Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

সমুদ্র মিত্র

৬ বছর আগে লিখেছেন

আমার গল্প লেখার চরিত্ররা

আমার গল্পের চরিত্ররা কি করে এখন ?

আমি তাদেরকে এখনো বন্দি করিনি কলম কিংবা খাতায়,

তাঁরা মুক্তভাবে বিচরণ করছে,

প্রকৃতির রূপ-গুণ-দোষ নিয়ে অতঃপর নিজস্ব আঁকাশে ফিরে এসে

পুনঃরায় কলমের গড়া চরিত্রে লীন হয়ে যাবে,

তাই হয়তো তারা এখনো বন্দী হয়নি কলমে কিংবা খাতায় ।

সর্বশেষ পরিণতি আর সংলাপ গুলো জমা হয়ে

কোন বাঁকে যে মোড় নেবে তা হয়তো নিশ্চিত হয়েও অনিশ্চিত ।

আমি গড়ে ফেলি এতটুকুতে,

তাতে ধূলো বালি পরে আস্তরণ হলে

আমি তার উপর শক্ত প্রলেপ দিয়ে দেই ।

এই ধূলো-বলি হলো প্রকৃতির রূপ গুণ দোষ

আর আমার শক্ত প্রলেপটায় তাদেরকে যা আটকে রাখে ।।

অতঃপর গল্প হয়ে তা ফুটে ওঠে কারও মনে-

তাদের প্রত্যেকের নিজস্ব আঁকাশে তারা খেলা করে,

ডানা মেলে ওড়ে বেড়ায় দূর আঁকাশ থেকে

আরও দূর আঁকাশ পানের নীলিমায় ।

আমি শূণ্যতায় মিলিয়ে যাওয়ার ঠিক আগে,

এরা আমার দ্বিনতাকি মুছে দিতে পারবে ?

Likes Comments
০ Share