Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

সমুদ্র মিত্র

৮ বছর আগে লিখেছেন

কি খুঁজি?

ভালোবাসার মানুষ কেমন, চিনিনা ।
আমার ভিতরের সহজাত মানুষটা ভালোবাসা চেনেনা,
অন্ধকারে ডুব দিয়ে এক রাত্রির কষ্ট নিয়ে কাঁটিয়ে দেই ।
 
প্রেমিকার চোখের কোণে কাঁন্নার জল দেখে
জলকে জল ভেবে চলে আসি
সমুদ্র খুঁজিনা,
নিঃশব্দে ডুব দিয়ে হাহাকার হাতরিয়ে বেড়াই ।
 
রোদ খুঁজিনা
সমস্ত শীতের রাঁতের জমতে থাকা শিশিরের জল হারাবে বলে,
জোনাকি পোকা হয়ে পৃথিবীর সমস্ত ব্যাথার নীল আলো জ্বালীয়ে রাখি ।
 
ব্যাস্ত থাকিনা তোমায় ঘিরে যে ঘোরলাগা অনুভূতির ছায়া,
তা পাশ কাঁটিয়ে চলে আসি ।
 
নিজেকে খুঁজি না
 
এক ব্যার্থ যুবক তাকিয়ে আছে সন্ধ্যার আকাশেঁর শেষ সূর্যরশ্মির দিকে
তাঁকে খুঁজে লাভ নেই।
 
ফুঁরিয়ে যাওয়া ভালোবাসার স্বপ্ন খুঁজি,
যে ভালোবাসা রং হারিয়ে গেছে তা খুঁজে খুঁজে আমিও নিখোঁজ ।
Likes Comments
০ Share

Comments (0)

  • - মাসুম বাদল

    ভাললাগা জানালাম... 

    - প্রলয় সাহা

    আমি প্রেমে পড়ি নিত্য তোমার নিত্য আমার কবিতার
    পাহাড়, অরণ্য মেঘ শাড়ির আঁচলে জড়ানো সোনার অঙ্গে
    নির্জন প্রহরে সৌখীন দিনের তৃপ্তির মায়াজালে 
    চাঁদের প্রণতিতে রাতের গভীরে প্রেমের প্রচ্ছায়ায় 
    প্রেমে পড়ি তোমার মুখের আয়নার 
    যেথা প্রতিচ্ছবি শুধু ভালবাসার।

    আহ্‌ যেথা প্রতিচ্ছবি শুধু ভালোবাসার। emoticonsemoticonsemoticons

    - সুমন সাহা

    আমি প্রেমে পড়ি চিত্রার্পিতা মনোহারিতা দীপ্ত যৌবনের 
    নিতম্ব দোলায় দীঘল তোমার কেশরের ইন্দ্রজালে। 
    রূপ প্লাবনে ভাসি আমি রুপসি নীলের স্বপ্ন ডানায় 
    বিমুগ্ধতায় স্পর্শ করে আমায় অপার সৌন্দর্য তোমার।

    খুব ভালো লাগলো লিখা।emoticons

    Load more comments...