Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"ব্লগ" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

কবির তালুকদার।

৬ বছর আগে লিখেছেন

তানজিমুল ইসলাম

৭ বছর আগে লিখেছেন

“কবিদের প্রস্থান”

হাসি মুখে প্রতিমা বিসর্জনের আনন্দ, মুক্তি দায় কালিমা ।
অন্তর্ঘাতে যদি গুড়িয়ে দেয়া যায় প্রিয় ফুলদানি,
তাতে নিজের ক্ষতি হলেও, মুক্তি পায় বিষাক্ত ফুল ।
যেখানে বুঝা না বুঝার ভান,মানবীর- চিরদিনের ;
সেখানে শ্রদ্ধার বাচনিক ভঙ্গি,অনেকটাই- পঙ্গু ।
'বিভ্রান্তি, বলতে যা বুঝায় তা নয়,
একটা প্রধাণ 'ভাবাবেগ,
শেষের কবিতার সুনিশ্চিত প্রস্থানের পূর্বাভাস যদি হয় ঠিক, তবে,
বিদায়ের শোক সুনিশ্চিত
বায়বীয়,
অষ্পষ্ট,
মৃদু সন্দ্ধ্যার মত ।
আজ, এক-দুই করে ফেলে আসা ছোট সন্ধ্যার অতীত,
তার দ্বায় ভার কম নয় ।
সুললিত ছন্দে গড়ে ওঠা
এক সম্পর্কের পটভূমিকায়
আমরা- এক প্রলম্বিত ছায়া,
চিরন্তন আকৃতি,
কোন কৃত্রিম... continue reading

৩৬৭

আহমেদ ইসমাঈল

৭ বছর আগে লিখেছেন

জানেন তো, ঔষুধ ছাড়াও হাই ব্লাড প্রেসার কন্ট্রোল করা যায়

প্রেসার মাপার যন্ত্র হাতে বসে থাকা ডাক্তার আর তার সামনে দুরু দুরু বুক নিয়ে বসে আছেন আপনি। আপনার কপালে হয়তোবা সুক্ষ্ন রেখার মত কিছুটা ঘাম। সামনে বসা ব্যাক্তিটি নিবিড় মনোযোগের সাথে তার যন্ত্রটির প্রেসার নির্ণায়ক কাটাটির দিকে লক্ষ্য রাখছেন। সেই সাথে চেষ্টা করছেন তার স্টেথিসকোপে কিছু শোনার। এক সময় তার কাজ শেষ হলো। সাথে সাথেই আপনার প্রশ্ন, ডাক্তার সাহেব প্রেসারের অবস্থা কি? আগের মতোই নাকি কিছুটা বেড়েছে? গম্ভীর মুখে তিনি জবাব দিলেন, না তেমন কিছুনা। সামান্য বেশি (*১)। ব্যাস। শুরু হলো আপনার টেনশন। বাড়ছে প্রেসার। মানে হৃদপিন্ড থেকে সারা শরীরের দূর থেকে দূরতর প্রান্তে সরু সরু নালীকার ভেতরে দিয়ে... continue reading

৩৯৫

টি.আই.সরকার (তৌহিদ)

৮ বছর আগে লিখেছেন

মায়ের কাছে খোলা চিঠি {চিঠি (পর্ব-২, ক্যাটাগরি-২)}

প্রিয় মা,
ঐ আকাশের তারকাদের মাঝে তুমি কেমন আছো জানি না ! দৈনন্দিন ব্যস্ততার মাঝে তোমাকে অনেক মনে পড়লেও তোমাকে লিখার মতো সময় করে উঠতে পারিনি । অবশেষে আজ সময় হয়ে উঠলো । আর তাই তোমাকে লিখতে বসে গেলাম । তুমি ভালো আছো তো মা ?
 
তোমার মনে আছে মা... যখন তুমি আমার পাশে ছিলে তখন আমাকে নিয়ে তোমার সেই স্বপ্নগুলোর কথা ! আমাকে নিয়ে কতো স্বপ্ন ছিল তোমার ! আমাকে লেখাপড়া করে অনেক বড় হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে ! আরো কতো কি ! একদিন তুমি আমায় জিজ্ঞেস করেছিলে- আমি তোমার ভরণ-পোষণ করতে পারবো... continue reading

৫৬৩

Kazi Md. Obaydul Hoq

৮ বছর আগে লিখেছেন

"বর্তমানে উৎপাদিত প্লাস্টিক দিয়ে রেপিং করা যাবে সারা বিশ্ব"

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বর্তমান,বিশ্বে যে পরিমান প্লাস্টিক উৎপাদন হয়েছে তা দিয়ে অনায়াশে সমগ্র বিশ্বকে খুব সহজেই রেপিং করা যাবে ...... সাম্প্রতিক এক গবেষনায় এই তথ্য উঠে এসেছে। মানুষের এ অবিবেচক আচরন ভবিষ্যত প্রজন্মকে আরো ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে।আমাদের এই পৃথিবী এমনিতেই নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে,উপরন্তু মানব সৃষ্ট এইসব ধ্বংসাত্বক কার্যক্রম সেইসব ঝুঁকি আরো বাড়িয়ে দিচ্ছে।এই কারনেই ক্লাইমেট চেঞ্জ ,ক্লাইমেট রিফিউজি সাড়া পৃথিবীব্যপি খুবি পরিচিতি  টার্ম।দুর্যোগে আক্ক্রান্ত হবার ঝুঁকিতে বাংলাদেশ রয়েছে প্রথম সারিতেই।তাই প্লাস্টিক ব্যবহারে আমাদের আরো সচেতন হতে হবে। আম্রা যদি এখনই এইসব ঝুঁকি মোকাবেলায় কার্যকরী ভুমিকা না রাখি,তাইলে পৃথিবীর সাথে আমাদের এই প্রিয় মাতৃভুমিও ধংসের মধে পড়বে,পড়েছেও।
... continue reading

৮১৩

আতা স্বপন

৮ বছর আগে লিখেছেন

নাস্তিক ধোলাই (২য় পর্ব)

৩.
একবার এক নাস্কিক বন্ধু আমায় মহানবী সা: বহু বিয়ে নিয়ে জিজ্ঞেস করল। আচ্ছা তোর ধর্মগুরু মুহাম্মদ সা. তিনি বহু বিবাহ করলেন কেন? আবার তার মধ্যে একজন শিশু (কথাগুলো সে একটু ব্যাঙ্গ বিদ্রুপ করে বলেছিল। মহানবী সা. এর সম্মান রক্ষায় সেভাবে প্রশ্নটি করলাম না।) ।
তোর প্রশ্নের জবাব দেব। তার আগে তোকে ক্ষমা চাইতে হবে। তুই বিশ্বাস করিস আর না করিস ওনি আমার নবী। ইসলামের নবী। তাকে এভাবে তুচ্ছ তাচ্ছিল করা তো একদম ঠিক হয় নাই। নিজেকে এতো পারফেক্ট ভাবিস কেন? তোর ভাবনাই ঠিক এমন ভাবছিস কেন? কোন জিনিস পুরোপুরি না জেনে এভাবে সার দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ সম্পর্কে ব্যাঙ্গ বিদ্রুপ... continue reading

৬৯৩

এ. এম. মনোয়ার

৮ বছর আগে লিখেছেন

ওয়েবস্কোর (WaveScore) কি? কিভাবে সাইন আপ করতে হয়?

ওয়েবস্কোর (WaveScore) কি?
এটি একটি অনলাইন এ টাকা উপার্জনের ওয়েব সাইট যেখানে আপনি আপনার নিচে একটি শক্তিশালী নেটওয়ার্ক অথবা টিম তৈরি করে টাকা আয় করতে পারবেন।


কি পরিমান টাকা আয় করা সম্ভব?
প্রাথমিক অবস্থায় টাকা আয় করা একটু কঠিন। তবে ধীরে ধীরে আপনি আপনার নিচে টিম অথবা নেটওয়ার্ক তৈরির মাধ্যমে অল্প সময়ের মধ্যে টাকা আয় করা শুরু করতে পারেন। একবার যদি আপনি আপনার নিচে একটি কর্মঠ টিম/নেটওয়ার্ক তৈরি করতে পারেন আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবেনা। আপনি ন্যূনত্বম মাসিক ১৫০/৩০০ ডলার আয় করতে পারেন।
কত সময় লাগতে পারে?
সময়কাল সম্পূর্ণ... continue reading

৬৪৩

তানজিমুল ইসলাম

৮ বছর আগে লিখেছেন

মধুচক্র,আমার প্রিয় চারকোণা বাসস্থান

গন্ধের শরীর বেঁয়ে উপচে পড়া সুগন্ধির বাসনা,কখনো কখনো।
রাত,পারহয়ে রাত-এপাশওপাশ;এলোমেলো বিছানার
চারকোণা ছোট্টখাটের পার।
ভদ্রতার শরীরে ভেজা লালসার কাণা মুখোঁশ
ক্ষুব্ধহয়ে ওঠে-বদ্ধ ঘরে।

নোংরা দেহের কলকলানি,শব্দ-ছন্দ-কবিতা মিলে
রাতভর আবৃত্তি।
নিরাশার ভাঙ্গা দেহ যখন ক্লান্ত;দিন দু’য়ের অপেক্ষা করেই
ফের ঘিরে ধরে নেশা।

রাত,পারহয়েরাত-এপাশওপাশ;মমতার চোঁখে
তুলে রাখি নষ্ট কল্পনা।পঙ্কিলমন খুঁজে পায়
নোংরা দেহ,গন্ধেরশরীর।

“…মধুচক্র,আমার প্রিয় চারকোণা বাসস্থান…” continue reading

৪৯৮

তানজিমুল ইসলাম

৮ বছর আগে লিখেছেন

সময়ের নষ্টামি

    আত্নসংযম,কঠোর,পরিশ্রম সাধ্য,
একনিষ্ঠ,পূণঃপ্রচেষ্টা,কর্তব্যপরায়ণ-
এদের কেউ কেউ আহত কেউ কবরে শায়িত আজ।
অনেকেই আবার বিদ্ধস্ত,নিপীড়িত।
মানবাধিকার,মনুষত্ব
অথবা এদের সমমানের অনেককেই আমি দেখেছি,
যাদের চোখ ঠুকরে বের হচ্ছে তাজা রক্ত-
এরা তখনো জীবিত।
কালের সন্ধ্যায় কিছু সভ্য মানুষকে
সংসদ ভবনের এদিকটাতে দৌড়ে আসতে দেখে ভাবলাম.......।
কিন্তু না -পাল্টা ধাওয়া করতে না পারায় তাদের এ অবস্থা ।
খারাপ কিছু মানুষ ;সত্য আর সততাকে
ধর্ষণ করেছে ,খোলা ময়দানে,সেমিনারে।
নেংটা করে নাচিয়েছে জনতার সম্মুখে।
ক্ষুধার্থ কুত্তার মত কামড়ে খাচ্ছে
তাদের অপবিত্র লিঙ্গ গুলো ।
আজ রাত ১২টা ১ মিনিটে
সংবিধানের এক বৈধ ধারার অনুচ্ছেদে ফাঁসি হবে
'শান্তি'নামে একটি শব্দের।
এবারের পূণঃজন্মে একটি মনুষত্ব এসেছে-
যে মানুষ খুন করে,একটি... continue reading

৫৮৫

টোকাই

৯ বছর আগে লিখেছেন

থ্রি ডি প্রিন্টার

বর্তমানে নতুন একটি প্রযুক্তির নাম হল থ্রি ডি প্রিন্টার । আমরা ব্যাবহারিক কাজে যেমন কোন কিছু প্রিন্ট করি - ছবি , কোন ডকুমেন্ট , বই , পত্র পত্রিকা , ব্যানার ইত্যাদি ; সেগুলো হল টু ডি । মানে হল দ্বিমাত্রিক ।  এখন ত্রিমাত্রিক প্রিন্ট করার প্রযুক্তি চলে এসেছে । অর্থাৎ এই প্রযুক্তিতে কোন কিছু প্রিন্ট করলে তার দৈর্ঘ্য - প্রস্থের পাশাপাশি উচ্চতা থাকবে । বাস্তবে কোন কিছু যেমন দেখি তেমন । যেমন ধরুন আপনার একটি ছবি প্রিন্ট করলে টু ডি-তে একটি পৃষ্ঠার মধ্যে দেখতে পাবেন । কিন্তু থ্রি ডি-তে পুরো বাস্তব মুখের ছবি পাবেন । বোঝার সুবিধার্থে , মূর্তি দেখতে... continue reading

৮৮৯