Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"বৃষ্টির দিনে"

মেঘ ভেঙ্গে এই এলো

বৃষ্টিরও ফোঁটা রে,

এই হলো এলোমেলো

মাঠে-ঘাটে ছোটা রে!

 

ফসলের মাঠে ছুটে

কৃষক-কৃষাণীগণ,

জল থেকে নিতে লুটে

চেষ্টা কি প্রাণপণ !

 

রাখালেরও ছুটোছুটি

পিছু গরু-ছাগলের,

খেয়ে কত লুটোপুটি

দৌড় দেয় পাগলের!

 

মাঝি আছে ছাতা নিয়ে

বসে তার ডিঙ্গিতে,

দূর থেকে হাত দিয়ে

ডাকছে কে ইঙ্গিতে !

 

শিশুরাও ছুটে যায়

মাঠে ভিজে খেলতে,

লাফ দিয়ে দুই পায়

চায় ডানা মেলতে!

 

দিন ছিল কি মজার

বৃষ্টিরই সাথে সেই !

আজো সে দিনে আবার

ফিরি শুধু স্মৃতিতেই !

২ Likes ৬ Comments ০ Share ৩৮১ Views

Comments (6)

  • - বাসুদেব খাস্তগীর

    রম্য রচনাতে  কি রম্য ছড়া পড়বে ?

    • - ব্লগ সঞ্চালক

      যেহেতু তুলনামুলক ক্যাটাগরি ছোট গল্প/চিঠি তাই ছড়া এই গ্রুপ এ আসবে না। 

    - রুদ্র আমিন

    জেনে ভাল লাগল। অবশ্যই অংশগ্রহণের চেষ্টা থাকবে।

    - সোহেল আহমেদ পরান

    সৃজনশীলতাকে উৎসাহিত করার জন্য খুব সুন্দর উদ্যোগ। 

    শুভেচ্ছা জানাচ্ছি উদ্যোক্তাগণকে।

    শুভকামনা আয়োজনের জন্য।

    সুসফল হোক। emoticons

    • - মো: মালেক জোমাদ্দার

      জেনে খুবই ভালো লাগছে । আশা ক্রি লেখা দিব।

    • Load more relies...
    Load more comments...