Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মধুচক্র,আমার প্রিয় চারকোণা বাসস্থান

গন্ধের শরীর বেঁয়ে উপচে পড়া সুগন্ধির বাসনা,কখনো কখনো
রাত,পারহয়ে রাত-এপাশওপাশ;এলোমেলো বিছানার
চারকোণা ছোট্টখাটের পার
ভদ্রতার শরীরে ভেজা লালসার কাণা মুখোঁশ
ক্ষুব্ধ
হয়ে ওঠে-বদ্ধ ঘরে।

নোংরা দেহের কলকলানি,শব্দ-ছন্দ-কবিতা মিলে
রাতভর আবৃত্তি।
নিরাশার ভাঙ্গা দেহ যখন ক্লান্ত;দিন দু’য়ের অপেক্ষা করেই
ফের ঘিরে ধরে নেশা।

রাত
,পারহয়েরাত-এপাশওপাশ;মমতার চোঁখে
তুলে রাখি নষ্ট কল্পনা।পঙ্কিলমন খুঁজে পায়
নোংরা দেহ,গন্ধের
শরীর।

“…মধুচক্র,আমার প্রিয় চারকোণা বাসস্থান…”
০ Likes ৪ Comments ০ Share ৪৯৮ Views