বিশ্বের সর্ববৃহৎ মানুষের তৈরি সমুদ্র সৈকত হিসেবে রেকর্ড স্থাপন করেছে ‘ক্রিস্টাল লেগুন’ নামক একটি কোম্পানি। শিরোনামটি শুনে আশ্চর্যের মনে হলেও এটি সত্যি। চিলির সান আলফানসো ডেল মার টুরিস্ট কমপ্লেক্সে ৮ হেক্টর জায়গা জুড়ে এক বিশাল সৈকত বানিয়ে এই রেকর্ড স্থাপন করেছে ‘ক্রিস্টাল লেগুন’। অসাধারণ সৌন্দর্যের এই সমুদ্র সৈকতটি মানুষের তৈরি অতুলনীয় এক স্থাপত্য হিসেবে সকলের নজর কেড়ে নিয়েছে। বিশ্বের বিভিন্ন স্থান থেকে প্রচুর টুরিস্ট এই কৃত্রিম সৈকত এক নজর দেখার আশায় ভিড় জমাচ্ছেন চিলিতে।
ক্রিস্টাল লেগুনের তৈরি প্রথম এই একটি প্রকল্পই গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে। অবশ্য তারা নিজেরাই নিজেদের রেকর্ড ভাঙার উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যেই সাড়ে ১২ হেক্টরের আরেকটি সৈকত তৈরি করার প্রকল্প হাতে নিয়েছেন তারা। বিশাল মরুভূমির মাঝে অবস্তিত মিসরের শার্ম আল শেখ অবকাশ যাপন কেন্দ্রে হবে এই দ্বিতীয় প্রকল্পের কাজ। এছাড়াও ২০২০ সালে দুবাইয়ের আরেকটি সৈকত বানানোর প্রকল্পে কাজ করবে ‘ক্রিস্টাল লেগুন’ যার আয়তন হবে প্রায় ৪০ হেক্টর জায়গা।