Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নয়া বছর স্বাগতম

নতুন বছর পাগলা ঘোড়া,
বাড়বে সকল দাম,
পিষ্ট আবার আম জনতা,
গরীব হওয়া কাম।


উঠবে বেড়ে চামচা নেতা,
আর ঠগীদের দল,
সব হারাবে বেকুব বোকা,
লোভ করারই ফল।



বাঁধবে আশায় বুক সকলে,
সুদিন বুঝি হবে,
কাজ না করে খুব কামানো?!
খুলবে এ চোখ কবে?



মরবে কলু, মরবে বলদ,
রক্তচোষা মশা,
শূণ্য মেধায়, ফলতো ভাল,
বুদ্ধি হিসাব কষা।



সব রাবিশে ভর্তি মালে,
কিছুই বোঝেন নারে,
হাজার কোটি লৈয়া হাপিস,
আবার হতেও পারে।



এই বছরে লক্ষ্য যে ঠিক,
গড়বো ঠগের দল,
একসাথেতে লুটবো হেসে,
খুঁজবো মামা চল।


==
ফুটনোট:
১। নতুন পে-স্কেলে যথারীতি মূদ্রাস্ফীতি ঘটাবে। কিন্তু আমার বেতন তো আর সেই হিসেবে বাড়বে না ... সুতরাং ... ... কোড রেড, মে-ডে মে-ডে
২। কাম-কাজ ছাড়াই টাকা কামানো যায় -- জ্বী, আমাগো বেশিরভাগ শেয়ার বেবসায়ী এই ধরণের মানসিকতার বেকুব (সরি ফর দা হার্ড ওয়র্ড); আবার তাঁদের ধরা খাওনের টাইম আসন্ন
২-১। যথারীতি আমাদের অর্থের মাথা এইসব কিচ্ছু বুঝবেন না; বেকুবরা ধরা খাবে, আর তার দায় তিনি নিবেনই বা কেন!
৩। গেল বছর বেশ ভাল রকম ব্যাংক-লুট, পুকুর-চুরি ঘটেছে। এবছর নিশ্চয়ই লুট করার আরো উন্নততর ভার্সন পাবো।
৪। মেধার বন্যায় ভেসে যাচ্ছে দেশ; খরার মত বন্যাও খ্রাপ জিনিষ।
৫। মূদ্রাস্ফীতির বাজারে চুরি ডাকাতি করা ছাড়া টিকে থাকা যাবে কি না এই চিন্তায় অস্থির ... ...
৬। সবাইকে নয়া বছরের চিন্তায় অস্থির শুভেচ্ছা ... ...

০ Likes ১ Comments ০ Share ৩৯৭ Views

Comments (1)

  • - আলমগীর সরকার লিটন

    তাতেই কি মন্দ লোকে বুঝি বেশী

    নিজের গারে যেদিন ফুঁটে বিষফুরা

    হয়ে যায় নরোভরা------

    শুভ কামনা--

    • - সুমন দে

      ধন্যবাদ লিটন ভাই ।