Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
এনামুল হক মানিক
Feni Sadar, Bangladesh

এনামুল হক মানিক

৯ বছর আগে লিখেছেন

জাগে শিহরন

বুকের ভেতর একটি পাখি কাঁদে সারাক্ষণ
উড়ে যেতে চায়
যে শুধু মাঠ পেরিয়ে বন।
সবই দিলাম তাকে আমি ভেবে আপনজন
পাখি বলে চাইনা আমি সাতরাজারই ধন!

আমি হলাম ছোট্ট পাখি অতি সাধারণ
তবু কেনো আমার তরে কাঁদে তোমার মন
?
ক্ষণকালের জন্য এলাম বাড়ি আমার বন
দেনা ছাড়ি দেবো পাড়ি এটাই আমার পণ।

 

উড়বে পাখি দূরাকাশে ভাঙবে প্রহসন
বুকের মাঝে বাজবে শুধু ব্যথার গুঞ্জরন। 
শূন্যখাঁচা থাকবে পড়ে ওরে ভোলামন
ভাবতে গেলে এ হৃদয়ে জাগে শিহরন।

Likes ১০ Comments
০ Share