Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"কবিতা" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

কাফাশ মুনহামাননা

৭ বছর আগে লিখেছেন

আত্মার ধনী

একাকিত্বের মাঝেও একধরনের রওনক আছে
সেখানে আড়ম্বরতা নেই,
আছে কিছু নির্মল সুখের অর্থহীন আনাগোনা
অর্থহীন বলেই হয়তো স্বার্থের বদবু নেই এতে,
হয়তো এ সুখ জীবন থেকে অনেক অনেক দূরে
কারো কারো কাছে অতি তুচ্ছ, নগণ্য
তবে যাদের জন্য জীবনের স্বাদটাই পানসে,
তাদের কাছে এই সুখ অমৃতের চেয়ে কিছু কম নয়।
একাকিত্বকে আমি বন্ধু করে নিয়েছি, প্রাণের বন্ধু
তার সাথে ইচ্ছেমতো মন খুলে কথা বলা যায়
এতো কথা বলি, তবুও সে বিরক্তবোধ করে না
উল্টো আরো বেশি বেশি শুনতে চায়
মন দিয়ে, হৃদয়ের গভীরতা দিয়ে
একাকিত্বের সান্নিধ্যে এসে
আমি যেনো আরো শক্তপোক্ত হয়েছি, পাথরের মতো
ভাঙনের গান এখন আর আমাকে আলোড়িত করে না
চাওয়া-পাওয়ার... continue reading

২৪৪

Dr.Daud

৭ বছর আগে লিখেছেন

বিকৃত মন

বিক্রিত বিবেক
বিকৃত মন!!
কোথায় সেই স্বজন
কোথায় সেই বন্ধন??
উদীয়মান সূর্য কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন
রাত্তির কৃষ্ণ আঁধারে বাজে ঘুঙুর; নৃত্যরত বাইজির চরণ।
দা উ দু ল ই স লা ম ।
২৭/৫/১৫
continue reading

৩৭৩

কাফাশ মুনহামাননা

৭ বছর আগে লিখেছেন

হৃদয়রাজ্যের সার্বভৌম রাণী

প্রথাগত সৌন্দর্যকে আমি এড়িয়ে চলি সবসময়
মানুষ তাতে হুমড়ি খেয়ে পড়ে বুঝে না বুঝে
তাই বলে ভেবো না প্রিয়তমা তুমি সুন্দরী নও
মূলত, তুমি পৃথিবীর বিরল কোহিনুর, যাকে
সাধারণ চর্মচোখে দেখা তো যায় কিন্তু পাওয়া যায় না।
ধর্মান্ধদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাই
প্রার্থনা করি, তারা যেনো অনন্তকাল
ছুটে-ফিরে প্রথাগত সৌন্দর্যের আলেয়ার পিছু পিছু
হয়তো ওরা ভাববে আমায় বোকা
তবু আমার একবিন্দু আক্ষেপ নেই মনে
কারণ ওদের সামান্য একটু ভুলে
আমি আমার নিবাস গড়েছি স্বর্গসুখের মূলে।
আমার সৌভাগ্য যে, আমি তোমায় খুঁজে পেয়েছি
কর্তৃত্ব নয়, তোমার হৃদয়ের সম্পূরক হতে চেয়েছি
আর ভালবাসার ডোরে তোমায় খুব যতনে বেঁধেছি
ঈশ্বরকে অজস্র প্রণাম, অনেক অনেক ধন্যবাদ continue reading

২৫৭

কাফাশ মুনহামাননা

৭ বছর আগে লিখেছেন

যদি কখনো

যদি কখনো আমায় মনে করে
পশ্চিম দিকের ব্যালকনিতে এসে দাড়াও
আর সময়টা যদি সাঁঝের আঁধারে মোড়ানো থাকে
তাহলে চোখ মেলে শুধু আকাশে চেয়ে দেখো
আমি তোমার জন্য নীলচে আলো জ্বালবো তারায় তারায়।
যদি কখনো আমায় মনে করে
জানালার পাশে বসে ভাবনার গভীরে হারাও
আর সময়টা যদি শিশিরস্নাত ভোরে বাঁধানো থাকে
তাহলে ভালবেসে শুধু আমায় একবার ডেকো
আমি তোমার জন্য উষ্ণকোমল রোদ ঢালবো বাঁধনহারায়।
যদি কখনো আমায় মনে করে
একাকী শূন্যতায় ফেঁসে দু'ফোঁটা অশ্রুফুল ঝরাও
আর সময়টা যদি মেঘে ঢাকা দুপুরে জড়ানো থাকে
তাহলে চোখ বুজে শুধু আমাকে হৃদয়ে এঁকো
আমি তোমার কান্না লুকোবো অঝোর বরষার বারিধারায়। continue reading

২৭১

কাফাশ মুনহামাননা

৭ বছর আগে লিখেছেন

হারিয়ে গেছে তবে

সে হারিয়ে গেছে
বলে গেছে আর ফিরে আসবে না কখনো
তবে একেবারে খালি হাত করে যায় নি
কিছু নিয়ে গেছে, কিছু অজান্তেই দিয়ে গেছে
কি নিয়ে গেছে, জিগ্গেশ করতে পারি নি, তবে
দিয়ে গেছে অজস্র সুখ-মোড়ানো স্মৃতিসম্ভার।
প্রতিদিন স্মৃতিগুলো আমি আওড়িয়ে দেখি
কয়েকবার দেখি, বারবার দেখি, অযথাই দেখি
যতো দেখি, ততো আরো রঙিন হই ভালবাসায়
ততো আরো স্বাপ্নিক হই পাওয়ার প্রত্যাশায়
চোখের জহরে বুকের লহরে
খুব স্পষ্টরূপে বিরাজমান স্মৃতির আবেদনগুলো
মাঝেমাঝে তাই মনে হয় আমি বাস্তবেই আছি।
স্মৃতিগুলোকে বাঁধাই করেছি হৃদয়ের স্পন্দনে
যতোই অতীত হোক বর্তমান থেকে
কস্মিনকালেও একবিন্দু ধুলো জমবে না তাতে
যদি কখনো স্মৃতিগুলো ইতিহাস হয়ে যায়
বুঝে নিয়ো পৃথিবী, আমি মিশে গেছি... continue reading

২০৩

চারু মান্নান

৭ বছর আগে লিখেছেন

সেই তো ফিরলে

সেই তো ফিরলে
সেই তো ফিরলে,
মধ্যদুপুরে! শরীর যখন 
তারই ছায়া জড়িয়ে;
আবরু ঢাকার প্রত্যয়ে দিক বিদিক ছুটছে।
যখন সাঁঝ গড়িয়ে,
মধ্যরাত! পূর্ণিমা স্নানে
আবেশ ভরা নিদ্রায় জোছনা বিবর
আলস্য ভরা চোখদুটো কসলাতে আড়মোরা ভাঙ্গে।
মেঘেদের ভোজবাজি,
বুকভরা জল! বৃস্টি তার
নির্ঝর গীত গায়;
আমলকি বনে বিদ্রুপ নেশার অম্ল ঘ্রাণ।
বেশ তো ছিল সব,
একটুখানি ঝড়! আচানক তান্ডব
নিমেষই সব তছনছ করে দিল তবুও
ফলদি জমিনে জলভরা মেঘেদের ভাসান স্বপ্নভেলা।
১৪২৩/১২, জ্যৈষ্ঠ/গ্রীষ্মকাল।
continue reading

৩০৬

কাফাশ মুনহামাননা

৬ বছর আগে লিখেছেন

নেকাব সুন্দরী

কালো নেকাবের ভেতর থেকে
চেনা দুটি চোখ নিষ্পলক চাহনিতে হঠাৎ
বিদ্ধ করে তীর হৃদয়ের সুনিবিড় অভ্যন্তরে
ঘোর কাটিয়ে বাস্তবে ফিরতে ফিরতে
অনেকটা পথ হেটে যায় নিষিক্ত মায়াবিনী
মুহুর্তেই অবনত প্রত্যাশা ঘিরে নেয় চারপাশ
অনুরণনের বিন্দু বিন্দু ঘামের খোলা আবেগে।
সাহসী আত্মায় কাঁপন ওঠে শিহরণের
কোন এক শূন্যতার অনুভব ঘটে এই প্রথম
সুদীর্ঘ ব্যাপ্তিকালের পরিসমাপ্তি চায় নিঃসঙ্গতা
বেখেয়ালে ঝেঁকে বসে অস্পষ্ট অভিলাষ
মধ্যদুপুরে তীর্যক রোদ্দুরের অভিযান ব্যর্থ করে।
দিবাস্বপ্নের মধুরতায় হার মানে রাতের কোমলতা
নিশ্চুপে দেয়ালের আবছায়ায় দাড়িয়ে
একাকী ভাসি খুশির দরিয়ায় নিমগ্ন আহ্লাদে
হে নেকাব সুন্দরী,
ভালবাসার তরীতে পাল উড়িয়ে আচমকা
আরেকবার নোঙর ফেলো আমার প্রেমের তীরে। continue reading

২১১

কাফাশ মুনহামাননা

৭ বছর আগে লিখেছেন

নতুন ঠিকানার হাতছানি

বাতাসঝড়ের কবলে পড়ে উথালপাথাল হৃদয়
বালুকণা হয়ে উড়ে উড়ে ঠিকানাহীন শহরে
নতুন কোন কিশোরীবালার সন্ধান চায়
অযাচিত প্রলয়তাণ্ডবের মহাধ্বস এড়াতে।
সেতারার সুদূরবাহী নীলচে আলো ছুঁয়ে
অলিগলির মোড়ে মোড়ে জমে আছে স্বপ্ন অঢেল
টপটপ করে বেয়ে পড়ে ঘামের করতোয়া বুকে
সেই স্বপ্নগুলি চুরি করবার আনাড়ি নেশায়
নতুন ঠিকানার হাতছানি দুচোখের দুয়োরে। continue reading

৩১৪

শাহআজিজ

৭ বছর আগে লিখেছেন

শিরোনামহীন ঘৃণা

 
 
ঘৃণ্য ঘৃণিত অপরিমিত হৃত
গন্ধে ছন্দে তপোবন পুলকিত
 
অবনত আমি   ঘৃণার আকরে
ভালবাসা কি থাকে এই বৃক্ষ কোটরে !
প্যালিওলিথিক থেকে ঘৃণা ও ভালোবাসা
গান্ধারা লগ্নে উকি দিয়ে গেল আশা
মধ্যলগ্নে ঘৃণার হানাহানি
দেবদেবীর তরে বলিদানে ভ্যুলোক ঋণী
নত হও দেবগন , সীমিত কর নিধন প্রাণী
এইসকল মানব বৃক্ষ বন্যপ্রাণীকূল
ঘৃণায় ভাসায় গোপনে , ভালোবাসার ছলে দানে ফুল
তবুও বঞ্চিত আমি ক্ষুব্দতা প্রকাশি একান্তে
ভালোবাসা ও ঘৃণার যৌথ মল্লারে প্রলম্বিত দিনান্তে ।।
continue reading

২৭০

নদী

৭ বছর আগে লিখেছেন

চল উড়াই ভালবাসার হাওয়াই মিঠাই............

যদি কোনদিন হঠাৎ কোন এক সোনালু বিকেল, বর্ষনমুখর সন্ধ্যায়, কোন এক রক্তিম বসন্ত বিকেলে,স্নিগ্ধ ভোরে বা কোন জোৎস্না ভেজা রাত্রিতে, কোন কোলাহল মুখর শহরে, প্রিয় নদীর তীরে অথবা কোন এক সবুজ পাহাড়ের বুকে দেখা হয়ে যায়, মুখোমুখি, চোখেচোখ রেখে তুমি অবাক খুশিতে মাতাল, নির্বাক,মৌন সুখে বিভোর হব দুজন।
যখন থমকে যাবে পৃথিবীর সমস্ত কোলাহল, বাজবে সানাইয়ের সুর, পৃথিবীর সমস্ত দ্যুতি নিয়ে জলবে শহরের সমস্ত নিয়ন বাতি, জোনাকিরা আলো ছড়াবে আগের চেয়ে বেশি, তারাগুলোর উজ্জলতা হবে সীমাহীন, ভোরের নীলাকাশ যেন তার সমস্ত শুভ্রতা আমাদেরই অপেক্ষায়, আয়োজনে ।
সেদিনও কি বলবে, ভালবাসি না ?
সেদিনও কি পারবে এই মন ফেরাতে ?
... continue reading

৫৫১