Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"কবিতা" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

কাফাশ মুনহামাননা

৭ বছর আগে লিখেছেন

পোড়া ঠোঁটের মানচিত্র

তোর পোড়া ঠোঁটের মানচিত্র
আমার ভালো লাগে প্রচণ্ড রকমের
সোনালি বিকেলের শেষ প্রহরে ছুটে আসা
এক পশলা বৃষ্টির সুখ আঁকে হৃদয়ে
মন চায় ভিজে ভিজে হই সারা নির্ভাবনায়
যুগ-যুগান্তের আবর্তন ছিন্ন করে।
সূর্যের ঝিকিমিকি রোদের দুষ্টুমিতে বাতাস-কণা
শুষে নেয় যেভাবে সিক্ত মাটির জমানো রস
আমারও ইচ্ছে করে সেভাবে শুষে নেই
তোর বুকের গভীরে লুকানো দুঃখের নদীজল
তবে সাময়িক বেদনা থাকুক তোর ঠোঁটে মিশে
সাথে থাকুক রঙধনু-মেঘের ছোঁয়া
আমি তার উপযোগ ঘটাবো নতুন শিল্প-সম্ভারে। continue reading

২৯৯

কাফাশ মুনহামাননা

৭ বছর আগে লিখেছেন

খুচরো প্রেমের গল্প

-আচ্ছা, তোর মতলবটা কি বলতো?
-আমার আবার কি মতলব?
-তাহলে তখন থেকে ঘুরে ঘুরে কি দেখছিস?
-তোকে দেখছি।
-আমাকে দেখার কি আছে?
-অনেক কিছু।
-যেমন,..................
-বলতে পারবো না। লজ্জা লাগে।
-দেখতে তো লজ্জা লাগে না!
-দেখা আর বলা কি এক জিনিস? তুই-ও তো আমাকে ভালবাসিস। কিন্তু বলতে পারিস না।
-কে বললো আমি তোকে ভালবাসি?
-তোর দুটি চোখ।
-শোন, এগুলো অন্য কাউকে বলিস। আমাকে বলে লাভ নেই।
-ভালবাসা লাভ-লস হিসেব করে হয় না। নিঃস্বার্থভাবে করা লাগে।
-তোর এসব ফালতু কথা শুনতে ভালো লাগে না।
-তাহলে ভালো কথা শুনবি?
-অবশ্যই। বল।
-তোকে দেখতে পেত্নীর মতো লাগছে।
-কি বললি? পেত্নীর মতো? তবে ভালবাসিস কেন?
-পেত্নীর কামড়ে মজা বেশি... continue reading

৩৬৫

কাফাশ মুনহামাননা

৭ বছর আগে লিখেছেন

দিন শেষে শুধু আমিই ছিলাম আমার

রঙিন নেশায় মত্ত হয়ে পেয়েছি অথই আঁধার
দিন শেষে শুধু আমিই ছিলাম আমার, আমিই ছিলাম আমার।
নেশার ঘোরে যায় কেটে বেলা
চারদিকে বৃথা ফানুশের মেলা
অযথা দু'চোখে স্বপ্নের ভেলা
অনুভূতি নিয়ে করে যায় খেলা
হিশেব কষে পেয়েছি খুশি একরাশ যন্ত্রণার
দিন শেষে শুধু আমিই ছিলাম আমার, আমিই ছিলাম আমার।
যা কিছু ভেবেছি আপন করে
ছলনা দিয়েছে দু'হাত ভরে
চাওয়াপাওয়া থাকে শূন্যের ঘরে
অশ্রুফোয়ারে আশাগুলো ঝরে
বুকের গভীরে জমিয়েছি শুধু কষ্টের ভাণ্ডার
দিন শেষে শুধু আমিই ছিলাম আমার, আমিই ছিলাম আমার।
যেখানে ছিলাম, সেখানেই ফের এসেছি দ্যাখো আবার
দিন শেষে শুধু আমিই ছিলাম আমার, আমিই ছিলাম আমার।
continue reading

৪১৫

কাফাশ মুনহামাননা

৭ বছর আগে লিখেছেন

একদিন বুঝবে প্রিয়

একদিন বুঝবে প্রিয়
কেউ একজন তোমার দৃষ্টির আড়াল হলে
হৃদয়ের যাতনায় ছটফট করতো অব্যক্ত ব্যাকুলতায়
চারপাশে সবই থাকতো, তবুও শূন্য লাগতো তার পৃথিবীটা
হারানোর ভয় যখন তাকে ঘিরে ধরতো অক্টোপাসের মতো
সিঁড়ি ভেঙে ছাদের কোনো এক নিভৃত কোণে দাড়িয়ে
আকাশের নীল জলে শুধু তোমার মুখচ্ছবি খুঁজে বেড়াতো সে।
একদিন বুঝবে প্রিয়
কেউ একজন তোমার কথার অপেক্ষায় থেকে থেকে
হাজারো নির্ঘুম রাত কাটাতো কোনো রূপ ক্লান্তিহীন চোখে
শুধু একটিবার তোমার পবিত্র কন্ঠ থেকে 'তুমি' শোনার জন্য,
আলাপ যদি না হতো তার তোমার সাথে কারণে-অকারণে
ব্যালকনিতে বসে কেঁদে কেঁদে বুক ভাসাতো সে লোনাজলে
আর চেয়ে থাকতো তোমার হাসিমিশ্রিত কোনো নতুন সূর্যোদয়ে।
একদিন বুঝবে প্রিয়
কেউ একজন... continue reading

৩৩৪

লিপু রহমান

৮ বছর আগে লিখেছেন

দিনে দিনে পৃথিবী

 
দিনে দিনে পৃথিবী অচেনা হয়ে যাচ্ছে নারীর মত
মাটি তার গন্ধ হারাচ্ছে,নদী গতি পরিবর্তনে ব্যস্ত
ঋতুগুলোর রঙ মিশ্র হয়ে গেছে বিকল বিজনে
মানুষের ব্যস্ততায় থেমে নেই হলুদ সূর্য,নীলিমা বাতাস
কবিও বসে নেই ভেসে গেছে বিশ্বায়ন প্লাবনে
এই অদ্ভুদ পরিবর্তন রাতের আধাঁর রাতকে ভাবায়
সকাল বেলায় সকাল উন্মাদ,ছন্দহীন বিচ্ছিন্ন স্পর্শ
কতজন আবেষ্টনপ্রকৃতির মত আভরণ
তবুও একা একা হাঁটতে হয় ,কাঁদতে হয়
কখনো পথের খোজে কখনো বিবাগী মনকে
অচেনা ঠিকানায় কোন বাউলের গেরুয়া সন্ধানে.......
 
এই ভাবে সময় এগিয়ে চলে- বোধ,জ্ঞান,
সঙ্গিরা সব ফিরে যায়। এক সময় এখানে সবাই
আসতো মোহন মালঞ্চ... continue reading

৩১০

নুরউদ্দীন রিয়াজ

৮ বছর আগে লিখেছেন

স্মৃতিকুঠীর

হাতুড়ির ঝংকার চলে সারাদিন,
রাতের বেলায়,
এক পাল কুকুরের হুংকার।
মধ্যরাতে,
ব্যালকনিতে ঢুলি।
তিনতলা দালান;
সামনে সরু গলি
নিচ তলায় আটজন,
মিলেমিশে থাকে সব,
করে গাদাগাদি।
দোতলাতে বাড়িওয়ালার বাস,
তেতলাতে থাকি শুধু,
আমি আর,
হরিজন দাস।
আমাদের ঘরটি ঠিক সিঁড়ির পাশে।
দরজার ওপাশে আধখানা ছাদ।
একঘরে দুজনার
দিনগুলি আঁটা।
তিনতলা বলি, তবে;
আসলে, চিলেকোঠা।
নোনা ধরা দেয়ালের,
ঘেমে ওঠা স্বভাব।
হতশ্রী দেয়ালের-
আলগা সব চুন সূড়কি সরিয়ে,
রক্ষে যে করেছি;
খবরের কাগজে মুড়িয়ে।
একই থালা, একই বাটি,
একই কড়াই, একই বটি।
ভাগাভাগি করি দুজনাতে,
ভ্রাতৃত্ব একাকার-
দারিদ্রের হুমকির ধ্বনিতে।
ধুলোজমা চশমার কাঁচ,
শার্টের কোনা দিয়ে বুলিয়ে;
পৃথিবীকে দেখি রোজ,
কথা বলি... continue reading

৩৯০

শাহআজিজ

৮ বছর আগে লিখেছেন

শিরোনামহীন

শিরোনামহীন
৪৮ এ চিৎকার করে বলেছিলাম
পাকিস্তানীদের নো নো নো
অনেক বছর পরে আবারো
এসেছে সময় নো বলার
আরেকবার ।
দুঃখিত , কায়েদে আজম নয়
এরা জারজে আজম
এই বাংলায় করে জলপান
গায় মরু আরবের গান ।।
 
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxx
 
কার্নিশে ঝুলছে রাষ্ট্র
নিচে দাড়িয়ে শত শত
উচিয়ে মুখ ছেচল্লিশ তালায়
হাতে চান তারার বড় চাদর
ধরবে ক্যাচ বাঁচানোর ছলে
“এতো ফিক্সড ম্যাচ হচ্ছে মনে”
“চোপ শালা”
পাশের জন উঠলো খেঁকিয়ে ।।
continue reading

২৭১

নদী

৮ বছর আগে লিখেছেন

একটি অসমাপ্ত প্রেমের গল্প

নীলাকাশ তার সমস্ত শুভ্রতা, পবিত্রতা আর স্নিগ্ধতা নিয়ে নৈবদ্য সাজিয়ে অপেক্ষা করে বিশাল সাগরের দিগন্তে মিশে যাওয়ার জন্য। একদিন কোন এক সোনালু বিকেলে, দিগন্ত হাতছানি দেয় নীলাকাশকে <3
নীলকাশের জমানো প্রেম জেগে উঠল, দিগন্তের ছোঁয়ায়। দুজনের ভালবাসার কথামালার ফুলঝুরি যেন থামতেই চায় না, যেন কত জনমের কত সহস্র কথা জমা ছিল, দুজনের বুকে <3
অদ্ভুত এক ভাললাগা আর ভালবাসার আবেশে সময়টা যেন উড়ে যাচ্ছিল, দুজনেই ভেসে যাচ্ছিল তাদের প্রেমানন্দে <3
প্রতিটি বিকেল নীলাকাশ অপেক্ষায় থাকে ওই বিশাল দিগন্তের হাতছানির অপেক্ষায়। একদিন দেখা না হলে, কথা হলে, নীলাকাশের বুকে জমে অভিমানি কালো মেঘ :( । আর দিগন্তের বুকে ছিল এক রাশ আকুলতা... continue reading

৫০৯

নদী

৮ বছর আগে লিখেছেন

ভালবাসি তোমায়

সময় যেন কাটে না
অপেক্ষার ভোর হয় রাত্রি শেষে
দিনগুলি যেন খাঁচায় বন্ধী পাখির মত
অসহায় :(
তুমি আসবে বলে সাজিয়ে রাখি কথার মালা
আর তুমি এলেই নির্বাক হই আমি
কাছে এলেই থেমে যায়
আমার কথার যত ফুলঝুরি!
তোমায় দেখব বলে অধির অপেক্ষায়
অথচ তুমি এলেই লজ্জায় নতমুখী :)
তুমি ভালবাসবে বলে আবেগে কম্পমান
আর তুমি এলেই আড়াল খুঁজে বেড়াই!
তোমার অপেক্ষার বেদনায় নীল হয়ে থাকি
তুমি এলেই নিজেকে হারাই <3
ভালবাসি তোমায়,
বলতে গিয়েও, কেবলই থেমে যাই
তোমায় স্পর্শ করতে গিয়েও
গুটিয়ে নেই এই হাত :(
স্তব্দ, নির্বাক আমি, কেবলই অবাক হয়ে ভাবি
কেমন করে এলে তুমি হঠাৎ এই বিকেলে!
ভালবাসি একথাটি বলেছি... continue reading

৩৪৭

আহমেদ ইসমাঈল

৮ বছর আগে লিখেছেন

যেনো আমিই শেষ মানব

আমি নি:সঙ্গ পৃথিবীর বুকে হাটি
যেনো আমিই শেষ মানব।
ধ্বংসের চিহ্ন গুনে গুনে আমি চলি
বিশাল সমুদ্র যেখানে মরুভূমি হয়ে যায়
আমি সেখানে এসে দাঁড়াই
দৃষ্টি সীমা জুড়ে কেবল রোদের হাহাকার,
আর তার বুকে আমার পদচিহ্ন।
সামনে যেখানে সূর্য নেমে যায় বালির সাগরে,
আমি সেই গন্তব্যেই যেতে থাকি।
 
আমি ভীষণ তৃষিত
মেঘহীন নীল আকাশ কিংবা শুকিয়ে যাওয়া নদী
তীব্র করে পানির পিপাসা
আমি এগুতে থাকি নগ্ন পায়ে,
যেনো আমিই পৃথিবীর শেষ মানব।
 
এই পথ কি ফুরোবে?
অশ্ব খুরের শব্দ শুনি যেনো
যেনো আরেকটি একাকী প্রাণী
আমি অন্ধ... continue reading

৩৫৩