Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"ছড়া" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

রুদ্র আমিন

৮ বছর আগে লিখেছেন

হাট-বাজার

চমকে উঠি বজ্রপাতে
গ্যাস বিদ্যুতের কুপোকাতে
শাক-সবজি, পেয়াজ, মরিচ
মরার উপর খাঁড়া ঘাতে
কি মজা! কি মজা!!
রীতির নীতি কুপোকাতে।
পেয়াজের হাট নব্বই-তে
মরিচ কাঁদে বিংশ-তে
ডিম ভাসে কেমিক্যালে
মাছ-গোসত নক্ষত্রে
কি মজা! কি মজা!!
মাথাপিছু আয় আজ ডলারেতে।
টাকাওয়ালার টাকা উড়ে
হাট-বাজারে মানুষ ঘুরে
ঝড়-বৃষ্টি বাদল দিনে
গায়ের ঘাম তবও ঝরে।
সেমিনার আর টক শোতে
চায়ের কাপে মানুষ ভাসে
ঢাকা শহর জলের নীচে
কি মজা! কি মজা!!
কণ্ঠস্বর তবুও ভাসে জোয়ারেতে।
ঐ দেখা যায় তাল গাছ ঐ আমাদের গা
পানি নিয়ে ঝগড়া বিবাদ, পানিই এবার খা।
continue reading

৪২২

রুদ্র আমিন

৮ বছর আগে লিখেছেন

কে বলে মানুষ নাইরে

কে বলে মানুষ নাইরে
রঙ তামাশার ভবের ঘরে
চোখ মেলিয়া দেখ রে চাইয়া
মানুষ কাঁদে মানুষের ভরে।
জন্ম দিয়া দেয় ফেলিয়া
নর্দমার ঐ কুঁড়েঘরে 
কে বলে মানুষ নাইরে
রঙ তামাশার ভবের ঘরে।
অবুঝ শিশু দুধের ক্ষুধায়
পশুর দুধ পান করে
বনের রাজা বাঘ বাবাও
মানব সেবার বাজি ধরে
কে বলে মানুষ নাইরে
রঙ তামাশার ভবের ঘরে।
মানবরসে মানব পাগল
মানব ঘরে বসত গড়ে
লক্ষ টাকা বাজেট করেও
হয় না সুখ তার ঘরদুয়ারে 
কে বলে মানুষ নাইরে
রঙ তামাশার ভবের ঘরে।
continue reading

৪৮৭

রুদ্র আমিন

৮ বছর আগে লিখেছেন

শরম গরম

মাথা গরম বাজার গরম
গরম বউয়ের ঘর
জ্যামে জ্যামে বস গরম
গরম চাকরির দর।
বাস গরম ইঞ্জিন গরম
গরম ড্রাইভার হেলপার
রাত হলেই মালিক গরম
গরম দেশের সরকার।
পকেট খালি রক্ত গরম
গরম বাড়ির কর্তা
মাস গেলে বেতন কাটে
জীবন করে ভর্তা।
গরম গরম শরম শরম
বউয়ের কথার ভরণ পোষণ
কি দিন এলো রে ভাই
বউ দেখে অন্যের ভূষণ।
continue reading

৪৪২

চারু মান্নান

৮ বছর আগে লিখেছেন

শরত এলে কাশবন হাসে

শরত এলে কাশবন হাসে
শরত এলে দিগন্তের গায়ে
মেঘের সারির খাঁজ কাটা পাহাড়
যতদূর চোখ যায়; ঐ গাঁও টির পাশে
ঐ পাহাড়টি যেন দাড়িয়ে ঘাসে।
শরত এলে সাদা বর্ণের মেলা
সাদা লাউ ফুলে সাদা প্রজাপতি
আকাশের সাজ সাদা মেঘে
সাদা রৌদ্রে হাসে দিনমান।
শরত এলে কাশবন হাসে
শুভ্র তুলা বাতাসে জাল বুনে,
ঘাসের গালিচা তেপান্তরের বুকে
উদাস বাউল একতারায় গান ধরে।
১৪২২/০৯, ভাদ্র, শরত্কাল
continue reading

৪১৬

চারু মান্নান

৮ বছর আগে লিখেছেন

মেঘের ভেলায় কাশফুল আঁকা

মেঘের ভেলায় কাশফুল আঁকা
বানের জলে টান ধরেছে
শরৎ এলো বলে,
দুলছে হাওয়ায় কলমি ফুল
শেওলা মাখা ঘাসে।
দিগন্ত পাড়ে মেঘে সারি
প্রজাপতি গান ধরে,
কাদা মেখে বুনো শালিক
খাবার খুঁজে মরে।
সাদা ফুল লাউয়ের মাচায়
কালো ভ্রমর জোটে,
ধান শালিকের খুনসুটিতে
কাঠবিড়ালী ছোটে।
মেঘের ভেলায় কাশফুল আঁকা
শরৎ গায়েও মাখে
চঞ্চল রৌদ্র শেষ বিকেলে
পাখিরা উড়ে সাঁঝে।
১৪২২/০৪,ভাদ্র/শরৎকাল
continue reading

৫৭৬

এই মেঘ এই রোদ্দুর

৮ বছর আগে লিখেছেন

বন্ধু মানে.........

বন্ধু মানে ছুটে চলা
তালে তাল মিলিয়ে
বন্ধু মানে কথা বলা
হাসি খিল খিলিয়ে।
বন্ধু হলো কাছের মানুষ
কথা বলা অন্তর খুলে
বন্ধু হলো রঙিন ফানুস
উড়াও কষ্ট ভুলে।
বন্ধু মানে কষ্টের সাথি
সুখের সাথি বটে
বন্ধু মানে দু:খ সুখের
দূরের নয়তো মোটে।
বন্ধু হলো নীলাভ আকাশ
শুভ্র মেঘের ভেলা
বন্ধু হলো ফাগুন মাসের
শিমুল অশোক মেলা।
বন্ধু হলো রঙীন ঘুড়ি
রঙিন সূতায় বাঁধা
বন্ধু হলো ভিতর বাহির
পবিত্র রঙ সাদা ।
বন্ধু মানে উচ্ছ্বাস ছড়ায়
মনের ভিতর বাড়ি
বন্ধু মানে সাথে চলা
চলন্ত রেলগাড়ি।
বন্ধু হলো জীবন পথে
সুখের সাথি তবে
বন্ধু ছাড়া সুখি হতে
কে পেরেছে কবে?
বন্ধু মানে বটের ছায়া
দু:খের বেলা... continue reading

৫৯৫

এই মেঘ এই রোদ্দুর

৮ বছর আগে লিখেছেন

কি কি করলে ঈদে....

কেমন কাটলো ঈদ তোমাদের
কেমন মজা করলে
কি কি খেলে তোমরা বলো
কেমন উদর ভরলে।
ফিন্নি পায়েস পোলাও কুরমা
মুরগী মাংস খাসি
গরুর মাংস খেয়ে খেয়ে
উদর করলে খুশি!
কোথায় কোথায় ঘুরলে ফিরলে
রেষ্টুরেন্টে পার্কে
ভীড়ের মাঝে কি কেউ হঠাৎ
ভয়ে গেলে ভড়কে!
খোলা আকাশ খোলা ছিলো
বৃষ্টি ভেজা দুপুর
ঈদের খুশি ভেজাভেজি
মনের বাজে নূপুর।
ঘরের মাঝে কারা ছিলে
বৃষ্টিরে ভয় পেয়ে
কারা কারা বৃষ্টি মাথায়
আনন্দের গান গেয়ে।
ডেটিং ফেটিং করছো কারা
ছাতা মাথায় দিয়ে
বউয়ের আঁছলে মুখ গুজে
কারা ছিলে ছুঁয়ে।
কি কি দেখছো টিভি শো-তে
সিনেমা নাটক গান
সবে মিলে স্বজন সাথে
হৃদয়ে ছিলো টান।
মায়ের হাতে পিঠা পায়েস
কারা কারা খেলে
নতুন জামায় ঈদ নামাযে
কারা কারা... continue reading

৫৮৫

টি.আই.সরকার (তৌহিদ)

৮ বছর আগে লিখেছেন

ক্ষমা করো অপারগতা

রাজনরা চলে যায়-
ধিক্কার দিয়ে,
বিবেকহীনেরা হাসে
খিলখিলিয়ে !
 
হায়রে অভাগা রাজন
দে-রে অভিশাপ,
করিস না এ জাতিকে
কোনদিনও মাফ !
 
নিরাপদ আঁচলে তোরে
রাখেনি এ জাতি,
কেমনে পাবে এ জাতি
সুখ করে সাথী ?
 
আজ তুই চলে গেলি
কাল অন্য কেউ,
এ জাতির বুকে রবে
হারানোর ঢেউ !
 
পাষণ্ড বিবেকহীন সে
মানুষের তরে,
চাইছে এ জাতি ক্ষমা
দে-না মাফ করে !
 
ভালো থাকিস রাজনেরা
সেই পৃথিবীতে,
অপারগতা করিস ক্ষমা
নীরবে-নিভৃতে !
continue reading

৬৪৯

সোহেল আহমেদ পরান

৮ বছর আগে লিখেছেন

লিমেরিকঃ জলে জলাঞ্জলি

জলাবদ্ধ নগর সড়ক জলাবদ্ধ গলি
জলাবদ্ধ দূরের জেলা কিংবা শহরতলি
নিষ্কাশনের বেহাল দশা
বাজেট খরচ অঙ্ক কষা
পচা জল মাড়িয়ে শুধু সময় জলাঞ্জলি। continue reading

৩৮৩

তামান্না তাবাসসুম

৮ বছর আগে লিখেছেন

প্রেম

ভাগ্যিস তুই আছিস তাই
রোবটিক লাইফ চাঁদ খোঁজে
মিষ্টি কথায়, ব্যস্ত দিনের ক্লান্তি দূর
ঘুরে ফিরে আয়না দেখা
মুঠোফোনে ফিসফাস।
আছিস বলেই কখনো আবার
ধুত্তুরি ছাই ভাললাগেনা
পান থেকে চুন খসলেই মনোমালিন্য
খানিক পরেই রঙ্গে ঢঙ্গে মান ভাঙ্গানো
দেরি করে আসলি কেন
আজই শেষ, আর কথা নেই
তারপরে ঘুম পলাতক
চোখ ছলছল
আরেকবার সাধলে ফেরার আশা।
তবুও তুই আছিস বলেই
বিশেষ দিন আরও একটু বিশেষ
মিলেশিশে স্বপ্ন বোনা
খাখা রোদ্রে রিক্সা ভ্রমণ
অম্ল মধূর যাপিত জীবন...।

continue reading

৬০১