Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

এবিএম হারুনার রশিদ

৯ বছর আগে লিখেছেন

ছোট্ট নদীর বাঁকে (প্রতিযোগিতা-পর্ব ৪ ক্যাটাগরি ১)

নদীর বুকে নৌকা চলে
ভাটিয়ালীর সুরে,
ঢেউয়ের তালে মিলিয়ে যায়
না জানি কোন দূরে।
গাঙশালিক আর বকের সারি
চরের বুকে থাকে,
মাছরাঙা ঐ উড়ে যায়
ছোট্ট নদীর বাঁকে।। continue reading
Likes Comments
০ Shares

এবিএম হারুনার রশিদ

৯ বছর আগে লিখেছেন

দ্রোহ!

অহংকার আর আত্মনিপিড়নের শ্মশানে বন্দি গোটা দেশ,
জ্বলন্ত অগ্নি একাধিক পুরোহিতের হাতে,
জীবনের মুখাগ্নি হবে বুঝি সহসাই!
বুকে পাষান বেধে নিরিহ চেতনা আজ
করুন অপেক্ষায় ক্লান্ত, এতোই ক্লান্ত-
হয়তো মেনেই নেবে
ক্ষমতার লোভের আগুনে ‘আগামী’র নৃশংস মরন।
কিংবা হয়তো এইবার
সন্তানের মুখ চেয়ে, হঠাৎ এক ঝটকায়
সকল পুরুতের পাছায়
কষে লাথি মেরে বসতে পারে-
তাঁদেরই চিতা জ্বালাতে পারে অবহেলে, এইবার!
দেশসুদ্ধ আর কতক্ষন
শ্মশানে থমকে থাকে মানুষ!
কোন কালে!!
continue reading
Likes Comments
০ Shares