Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

এনামুল হক মানিক

৯ বছর আগে লিখেছেন

বিষভরা পেয়ালা

ধূসরিত রাতের বিপন্ন প্রহরে
প্রচণ্ড বেগে ধেয়ে আসছে নীল সাগরের
বিক্ষুব্ধ ঊর্মিমালা।
ল্যাম্প পোষ্টের আড়ালে লুকিয়ে আছে
ধূর্ত ইবলীশ, হাতে বিষধর সরীসৃপের
বিষভরা পেয়ালা ।
চারিদিকে মানবতার তীব্র হাহাকার
কুলষিত আজ ঘুণে ধরা সমাজ
যেনো ঘৃণার প্রাচীর।
হিংসা-বিদ্বেষ, হানাহানি আর রক্ত
রচনা করে বেদনাবিধুর ইতিহাস
হৃদয় ভেঙ্গে হয় চৌচির।

continue reading
Likes Comments
০ Shares

এনামুল হক মানিক

৯ বছর আগে লিখেছেন

আমাদের এই বাংলাদেশ

কী
সুন্দর
অপরূপ,
রূপের নাই শেষ
আমাদের এই বাংলাদেশ।
দখিনা বাতাসে দোলে আম্রমুকুল
গাছেগাছে পাখি ডাকে বনে ফোটে ফুল।
পাহাড়-সাগর ঝর্ণাধারা নদীর কলতান
হাসনাহেনা সুবাস ছড়ায় মেতে ওঠে প্রাণ।
সাতসকালে কোকিল ডাকে দোয়েলে দেয় শীষ
চড়ুইপাখি কিচিরমিচির করে অহর্নিশ।
কৃষ্ণচূড়ার ডালেডালে
ফুল ফুটেছে লাল
ভালোলাগে
আমার কাছে
সোনালী বিকাল ।
মিনার হতে ভেসে আসে দূর আজানের সুর
মনটা আমার যায় হারিয়ে দূর বহুদূর। continue reading
Likes Comments
০ Shares

Comments (3)

  • - মউদো মুনির

    অসাধারণ লিখেছেন। আগাম অভিনন্দন রইলো কবি।

    • - টি.আই.সরকার (তৌহিদ)

      অনুপ্রেরণা দেবার জন্য ধন্যবাদ । সব সময় পাশে থাকবেন আশা করছি । শুভকামনা আপনার জন্য !

এনামুল হক মানিক

৯ বছর আগে লিখেছেন

এগিয়ে যাক দেশটা

স্বাধীন দেশে কেনো ফোটে বোমা
কোন্‌ দেশে আজ আছি আমরা ওমা!
জ্বলছে গাড়ি মরছে মানুষ হায়রে
নিচ্ছেনা কেউ কোন কিছুর দায়রে!
আমরা হলাম শ্রেষ্ঠবীরের জাতি
বায়ান্নতে দিয়েছি বুক পাতি ।
একাত্তুরে আমরা রুখে দাঁড়াই
হানাদারদের দিয়েছিলাম তাড়াই।
সে জাতি আজ করছে হানাহানি
শত্রুরা যে করছে কানাকানি।
মিলেমিশে করবো সবাই চেষ্টা
এগিয়ে যাক আমাদের এই দেশটা।
continue reading
Likes ১২ Comments
০ Shares

Comments (12)

  • - আলমগীর সরকার লিটন

    বাহ কবিতা অনবদ্য লাগল

     

    - সুমন দে

    খুব সুন্দর । ভালো লাগলো ।

    - শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর

    কিসের এত অভিমান হে বাপু............

    Load more comments...

এনামুল হক মানিক

৯ বছর আগে লিখেছেন

একুশ তুমি

একুশ তুমি রক্তনদী
কৃষ্ণচূড়ার ফুল
একুশ তুমি রাঙাপ্রভাত
সুবাসী বকুল।
 
একুশ তুমি শিমুল ডালে
জ্বলে ওঠা আগুন
একুশ তুমি তপ্ত দুপুর
রক্তঝরা ফাগুন।
 
একুশ তুমি পিচঢালা পথ
রক্তে আঁকা তুলি
একুশ তুমি দৃপ্ত মিছিল
টিয়ারগ্যাস আর গুলি।
 
একুশ তুমি বোনের কাঁদন
মায়ের আহাজারী
দেশমাতৃকার জন্যে আমি
জীবন দিতে পারি।
 
*** ছড়াটি সদ্য প্রকাশিত আমার ছড়া-কবিতার বই ‘কাশফুল দোল খায়’ থেকে নেয়া।
 
continue reading
Likes Comments
০ Shares

এনামুল হক মানিক

৯ বছর আগে লিখেছেন

জাগে শিহরন

বুকের ভেতর একটি পাখি কাঁদে সারাক্ষণ
উড়ে যেতে চায় যে শুধু মাঠ পেরিয়ে বন।
সবই দিলাম তাকে আমি ভেবে আপনজন
পাখি বলে চাইনা আমি সাতরাজারই ধন!
আমি হলাম ছোট্ট পাখি অতি সাধারণ
তবু কেনো আমার তরে কাঁদে তোমার মন ?
ক্ষণকালের জন্য এলাম বাড়ি আমার বন
দেনা ছাড়ি দেবো পাড়ি এটাই আমার পণ।
 
উড়বে পাখি দূরাকাশে ভাঙবে প্রহসন
বুকের মাঝে বাজবে শুধু ব্যথার গুঞ্জরন। 
শূন্যখাঁচা থাকবে পড়ে ওরে ভোলামন
ভাবতে গেলে এ হৃদয়ে জাগে শিহরন।
continue reading
Likes ১০ Comments
০ Shares
Load more writings...