Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"ছড়া" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

চারু মান্নান

৯ বছর আগে লিখেছেন

ভুতু সোনার গাঁও

ভুতু সোনার গাঁও
শরত এলেই আকাশ জুড়ে
সাদা মেঘের ভেলা,
উদাস আকাশ নিল হারিয়ে
স্বপ্ন দেখার মেলা।
মেঘের ভেলা যায় রে ভেসে
ভুতু সোনার গাঁও,
দিগন্ত ঐ সাজে রে ভাই
মেঠো পথে যাও।
সবুজ মাঠের ক্ষেত জুড়ে
বাউল হাওয়ার ঢেউ,
লাউয়ের মাচায় ফুলের কুঁড়ি
হাওয়ায় দোলে মৌ।
১৪২১@ ২২ ভাদ্র, শরৎকাল।
শরত এলেই আকাশ জুড়ে
সাদা মেঘের ভেলা,
উদাস আকাশ নিল হারিয়ে
স্বপ্ন দেখার মেলা।
মেঘের ভেলা যায় রে ভেসে
ভুতু সোনার গাঁও,
দিগন্ত ঐ সাজে রে ভাই
মেঠো পথে যাও।
সবুজ মাঠের ক্ষেত জুড়ে
বাউল হাওয়ার... continue reading

৬০৪

কবীর কবীর

৯ বছর আগে লিখেছেন

পর আমি

চুপচাপ বল তারে
কে দিবে আমায় ভালোবাসা
ভুলব না কোনদিন যারে
হৃদয় আমার আনন্দে ঠাসা।
যাব একদিন কোন জায়গায় হারিয়ে
তোমার কথা মনে করে করে
তবু ব্যাথা দিয়া যাও
পর কেন করে আমাকে নাও?
ভালোবাসা কি যন্ত্রণা শুধুই
কিসে পাব স্বাদ মিষ্টি মধুই
তবু ব্যাথা দিয়া যাও
পর কেন করে আমাকে নাও? continue reading

৩৪০

কবীর কবীর

৯ বছর আগে লিখেছেন

প্রেম

ঝুম ঝুম বৃষ্টি
নতুন যেন সৃষ্টি
চারদিক ভরেছে সজীবে
আজান দিচ্ছে মসজিদে
সময় হয়েছে একটু ঘোরার
দরকার একটি ফুল তোড়ার
সাজব আজকে সচতুর প্রেমিক
লিখব তাকে প্রেমের লিরিক। continue reading

৩৫৫

কবীর কবীর

৯ বছর আগে লিখেছেন

আবোল তাবোল

ঝাঁকে ঝাঁকে কই
পুকুরের মাঝে মই
হাতে আমার জাল
চলছে কি এখন বর্ষাকাল
সময় কাটেনা বৃষ্টিতে
কোথায় মন যায় সৃষ্টিতে
হাসি নাই অবেলায়
হরতালে থাকি ঝামেলায়
কবে আসবে বসন্ত
কোকিল করবে মুখস্থ
কবিতা আর যত ছড়া
উপহার তাকে ফুলগুলো মোড়া। continue reading

৩৭৯

কবীর কবীর

৯ বছর আগে লিখেছেন

বৃষ্টি দিন

আমি ব্লগে এই মাত্র রেজি করলাম। আপনাদের উদ্দেশ্যে একটি কবিতা দিচ্ছি। 
আজ বৃষ্টির দিন
পুরো দিবস অচল চীন
খাওয়া আর ঘুমা
বৃষ্টি বলে দিব চুমা
বৃষ্টির দিনে লিখি বৃষ্টি কবিতা
সাজাচ্ছি বসে মনের ছবিটা
এক দুই তিন চার পাঁচ
কত কাব্য বাজে খাঁজে খাঁজ
কিন্তু মনটা খারাপ বড়
মনমরা সব পাতা জোড়
তাই এখানেই আজ শেষ
কিচ্ছু ভাবিনা একটুও লেশ।  continue reading

৫৯৮

এনামুল হক মানিক

৯ বছর আগে লিখেছেন

ফরমালিন

তরু-তাজা খাদ্য দিলেন
রাব্বুল আলামীন
সেই রিজিকে তোমরা আজ
দিচ্ছ ফরমালিন ।
সেই ফলাদি খাচ্ছে তোমার-
আমার আপনজন
বিষের ক্রিয়ায় আজকে সবার
বিপন্ন জীবন ।
তিলে তিলে মারার চেয়ে
মারো এককালীন
দয়া করে আর দিওনা
খাদ্যে ফরমালিন । 

continue reading

৩৮২

বাসুদেব খাস্তগীর

৯ বছর আগে লিখেছেন

প্রিয় যত ছড়াকার

 
সুকুমার রায় দিয়ে লেখা হোক শুরু,
 সুকুমার বড়ুয়া তো ছড়ার গুরু।
রিটন  ছড়াতে আনে কথায় ফাগুন,
ছন্দে ছড়ান তিনি দ্রোহের আগুন।
আনজীর লিটন আর আসলাম সানী,
দারুন লিখেন ছড়া, সবাই তা মানি।
গুরুজন বিধূ দা , প্রিয়জন সুবীর,
ছন্দের গাঁথুনিতে জয়ী দু, বীর।
রেজিনা আপু আর জাহানের মিল
মন কেড়ে নেয়া ওরা তারা ঝিল মিল !
ছড়ার রাজ্যে ঘুরি মনে জাগে স্বাদ,
মন কভূ হতে চায় হাসনাত আমজাদ ।
উৎপল বড়ুয়া আর জে, শাহদাৎ,
ছন্দের কারু কাজে পাকা দুই হাত।
আমীরুল, মেহবুব ,আরো শাহিদুল,
ওদের হাতে ছড়া বিকশিত ফুল।
তাল লয়ে গড়ে উঠে ছড়া তিল তিল,
খুউব প্রিয় রাশেদের ‘অন্তমিল’।
প্রিয় মুখ সকলের দাদা ব্রত রায়,
মানবো... continue reading

৩৭৩

বাসুদেব খাস্তগীর

৯ বছর আগে লিখেছেন

টাকা

 
থাকলে টাকা ঘুরবে চাকা
জীবন নামের গাড়ীটার,
টাকা বিহীন নেয় কি কেউ খোঁজ
আপন ঘরের হাড়িঁটার?
টাকায় গড়ে বন্ধু আপন
শত্রু বাড়ে ও টাকাতে,
জীবন আবার পিষ্টও হয়
টাকার গাড়ীর চাকাতে।
সুখের হাসি টাকার মাঝে
দু:খের টাও তার সাথে,
টাকা মানে জীবন মরণ
এমন প্রেম আর কার সাথে?  
continue reading

৩৮২

শহীদুল ইসলাম প্রামানিক

৯ বছর আগে লিখেছেন

হারাম খেয়ে করছি আরাম

শহীদুল ইসলাম প্রামানিক
হারাম খেয়ে করছি আরাম
ব্যারাম নিয়ে আছি
মনের মাঝে নাই রে শান্তি
কয় দিন যে বাঁচি!
ঘুষ পেলে রে হুশ থাকে না
খামছে ধরে খাই
ন্যায় হলো না অন্যায় হলো
বাছ-বিচার আর নাই।
হারাম খেতে আরাম লাগে
তাই তো খাচ্ছি জোরে
অসুখ বিসুখ বিপদ হলেই
পরছি তখন ঘোরে।
টাকা থাকলেই বিধাতাকে
করছি না আর স্মরণ
শেষ কালেতে ডাকছি যখন
হচ্ছে তখন মরণ। continue reading

৪২৫

Debabrata Das Mona

৯ বছর আগে লিখেছেন

অশান্ত মন

বুঝিনা প্রভু তোমার লীলা
করছো শুধু ছেলে খেলা আমায় নিয়ে।
দিচ্ছ শুধু যাতনায় ভরা, তিক্ত ভালবাসা
সুর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি
স্মরি তোমায় সারাবেলা।
মহাজনের নৌকা বোঝাই, ছাড়বে ঘাট হতে
ওপারে যাবো কখন, নাম নাহি পাই ঘটে।
শুনো প্রভূ মন দিয়া, প্রাণ মোর যাও নিয়া,
এই প্রার্থনা মোর তব তরে,
ভালো যে লাগে না আর এ সংসারে। continue reading

৬৩৪