Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"ছড়া" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

শহীদুল ইসলাম প্রামানিক

৯ বছর আগে লিখেছেন

প্রার্থনা

শহীদুল ইসলাম প্রামানিক

আমায় তুমি দাও গো প্রভু
দেহের মাঝে শক্তি
মনের মাঝে প্রেম প্রীতি
মানব সেবার ভক্তি।

বোঝার মত মগজ দাও গো
সাহস ভরা বুক
অশান্তিতে থাকতে চাই না
চাই না কভু দুখ।

অত্যাচার আর অনাচারে
দাঁড়াই যেন রুখে
দুখী লোকের দুখ ঘুচিয়ে
হাসতে পারি সুখে।

প্রার্থনা মোর সকল সময়
শুধুই তোমার তরে
অন্যায় যেন না করি আর
মানুষ জনের ডরে।

স্রোষ্টা তুমি স্রেষ্ঠ বটে
তোমার কাছে নত
সকল সময় থাকবো ভাল
এই যেন হয় ব্রত। continue reading

৩৯৩

শহীদুল ইসলাম প্রামানিক

৯ বছর আগে লিখেছেন

ফরমালিনের রাজ্য

স্বপ্নে দেখি চলে গিয়েছি
ফরমালিনের রাজ্যে
যাওয়ার পরে থমকে গেলাম
রাজা-প্রজাদের কার্যে।

গোটা দেশটায় কানায় কানায়
ফরমালিনে ভরা
হেথায় হোথায় অনেক মানুষ
পড়ে আছে সব মরা।

তাই না দেখে রাজা মশায়
ফরমান করলেন জারী
গুড়িয়ে ফেল ফরমালিনবাজ
রাজ্যে তাড়াতাড়ি।

যেই না বলা অমনি দেশে
হুকুম তামিল হলো
ফরমালিনের কারবারী সব
ফাঁসির কাষ্ঠে ম’লো।

ফরমালিন নাই সবাই খুশি
খুশি হলেন রাজা
সারা রাজ্যে শাক-সব্জি-ফল
খাচ্ছে তাজা তাজা।

দু’দিন পরেই দেশের মানুষ
কেমন কেমন করছে
টাটকা খাবার খাওয়ার পরও
নানান রোগে ধরছে।

... continue reading

৪০৫

বাসুদেব খাস্তগীর

৯ বছর আগে লিখেছেন

চামচা কিচ্ছা

 
 
একগাঁয়ে  একমাতবরছিলো
তারছিলোএকচামচা,
মাতবরমাথায়ধরতোছাতা
থাকতোকাঁধেগামছা।
অতিষ্ঠসবগাঁয়েরলোক
অত্যাচারতারচরম ,
লোকেবলেডেকছিথেকে
ঢাকনিঅনেকগরম।
এরসাথেওরঝগড়ালাগায়
মাঝেলুটেফায়দা,
নেইজুড়িতারখারাপকাজে
শিখছেদারুনকায়দা।
কেউবাবলেদালালতারে
কেউবাবলেলম্পট,
আমজনতামারলেএকদিন
গ্রামথেকেদেয়চম্পট।
continue reading

৩৯১

শহীদুল ইসলাম প্রামানিক

৯ বছর আগে লিখেছেন

মিতব্যায়িতা

শহীদুল ইসলাম প্রামানিক

যাচ্ছি বাসে ধুপগুড়িতে
কোচ বিহারের পরে
অফিস ফেরত তিনজন লোক
ওই বাসেতে চড়ে।

সিট পায়নি দাঁড়িয়ে আছে
আমার মাথার পর
নানান বিষয় হচ্ছে কথা
বলছে নিরন্তর।

একজন লোক বলল খেদে,
“দ্রব্য মূল্য চড়া
অল্প টাকায় এখন দেখি
যায়না বাজার করা”!

“সকাল বেলা সবজি কিনতে
বাজার যখন গেলুম
করলার দাম জিজ্ঞেস করে
লজ্জাই শুধু পেলুম”।

“চারানা পয়সা কমে দিলে
নগদ টাকা দিতুম
চার টাকাতে কমছে কম
আধ কেজি তো নিতুম”?

“কিন্তু দেখি সবজিওয়ালা
বসলেন যেন বেঁকে
করলা ছাড়াই ফিরলুম... continue reading

৪০৩

আমির ইশতিয়াক

৯ বছর আগে লিখেছেন

বাংলাদেশের ঋতু বৈচিত্র্য

বাংলাদেশের ঘরে ঘরে
প্রতি বার মাসে,
ছয়টি ঋতু দু’মাস করে
বছর ঘুরে আসে।
গ্রীষ্মকালে গরম পড়ে
প্রকৃতি হয় আগুন,
গাছে গাছে ফল পাকে
খেতে লাগে দারুন।
বর্ষা আসে বৃষ্টি নিয়ে
আকাশ ঝরা কান্না,
বাংলার বধুরা ঘরে বসে
করে সুস্বাদু রান্না।
শরৎকালে কাশফুল ফুটে
দেখা মিলে বনে,
নীলাকাশ দেখে
দোলা লাগে প্রাণে।
হেমন্তে নতুন ধান
আসে কৃষকের ঘরে,
কৃষাণ বধূদের মন
আনন্দে যায় ভরে।
কোয়াশা মোড়ানো শীতে
কাঁচা খেজুর রসে,
রসের পিঠা খেতে মজা
সকালের রোদে বসে।
ঋতুর রাজা বসন্ত আসে
শীতের আভা ইতি টেনে,
সকাল বেলায় ঘুম ভাঙ্গে
কোকিলের মধুর গানে।
ছয়টি ঋতুর সমরোহ
আসে আপন বেশে
প্রকৃতির এই খেলা
আছে শুধু বাংলাদেশে।
২০/০৮/২০১৪ খ্রিষ্টাব্দ continue reading

৭৯৭

শহীদুল ইসলাম প্রামানিক

৯ বছর আগে লিখেছেন

আষাঢ় মাসের জলে

(ছবি ইন্টারনেট)
শহীদুল ইসলাম প্রামানিক

চলছে ভেলা
মাররে ঠেলা
আষাঢ় মাসের জলে
ডুব ডুবাডুব
সবাই রে চুপ
পড়লে পানির তলে।

পাতি হাসে
ঢেউয়ে ভাসে
টাস টাস করে কাসে
কানা বকে
কুঁজো ত্বকে
খইলসা পুঁটি নাসে। continue reading

৩৯৬

বাসুদেব খাস্তগীর

৯ বছর আগে লিখেছেন

আমাদের মুজিবুর

 
 
মন ছিলো তাঁর সাগর সম
হিমালয় যেন বুক।
মুক্তির গান গেয়েই গেলো
বজ্রকন্ঠ ঐ মুখ।
চোখ দুটো তাঁর ভরা ছিলো
স্বপ্ন রঙে আঁকা,
হাতের আঙ্গুল ঘুরিয়ে দেয়
দেশের ভাগ্য চাকা।
অমিয় তেজ দীপ্ত আলোয়
উদ্ভাসিত হয়ে,
স্বপ্ন সত্যি করলেন তিনি
একাত্তরের জয়ে।
সেই কন্ঠতো এই দেশ মাটির
রাখাল বাঁশীর সুর,
আমার দেশের সোনার মানুষ
আমাদের মুজিবুর। continue reading

৩৫৫

বাসুদেব খাস্তগীর

৯ বছর আগে লিখেছেন

জাতির পিতা

কেমনে পেলেন বঙ্গবন্ধু
জাতির পিতার আসন,
জানতে হলে বুঝতে হবে
ঐতিহাসিক ভাষণ।
মার্চ মাসের সাত তারিখে
মুজিব নামের কবি,
একেঁছিলেন স্বপ্নে রাঙা
বাংলাদেশের ছবি।
সেই ভাষণের দাবানলে
উঠলো জেগে জাতি,
বাঙালিদের সেই ইতিহাস
শুনোরে কান পাতি।
শিখিয়েছিলেন ধীরে ধীরে
জেগে উঠার মন্ত্র,
সেই মন্ত্রে বাঙালিরা
খুঁজে গনতন্ত্র।
স্বাধীনতা ,স্বাধিকার কি
শিখছে ভাষণ শুনে,
বাঙালিদের যুদ্ধে জড়ান
নিজের আপন গুণে।
বজ্রকন্ঠ বুঝিয়ে দিলো
স্বাধীনতার মানে,
বীর বাঙালি যুদ্ধ করে
স্বাধীনতা আনে।
সেই ইতিহাস ঝাঁপিয়ে পড়ার
তাঁর কথাতেই গাঁথা,
জাতির পিতার আসনটি তাই
তাঁহার তরে পাতা।
বঙ্গবন্ধু জাতির পিতা
তিনিই জাতির জনক,
তর্ক করা লোকের কবে
নড়বে বলো টনক? continue reading

৩৯৪

শহীদুল ইসলাম প্রামানিক

৯ বছর আগে লিখেছেন

রগ চটা মাস্টার

শহীদুল ইসলাম প্রামানিক
খুঁতখুঁতে স্বভাবের
এলো এক মাস্টার
ভুল-ত্রুটি পেলে পরে
ছুঁড়ে মারে ডাস্টার।

কান ধরে টান মারে
বেত মারে মাথাতে
হিজিবিজি কত কি যে
লিখে দেয় খাতাতে।

পড়া দেয় পড়া ধরে
কথা বলে ধমকে
ফটাফট বাড়ি মারে
উঠে সবে চমকে।

পাতা ঘষে আঁক কষে
হাল চাষে ভুগোলে
ছট বড় ম্যাপ আঁকে
তেড়াবেকা সুগোলে।

দিনে রাতে বেত তার
লাগে মোটে পাঁচ খান
যার পিঠে পরে বেত
কেঁদে বলে যায় জান।

কটমট চেয়ে থাকে
ছটফট করে তাই
এক মাস পরে দেখে
... continue reading

৩৯১

এনামুল হক মানিক

৯ বছর আগে লিখেছেন

গোলক ধাঁধাঁ

চলার পথে থমকে দাঁড়াই
গোলক ধাঁধাঁয় আমি
আশে পাশের মানুষ গুলো
আসল নাকি ডামি !
সালাম-কালাম কোলাকুলি
হাসি বিনিময়
হতে পারে এসব কিছু
নিখুঁত অভিনয়। 
যায়না চেনা মুখটা যেন
মুখোশ দিয়ে ঢাকা
হতে পারে ভিতর-বাহির
সব কিছুতেই ফাঁকা।
continue reading

৮৪৮