Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

টোকাই

৮ বছর আগে লিখেছেন

কবে তারা পথিক হবে...

কল- এমন শীতে তুমি বড় ঠাণ্ডা হে !! তোমার স্রোতে কেঁপে উঠি বারবার আমি নিজেই ।
জল- আমার কী দোষ ! দেখোনা একটু কায়দা করে রুখতে পারো কিনা আমায় ?
কল- তুমিও যেমন আমিও তেমন । মনুষ্য হস্ত ছাড়া আমরা অপারগ ।
জল- দেখো ! দেখো ! ঐ যে এক পথিক আসছে । বড্ড তেষ্টা পেয়েছে বেচারার মনে হচ্ছে ।
কল- একি!! তোমার স্রোত কমে আসছে । ফুরিয়ে যাচ্ছ কেন এমন করে ? কেন এমন হচ্ছে ? পথিকটার কী হবে ?
জল- তোমাকেতো রেখেছিল আমারই জন্যে । সুষ্ঠ বণ্টনে বণ্টনে আমাকে বেঁধে রাখাইতো তোমার কাজ ।
কল- মানুষের গড়া আমি , মানুষকেই করি প্রতিহত মানুষেরই কারণে । বন্ধু! বন্ধু...
জল- বিদায়...
কল- চলে গেলে ! পথিকটার কী হবে ? অপচয় করলো যারা তারাতো আবারো বীজ বুনবে তোমার স্রোতে । কবে তারা পথিক হবে বুঝবে তোমায় বলো...
continue reading
Likes Comments
০ Shares

টোকাই

৮ বছর আগে লিখেছেন

পথশিশু

ক্ষুধার্ত পেট
পারিনা তুলে দিতে অন্ন তোর অসহায় মুখে ।
আমিও ক্ষুধার্ত , তোর থেকে অনেক বেশী ;
আরও টাকা ! আরও সম্পদ চাই আমার !
গাড়ি লাগবে দামী , বাড়ি লাগবে সবকিছুতে সাজানো ;
তোর ঘুমানোর মেঝে যত বড় নয়
তার চেয়েও বড় দেয়াল জুড়ে টিভি লাগবে আমার!
এসি লাগবে গরমে , গ্রিজার লাগবে শীতে ।
অথচ তুই খেতে পাস না বিশুদ্ধ জল , আর
ঠাণ্ডায় কাঁপিস সারারাত ভাইরাসে ভাইরাসে মশাদের ভুঁড়িভোজে ।
জন্ম দিয়েছি বলেই তুই পথশিশু ,
জ্বলবে তোর কচি পেট অন্নময় আমি
তুই পথশিশু বলেই আমি হই ক্ষুধার্ত তোর অধিক । continue reading
Likes Comments
০ Shares

টোকাই

৮ বছর আগে লিখেছেন

ফাল্গুনে বসন্ত বিলোপ

ঝরা পাতায় পাতায় আগমন
বসন্ত জেগেছে মনে ।
ফুটেছে ফুল কিছু ভুল
তোমার আমার বেহিসেবের খেরো খাতায় ।
সরু রাস্তার মোড়ে দাঁড়িয়ে একা আমি ছায়ার আড়ালে
বারান্দায় উঁকিঝুঁকি সে মুখখানা তোমার , আর
তপ্ত আলোয় টকটকে লাল ;
এক ঝিলিক মেঘবার্তায়
ফড়িঙের ডানায় ডানায় যে গান তুমি লিখেছিলে শুনিয়ে দিতে
বর্ষায় ভিজেছে সে মন কানন
অনবরত অবিরত তোমার মতন ।
নিজেকে নিজে না জেনে
আমি নিজেই নিজেকে ভাবি না ,
প্রতিনিয়ত চলে যাই পূর্ণগ্রাসে তোমার সত্তায় বসন্ত বিলোপে ।
continue reading
Likes Comments
০ Shares

Comments (1)

  • - মাসুম বাদল

    emoticonsemoticonsemoticons

    • - গোখরা নাগ

      চমৎকার... !!! 

    • Load more relies...
    - প্রলয় সাহা

    গুরুজ্বী প্রনাম।

টোকাই

৮ বছর আগে লিখেছেন

সাক্ষী জন্মান্তর

বটবৃক্ষ- ওহে পথিক ! একটু সবুর করো । জিড়িয়ে নাও আমার ছায়াতলে ।
পথিক- নাহ, পারবো জিড়োতে । আমার পথ যে অনেক বাকি ।
বটবৃক্ষ- বন্ধুবর , তোমার বয়স কত ?
পথিক- সাতাশ পেরিয়ে দু মাস এগার দিন ।
বটবৃক্ষ- সত্যি সাতাশ !! ভেবে বল যুবক ।
পথিক- পৃথিবীর আলোয় এসেছি সাতাশ বছর । আর জঠরে ছিলাম দশ মাস । সে হিসেবে পরিপূর্ণ আটাশ । আর দুএক দিনের হিসেব বাদই দিলাম ।
বটবৃক্ষ- দশ মাসের কথা তাহলে ভুলে গেলে কেন প্রথম ? বালক , কিসের এমন তাড়াহুড়ো ?
পথিক- সেই দশ মাস ছিল ঘৃণা , সেই দশ মাস ছিল পাপ । তারই প্রায়শ্চিত্ত করছি এতকাল এতদিন যাবত । দশ মাসের হিসেবতো রাখতে চাই না ।
বটবৃক্ষ- তাহলে কি তুমি অস্বীকার করবে ? যে ভ্রূণ থেকে তোমার সৃষ্টি, তোমার আদি জন্ম, তা গ্রহণ করবে না ?
পথিক- হাহাহা ! আদি জন্ম!! কোনটা !! ভ্রূণের আগের জন্মটা ভুলে গেলে ? কত বর্বর ! কত নিষ্ঠুর সেকাল ! বারংবার পুনর্জন্মের শেষ ধাপ এখন । জিড়োবার সময় যে নেই ।
বটবৃক্ষ- পথিক , তোমার পথ অনন্ত । তোমার ভ্রমন কখনোই শেষ হবে না , যেমন তোমার সৃষ্টি । তোমার বিবর্তন কখনোই ঘুচবে না ।
পথিক- পরপারের কথা বলছ ? সেতো আরেক পুনর্জন্ম ! সে হিসেব না হয় সেজনমে হবেক্ষন ।
বটবৃক্ষ- হুম ! চক্র মানতে চাইছো না ।
পথিক- কোন চক্র ? খুব ক্ষুদ্রচক্রে লক্ষকোটি শুক্রাণুর ভিড়ে ডিম্বাণুর সাথে আমার বন্ধন ? ভ্রূণ ? তারপর পাপ , তারপর ভূমিষ্ঠ ,... continue reading
Likes Comments
০ Shares

Comments (1)

  • - আলমগীর সরকার লিটন

    অনেক শুভেচ্ছা মান্নান দা

    - মাসুম বাদল

    সালাম, বড়ভাই!!! emoticons

টোকাই

৮ বছর আগে লিখেছেন

শুদ্ধি

অনেকদিনের পর যখন
ধুলো জমা স্মৃতি ঘেঁটে
বিষাদ কিংবা আফসোসে ডুবে যাবে
ভেবে নিও তোমার প্রায়শ্চিত্ত
ভেবে নিও আবেগ জমেছে অনেক,
নতুন কিছু পাবে নিশ্চিত
জেনে নিও শুদ্ধি হয়েছে তোমার
...নিশ্বেস অবশেষে!!
continue reading
Likes Comments
০ Shares
Load more writings...