Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

রাজু মল্লিক

৯ বছর আগে

থ্রি ডি প্রিন্টার

বর্তমানে নতুন একটি প্রযুক্তির নাম হল থ্রি ডি প্রিন্টার । আমরা ব্যাবহারিক কাজে যেমন কোন কিছু প্রিন্ট করি - ছবি , কোন ডকুমেন্ট , বই , পত্র পত্রিকা , ব্যানার ইত্যাদি ; সেগুলো হল টু ডি । মানে হল দ্বিমাত্রিক ।  এখন ত্রিমাত্রিক প্রিন্ট করার প্রযুক্তি চলে এসেছে । অর্থাৎ এই প্রযুক্তিতে কোন কিছু প্রিন্ট করলে তার দৈর্ঘ্য - প্রস্থের পাশাপাশি উচ্চতা থাকবে । বাস্তবে কোন কিছু যেমন দেখি তেমন । যেমন ধরুন আপনার একটি ছবি প্রিন্ট করলে টু ডি-তে একটি পৃষ্ঠার মধ্যে দেখতে পাবেন । কিন্তু থ্রি ডি-তে পুরো বাস্তব মুখের ছবি পাবেন । বোঝার সুবিধার্থে , মূর্তি দেখতে যেমন তেমন প্রিন্ট হবে । এটাতো শুধু একটা উদাহরণ মাত্র । একটু ভেবে দেখুন , কী কী প্রিন্ট করা সম্ভব । শুধু মাত্র থ্রি একটি মডেল বানিয়ে প্রিন্ট বাটনে চাপ দিলেই হয়ে গেল । যেমনটা টু ডি প্রিন্টের বেলায় হয় । নিচের ছবি গুলো থ্রি ডি প্রিন্টারের । এতে থ্রি ডি বস্তু প্রিন্ট করা যায় ।





২০২৫ সাল নাগাদ মানুষের অঙ্গ প্রতঙ্গ থ্রি ডি প্রিন্টারের মাধ্যমে পাওয়া সম্ভব । এমনটাই আশা করেছেন বিজ্ঞানীরা । নিচের ছবিটির মত...








(ছবিগুলো ইন্টারনেট থেকে সংগৃহীত)
০ Likes ৩ Comments ০ Share ৮৮৯ Views