Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ছড়াবাজ

৮ বছর আগে লিখেছেন

প্রতীক্ষায় ইচ্ছাপূরণ

দেখতে পাহাড় আকাশ ছোঁয়া, চাই যে যেতে ছুটে,
ইচ্ছেগুলো ঘরের কোনে, মরছে মাথা কুটে।
কাঁধের পরে ভুতের বোঝা, দেখাচ্ছে যে ভয়,
চোখ এড়িয়ে ঘর পালানো, আর যে হবার নয়।
শিশির ভেজা ঐ মেঠোপথ, কুঞ্জবনের ছায়া,
ডাকছে মোরে আয় কাছে আয়, স্বপ্নরূপের মায়া।
মেঘসাদা ঐ কাঁশবন আর, কুলকুল বয় নদী,
তপ্ত প্রাণে বর্ষা জোয়ার, যেতাম সেথায় যদি।
নামতো প্রিয় স্বর্গ নিয়ে, সেই সে ঘোরের মাঝে,
মন ভেজাবো সেই খোরাকে, সকাল দুপুর সাঁঝে।
দেয়াল ভেঙ্গে মুক্ত হতে, জমাচ্ছি যে জোর,
দম ফুরায়ে কাটছে নিশি, প্রতীক্ষাতে ভোর ...
==
(রচনাকাল: ১৬-অক্টোবর-২০১৫)
continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - মাসুম বাদল

    স্যাল্যুট... emoticons

    • - বুলি

      ধন্নবাদ

    - রচনা পারভিন

    ভাল বলেছ। emoticons

    • - বুলি

      জিবন থেকে নেয়া যে অভিজ্ঞতা... সেটা কিন্তু ভালো ছিল না...:-(

    - টোকাই

    ভালো বলেছেন । তবে এই পশুগুলো যেন তৈরি না হয় সেটাও তো ভাবা দরকার । আমরা নিজেরাইতো এই পশুগুলোর জন্ম দিচ্ছি ।

    • - বুলি

      পশু কেউ জন্ম দেয় না, পশুরা নিজেদের নিজেরা তৈরি করে।

    Load more comments...

ছড়াবাজ

৯ বছর আগে লিখেছেন

লাইনে আনুন

আ্যাই গলু সল না, ঐদিকে চল না,
শিং দিয়ে ঢুশ-টুশ, মারিসনা ভাই;
যেন খুব শরমে, গলা স্বর নরমে,
গরুগুলো বেয়াড়া, শোনেনা ত‌ো ছাই!
সপাসপ বেত হাতে, এই নিয়ে চল সাথে,
মহিষ বা গাধা-গরু, লাইনেতে থাকে ...
দুনিয়ার ধারা এটা, শক্ততে সোজা হাঁটা,
নরমের জম সবি -- যেন মনে থাকে!
দে না বাঁশ ধরে ধরে, রিকুয়েস্ট খ্যাতা পুড়ে,
গদাম দে পশ্চাতে, প্যাঁচায় যে ত্যানা ...
বিচারটা ন্যায় হলে, চারিদিকে সোনা ফলে,
আর নয় ভদ্রতা, নয় আলোচনা!
continue reading
Likes Comments
০ Shares

Comments (0)

  • - লিপু রহমান

    হেমন্ত পেরুলেই কুয়াশায় হিম
    ষাটোর্ধ ৭১ এর মুক্তি পাগল
    টগবগে সেই যুবকের
    এখন নুয়ে পরা মেরুদণ্ডে
    হাতে হাত পিসে বাঁচার স্বপ্নে বিভোর
    সেই স্বপ্নের একটু স্ফুলিঙ্গে
    ছিটে ফোটা ওমের জন্য;
    দশকের পর দশক ধরে অপেক্ষায়
    যদি মিলে সেই আশার স্বপ্ন পূরণ

                      ভালো লাগলো । আরও সুন্দর সুন্দর লেখা পড়তে চাই ।

ছড়াবাজ

৯ বছর আগে লিখেছেন

হিজিবিজি হাম্বাজীবি

ফাঁকা মাঠে ছাড়া ইচ্ছামত,
ছক্কা পাঞ্জা মেরে,
সেদিনের সেই নেংটিগুলো,
উঠেছেন বেড়ে ধেড়ে!
পকেট ভরা নেংটি নিয়ে,
ঘুরলাম কতকাল,
কোনোদিন কোনো ক্যাচালে যাইনি,
মারিনিকো কোনো ফাল;
তবুও যদি কুটুস করে,
কখনো কামড়ে দেই,
রাজা-উজিরেও উল্টাবে তবে,
হারিয়ে চাপার খেই।
চুপচাপ দেখি বসিয়া আড়ালে,
বোম-ভোলানাথ হয়ে,
মাত্রা ছাড়ালে ভেবোনাকো চাঁদু,
চিরকাল যাব সয়ে।
continue reading
Likes Comments
০ Shares

ছড়াবাজ

৯ বছর আগে লিখেছেন

প্রবাদ ভুল হলে

কুতকুতে কয়লায়, ধুয়ে সব ময়লায়,
আজ আহা ফটফটে, ফিট-ফাট বাবু ...
ঝকমকে স্মার্ট গাই, স্যূট-বুট সাদা টাই,
কয়লাকে আজ দেখে, প্রবাদটা কাবু!
পুরাতন দুরে যাক, একালের ওস্তাদ,
ধবধবে ক্লিন দেখে, উছলায় সুখে ...
কয়লার সাথে মিশে, যন্ত্রনা নয় বিষে,
রাজি নয় সন্দেহে, খৈ ফোটা মুখে।
প্রবাদটা হলে ভুল, কিছু নয় ভণ্ডুল,
তানাহলে দেখা ফের, ধরা খাওয়া দল,
বার বার ঠেকে শেখা, বোকা সাজা তাই সখা,
সিঁদুরে ও মেঘ দেখে, কী যে করি বল?
continue reading
Likes Comments
০ Shares

Comments (2)

  • - টোকাই

    সুন্দর লাগলো কাক ভাই । তবে অনেক গুলো বানান ভুল হলো কীভাবে ?আমাদের একটা অতি জ্ঞানী ব্লগার আছে যিনি টেকা দিয়া পুরান বানান শিখেছেন নোবেল প্রাইজ পাবেন বোধকরি । তার মতো হয়ে গেলেন নাকি ?emoticons

ছড়াবাজ

৯ বছর আগে লিখেছেন

রূপকথার বিপ্লব

রূপকথার ঐ দেশে,
রাতটি হলে পরে,
মানুষ দিয়ে আসতো তারা, ক্ষোক্কসেরই তরে।
ভেট যদি না পেতো,
তখন ইচ্ছামত,
মারতো যাকেই দেখতো পথে, চিবিয়ে মুণ্ডু খেতো।
চারদিকে আজ ভয়,
কখন কী যে হয়,
কার গায়েতে লাগবে আগুন, পুড়বে জীবন ক্ষয়!
দেশজুড়ে রাক্ষসে,
ভীষণ আক্রোশে,
মারছে আদম যখন তখন, যুক্তিবিহীন ত্রাসে।
লাগবেই যদি লাশ,
ঠিকুজিটা বলে যাস,
নিজ খরচে করবো সেথায়, আগুনের সন্ত্রাস।‌
তোর ঠিকুজির তলে,
পেট্রোল ঢেলে জ্বেলে,
জনগণ ছাড়া জমাবো তোদের, বিপ্লব হেসে খেলে।
continue reading
Likes Comments
০ Shares
Load more writings...