত্রে লীন হয়ে যাবে,
তাই হয়তো তারা এখনো বন্দী হয়নি কলমে কিংবা খাতায় ।
সর্বশেষ পরিণতি আর সংলাপ গুলো জমা হয়ে
কোন বাঁকে যে মোড় নেবে তা হয়তো নিশ্চিত হয়েও অনিশ্চিত ।
আমি গড়ে ফেলি এতটুকুতে,
তাতে ধূলো বালি পরে আস্তরণ হলে
আমি তার উপর শক্ত প্রলেপ দিয়ে দেই ।
এই ধূলো-বলি হলো প্রকৃতির রূপ গুণ দোষ
আর আমার শক্ত প্রলেপটায় তাদেরকে যা আটকে রাখে ।।
অতঃপর গল্প হয়ে তা ফুটে ওঠে কারও মনে-
তাদের প্রত্যেকের নিজস্ব আঁকাশে তারা খেলা করে,
ডানা মেলে ওড়ে বেড়ায় দূর আঁকাশ থেকে
আরও দূর আঁকাশ পানের নীলিমায় ।
আমি শূণ্যতায় মিলিয়ে যাওয়ার ঠিক আগে,
এরা আমার দ্বিনতাকি মুছে দিতে পারবে ?
continue reading
Likes Comments
০ Shares

সমুদ্র মিত্র

৬ বছর আগে লিখেছেন

Prisoners Youth

Foggy afternoon,
There is no sun light and still,
to see each other's face .
There is no sky and white clouds float yet,
clouds in the sky like a kite in the evening.
And there are some unknown facts
some unknown fear.
Return home when the evening call to prayer.
The unknown night at seven and thirty,
Tunes hearing sorrow and tragedy.
Oil lamp light to illustrate books 
all the unclear face with red light .
There are plenty of iron sheet dabby.
Drawing the morning mist,
Smiley.
Little bushes before the window
There was the sound of crickets.
Some blue light,
burning out.
Remember, the freezing
darkness is more frozen.
I fall empty eyes,
And run into Prisoners youth.
continue reading
Likes Comments
০ Shares

সমুদ্র মিত্র

৬ বছর আগে লিখেছেন

কাব্যগ্রন্থ

সমস্ত জীবনের সন্ধ্যা
(কবিতা সংকলন)
https://sagarmitra0155.blogspot.com
continue reading
Likes Comments
০ Shares

সমুদ্র মিত্র

৭ বছর আগে লিখেছেন

প্রাসঙ্গিক

যতক্ষণ চাহিদা থাকবে ততক্ষন সব জ্ঞান অর্থহীন,আমার সব জ্ঞান আমার জন্য অর্থহীন আর অন্য সবার কাছে অর্থবহ ।অর্থহীন কেননা, তোমাকে মিলানোর মাপকাঠি ধরে আমি কত না গভীর চিন্তা করেছি,কত না ঘটনা মিলিয়েছি,পজেটিভলি কনভার্ট করেছি আবার নেগেটিভলি কনভার্ট করেছি।আর তোমাদের কাছে অর্থবহ কেননা তোমরা বেকুব,সাহিত্যকর্মের(তোতাপাখির পাঠ্যপুস্তক) মাপকাঠিকে যুক্তির মাপকাঠি ধরে ব্রেণকে ওয়াশ করও ।বড় মাপের খারাপ হবার জন্য জ্ঞানী হবার প্রয়োজন । যে যত বড় জ্ঞানী সে তত বড় খারাপ হতে পারবে । continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - সকাল রয়

    হুম বুঝলুম

সমুদ্র মিত্র

৮ বছর আগে লিখেছেন

কি খুঁজি?

ভালোবাসার মানুষ কেমন, চিনিনা ।
আমার ভিতরের সহজাত মানুষটা ভালোবাসা চেনেনা,
অন্ধকারে ডুব দিয়ে এক রাত্রির কষ্ট নিয়ে কাঁটিয়ে দেই ।
 
প্রেমিকার চোখের কোণে কাঁন্নার জল দেখে
জলকে জল ভেবে চলে আসি
সমুদ্র খুঁজিনা,
নিঃশব্দে ডুব দিয়ে হাহাকার হাতরিয়ে বেড়াই ।
 
রোদ খুঁজিনা
সমস্ত শীতের রাঁতের জমতে থাকা শিশিরের জল হারাবে বলে,
জোনাকি পোকা হয়ে পৃথিবীর সমস্ত ব্যাথার নীল আলো জ্বালীয়ে রাখি ।
 
ব্যাস্ত থাকিনা তোমায় ঘিরে যে ঘোরলাগা অনুভূতির ছায়া,
তা পাশ কাঁটিয়ে চলে আসি ।
 
নিজেকে খুঁজি না
 
এক ব্যার্থ যুবক তাকিয়ে আছে সন্ধ্যার আকাশেঁর শেষ সূর্যরশ্মির দিকে
তাঁকে খুঁজে লাভ নেই।
 
ফুঁরিয়ে যাওয়া ভালোবাসার স্বপ্ন খুঁজি,
যে ভালোবাসা রং হারিয়ে গেছে তা খুঁজে খুঁজে আমিও নিখোঁজ । continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - মাসুম বাদল

    ভাললাগা জানালাম... 

    - প্রলয় সাহা

    আমি প্রেমে পড়ি নিত্য তোমার নিত্য আমার কবিতার
    পাহাড়, অরণ্য মেঘ শাড়ির আঁচলে জড়ানো সোনার অঙ্গে
    নির্জন প্রহরে সৌখীন দিনের তৃপ্তির মায়াজালে 
    চাঁদের প্রণতিতে রাতের গভীরে প্রেমের প্রচ্ছায়ায় 
    প্রেমে পড়ি তোমার মুখের আয়নার 
    যেথা প্রতিচ্ছবি শুধু ভালবাসার।

    আহ্‌ যেথা প্রতিচ্ছবি শুধু ভালোবাসার। emoticonsemoticonsemoticons

    - সুমন সাহা

    আমি প্রেমে পড়ি চিত্রার্পিতা মনোহারিতা দীপ্ত যৌবনের 
    নিতম্ব দোলায় দীঘল তোমার কেশরের ইন্দ্রজালে। 
    রূপ প্লাবনে ভাসি আমি রুপসি নীলের স্বপ্ন ডানায় 
    বিমুগ্ধতায় স্পর্শ করে আমায় অপার সৌন্দর্য তোমার।

    খুব ভালো লাগলো লিখা।emoticons

    Load more comments...
Load more writings...