Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"কবিতা" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

সাইফুল বিন হানিফ

৮ বছর আগে লিখেছেন

চুপিচুপি বলছি সাইফুল বিন হানিফ

চুপিচুপি বলছি
সাইফুল বিন হানিফ
শহর থেকে দূরে
গ্রাম থেকেও দূরে।
উজান থেকে দূরে
ভাটির থেকেও দূরে।
আকাশ থেকে দূরে
মাটির থেকেও দূরে।
সুর্য থেকে দূরে
চাঁদ থেকেও দূরে।
ঠিক,
তোমার পাশাপাশি
গা ঘেঁষা এই তো আমি
চুপিচুপি বলছি খুব ভালোবাসি।
২৩.০৪.২০১৬
শোকাল-১০.০৪ মিঃ
continue reading

৩৪২

বিপুল হাজং

৮ বছর আগে লিখেছেন

বৈশাখী দহন

আদিবাসী কাব্য ও কবিতা (বিরহ সংকলন)
----------------------------
বৈশাখী দহন
>>>>>>>
হঠাত ঝড়ের ক্ষিপ্রতায় 
উড়ে চলে আশ্রয়ের কুটির, দেবালয়, 
বৃক্ষ, তুলশীতলা, ঝোপঝাড়, নিস্বর্গ জীবন । 
বৈশাখী আগুনে পুড়ে গেছে স্মৃতিঘর
তকলে বন বনাশ্রয় ভূমি জন্মভূমি
বাস্তুদেবতার দীপশিখা শ্বাশ্বত মাটির গন্ধ
শিমূলের রাঙা বন বিস্তির্ণ বনাঞ্চল ।
হাল-গেরস্তি নেই, নেই হিসেবের খাতায় হালখাতা,
বন্ধ্যা সন্ধ্যায় নেই প্রহরের শীতলতা,
সারিসারি পায়ের মুদ্রায় তাল নেই
জলাশয়ে জলকন্যার জাখায়,
মনে নেই সুখ-দু:খ, হাসি-আনন্দ-বেদনা, 
বিরহ-মিলনের বারোমাসী গান ...
ক্রুদ্ধ ক্ষুব্ধ দগ্ধ স্তদ্ধ হয় উলুধ্বণী, 
মৃদঙ্গের তাল, সজল জলঝিরি !
অভিমানে নির্বাক নিয়তির জাগরণ,
সংহতি অধিকার সকলই তল্পিবাহক সংক্রান্তির ...
পরপুরুষের পরবাসী করুণার আলিঙ্গনে
পিঠা-পায়েশ মুড়ি-মুড়কি-বাতাসার সংসার 
ঝলসে গেছে তপ্তছলে ছলছল... continue reading

৩৩২

আহমেদ ইসমাঈল

৮ বছর আগে লিখেছেন

My confined soul

With all the awkward silences
And vacuum, emptiness of life
I'm walking on the road of loneliness
My heart is full of hype.
I'm here
It seems I'm in a desert
Nothing here, nothing
No water, flower, no hate or affection
Not even the gathering in the mart.
I'm here
And the sky full of star.
I can feel the blubber of night
Hopeless, helpless soul of mine
Confined, going too far. continue reading

৩৩৩

কাফাশ মুনহামাননা

৭ বছর আগে লিখেছেন

পুলিশ

ওরা নরকের সন্তান
স্বাধীন স্বদেশে তাই দেখি রোজ রক্তনদীর বান।
আমাদের খেয়ে আমাদের পরে
আমাদেরি বুকে গুলি-শেল ছোড়ে
মগের মুলুকে ওরাই তো আজ মহাবীর পালোয়ান।
দোষ নেই তবু হয় অপরাধী
গুম করে ফেলে হলে প্রতিবাদী
সাজানো নাটকে ঘটে জীবনের নির্মম বলিদান।
শিশু থেকে বুড়ো কেউ নেই বাদ
নিপীড়নে ওরা বড় ওস্তাদ
হিংস্র হায়েনা সেও ভীত হয়ে পালায় মরুদ্যান।
নীতি-আইনের ধর্ষণ করে
ঘুষের টাকায় পর্বত গড়ে
প্রতিদিন ওরা ধুলোয় মেশায় শহিদের সম্মান।
ওরা নরকের সন্তান
পবিত্র এই ভূমিতে তবুও ওদেরই জয়োগান। continue reading

৩২৫

কাফাশ মুনহামাননা

৭ বছর আগে লিখেছেন

একটি কথা বলবার ছিলো তাকে

একটি কথা বলবার ছিলো তাকে
যে জন্মিয়ে ছিলো অন্তরের ভালো লাগাটাকে
বিকেলের কোন ফুলেল শুভেচ্ছায়
পৃথিবীটা যখন ঢাকা পড়ে অন্তরঙ্গ আলো-ছায়ায়।
একটি টিপ পরানোর ছিলো তাকে
জোসনার মায়াবী আভায় কোন নদীর বাঁকে
হাঁটুজলে নেমে ঢেউ সমভিব্যাহারে
নিঃশব্দ যখন অনুরত রাতের বুকে অভিসারে।
একটি গান শোনানোর ছিলো তাকে
বাতাসের গুনগুনিয়ে সুর রচনার ফাঁকে
বৃষ্টিভেজা কোন এক টাপুর টুপুর সন্ধ্যায়
প্রকৃতিটা যখন সাজে কদম-কেয়া-রজনীগন্ধায়। continue reading

২৭৬

কাফাশ মুনহামাননা

৬ বছর আগে লিখেছেন

অপেক্ষায় থাকি তোর কথামালার

রাজ্যের জড়তা সব ভর করে
তোর সাথে কথা বলার ইচ্ছে হলেই
তোর-ও কি এমন হয়?
নইলে কথা বলিস না কেন আমার সাথে?
আমি যে অপেক্ষায় থাকি তোর কথামালার।
তোর চোখ দুটোতে তাকালে
আগের চাইতে আরো বিশ্বাসী মনে হয়
তাই বুঝি চেপে ধরে এতো ভয়!
এগিয়ে যেয়েও পিছিয়ে দাড়াই শিহরণে
দিবস-রজনী কাটে তোকে ভেবে মিষ্টি যন্ত্রণায়। continue reading

২০৪

কাফাশ মুনহামাননা

৭ বছর আগে লিখেছেন

ডুবতে চাই তলদেশে

তোর বুকের বদ্ধ পুকুরে
কোন এক ঘাম ঝরা দুপুরে ডুবতে চাই তলদেশে
প্রান্তিক শুভেচ্ছার আশীর্বাদ নিয়ে।
বদ্ধ পুকুরের গভীরতা বেশি
আমি পৌছতে চাই একেবারে শেষ সীমানায়
ঢেউয়ের উত্তাল বাঁধা আমার অভিপ্রায়
তবে ডুবোচরে হোচট খাওয়ার কোন ইচ্ছে নেই।
তোর মিঠে পানিতে আছে
সমুদ্রের লোনাজলের অপরিমিত স্বাদ
মুখে দেওয়া যায় কিন্তু গলাধঃকরণ হয় না
আর এ কারণেই আমি ডুবতে চাই বারবার প্রিয়। continue reading

৩০২

কাফাশ মুনহামাননা

৮ বছর আগে লিখেছেন

ঝরা পাতার চিবুকে

ঝরা পাতার চিবুকে দোল খায় রঙিন স্বপ্ন
বাতাসের অদৃশ্য পদধ্বনি বাজায় নাকারা
হিমালয়ের কোল বেয়ে নেমে আসে জল
জীবন্ত বরফের নির্মল জয়োল্লাসে
ঠিকানাহীন ভালবাসার ছন্দময় উদ্দীপকে।
আবেগের টোল ফোটে সূর্যমুখীর ডালে
নরম রোদের অশরীরী আত্মায় ভাসে সুখ-কাজল
মেঠোপথের কাঁচা ঘাসের সবুজ মাহফিলে
নির্ঘুমে জেগে থাকে শিশিরের অজস্র ঊর্মিমালা
নিরুত্তাপ প্রেমের উচ্চতর আমুদে আলিঙ্গনে।
তিলোত্তমা সন্ধ্যার আকাশে সুষমা ছড়ায় নক্ষত্র
বেদুইন মেঘরাজ তাবু টানে খুশির খোলা প্রান্তরে
জোনাকির নীল আঁচলে নীল দরিয়ার মায়া
অবিরাম বর্ষণে খোঁজে পরিচ্ছন্ন জোসনার আলো
উচ্ছল প্রণয়ের নৈমিত্তিক নিমগ্ন শিহরণের টানে। continue reading

২৮৬

কাফাশ মুনহামাননা

৮ বছর আগে লিখেছেন

শালুক ভোরের বাতাসে

দিলরুবার দুঠোঁটে আঁকতে গিয়ে প্রেমের নদী
শালুক ভোরের বাতাসে চুমু খাই স্বেচ্ছায়
লজ্জায় চোখ মুদে আসে অনুভবের ছোঁয়ায়
বেচে থাকার স্বাদ জাগে আরো হাজার বছর।
অন্তরের উষ্ণতা কোমল হয়ে ঝরে পড়ে
বিতৃষ্ণার সুউচ্চ পাহাড় বেখেয়ালে ডিঙিয়ে
অকৃপণ সুখ ডানা মেলে বিশাল পরিসরে
নিশ্চুপ চাওয়া-পাওয়ার ব-দ্বীপের আঙিনায়।
নরম মাটির ঘাস খুঁজে বেড়াই নাক শুকে শুকে
ফুলের বোটার কাকতালীয় রস ভেজায় শাখা
উপত্যকায় লাঙল কষে একতোলা সিঁদুর পরাই
দিলরুবার জমানো কঠিন বিশ্বাসের বদৌলতে। continue reading

৩৩৯

কাফাশ মুনহামাননা

৮ বছর আগে লিখেছেন

বিশ্বাসের গঙ্গাজলে

তোমার চিবুক ধরে এখনো বলা হয় নি 'ভালবাসি'
সুদীপ্ত আশা জিইয়ে রাখি তবু
নির্মোঘ আকাঙ্ক্ষার সুতোয় মালা গেঁথে
ভাবনার কারুকাজে হৃদয়-দুয়ার সাজিয়ে
অপ্রতিরোধ্য সুখের লুকোচুরি অনুভব করি নিরিবিলি।
যেদিন বলে দেবো তোমায় 'ভালবাসি'
তুমি কেঁদে দিলে দুঃখ থাকবে না একবিন্দুও
যদি আঁকতে পারি হাসির ফল্গুধারা সেই ক্ষণে
তোমার তিলোত্তমা চোখের আঙিনায়
বিশ্বাসের নিরাপদ গঙ্গাজলে। continue reading

২৭৬