Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Entertainment Image

বিয়ে করে শোবিজ থেকে হারিয়ে গেছেন যে নায়িকারা



মাঝে মাঝেই ভক্তদের হৃদয় চুরমার করে খবর বেরোয় প্রিয় নায়িকার বিয়ের খবর। এরপর ভক্তরা আশায় থাকেন আবারো পর্দায় দেখা দিবেন প্রিয় অভিনেত্রী। কিন্তু না, বিয়ে, সংসার আর সন্তান নিয়ে ব্যস্ত হতে হতে একসময় হারিয়ে যান এই তারকারা। হারানো সেই তারকাদের নিয়েই আমাদের এই আয়োজন।

শাবনূর
বিয়ের অনেক আগে থেকেই অভিনয় থেকে দূরে রয়েছেন শাবনূর।সর্বশেষ ২০১৩ সালে মুক্তি পায় শাবনূর অভিনীত ‘কিছু আশা কিছু ভালোবাসা। এরপর নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হতেও দেখা যায় নি এ নায়িকাকে।আর ছবি মুক্তির কয়েকমাস পরেই ডিসেম্বরের শেষে সন্তান হওয়ার পর থেকে প্রায় দু বছর ছিলেন অভিনয়ের বাইরে।
এদিকে ২০১৫ সালের ১ আগস্ট ক্যামেরার সামনে দাঁড়ালেও ছবিটি ছিলো তিন চার বছর আগের পুরনো ছবি। যার অসমাপ্ত কাজ শেষ করতেই ক্যামেরার সামনে দাড়ান তিনি।আবারো ক্যামেরার সামনে দাঁড়িয়ে হৈ চৈ ফেললেও তার ঘনিষ্ঠজনরা বলেছেন এটা তার দায়বদ্ধতার জায়গা থেকেই কাজটি করেছেন।যদি তাই হয় তাহলে প্রায় তিন বছর ধরেই নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হননি শাবনূর। ভবিষ্যতেও ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার সম্ভাবনা খুবই কম। ফলে এক হিসেবে হারানো তারকাদের খাতাতেই নাম লেখিয়েছেন এই গুণী অভিনেত্রী।

পূর্ণিমা
বেশ কয়েক বছর আগেই অভিনয় থেকে বিদায় নিয়ে স্বামী সংসার নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন পূর্নিমা।গত বছর এ অভিনেত্রী মা হওয়ার সৌভাগ্য অর্জন করেন। চলচ্চিত্র থেকে দূরে সরে যাওয়ার পরও বেশ কিছুদিন শোনা গিয়েছিলো আবারো অভিনয়ে ফিরবেন তিনি।কিন্তু না, ফিরছেন ফিরছেন বলেও তিনি আর আসছেন না রূপালি পর্দায়। এদিকে সন্তান আরশিয়া উমায়জার বয়সও এক বছর পার হয়ে গেল। ফলে পূর্ণিমার ফেরা অনিশ্চয়তাতেই ঘেরা।

সারিকা
জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় হঠাৎ করে নিজের ব্যক্তিগত বিতর্কের কারণে মিডিয়া থেকে ছিটকে পড়েন এই অভিনেত্রী।যতটা অভিনয়ে ফেরার সম্ভাবনা ছিলো তাও শেষ হয়ে যায় গত ১২ আগস্ট যখন ব্যবসায়ী মাহিম করিমকে বিয়ে করেন। আর মাস দুয়েক আগে এক কন্যা সন্তানের জন্ম দিয়ে এখন পুরোপুরিই মিডিয়া থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী।

রেসি
২০১২ সালের ২২ জুন চট্টগ্রামের ব্যবসায়ী পান্থ শাহরিয়ারের সঙ্গে বিবাহ বন্দনে আবদ্ধ হন রেসি। এরপর অস্তে আস্তে চলচ্চিত্র থেকে হারিয়ে যেতে থাকে রেসির নাম।আর এক বছরের মাথাতেই সংসারে আসে এক ফুটফুটে সন্তান।মেয়েটা একটু বড় হলে অভিনয়ে ফেরার কথা বললেও সে সম্ভাবনা নেই বললেই চলে।যদিও গত বছর জাকির হোসেন রাজু পরিচালিত ‘অনেক দামে কেনা’ ছবিতে ডিপজলের বিপরীতে অভিনয় করার কথা ছিলো তার।তবে শেষ পর্যন্ত আর ফেরেন নি তিনি।

তিন্নি
অভিনেতা হিল্লোলকে ভালোবেসে বিয়ে করেন শাবস্তী দত্ত তিনি। এরপর হিল্লোলের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেলে কন্যা সন্তানকে নিয়ে একাকী জীবনে অভ্যস্ত হয়ে পড়েন এই অভিনেত্রী।আর এই সময়েই আস্তে আস্তে মিডিয়া থেকে দূরে সরে যান তিনি। ফিরবেন ফিরবেন বলেও তিন্নির আসার আপাতত কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

বিন্দু
গত বছর বিয়ে করেন লাক্স তারকা আফসান আরা বিন্দু। বিয়ের আগে থেকেই কাজ কমিয়ে দিয়েছিলেন এই তারকা।আর বিয়ে করার পর নতুন কোনো নাটকে দেখা যায় নি এ তারকাকে।অদূর ভবিষ্যতে বিন্দুকে আবার অভিনয়ে দেখা যাবে কি না তা সময়ই বলে দিবে।

মোনালিসা
মোজেজা আশরাফ মোনালিসা। তিনিও বিয়ে করে সংসার গড়েছিলেন এক আমেরিকা প্রবাসীর সঙ্গে। তারপর গত বছরের শেষ দিকে হঠাৎ করে তিনি নিজেও পাড়ি জমান আমেরিকায়। স্বামীর সঙ্গে ডিভোর্সের ব্যাপারটি মিমাংসা করতেই তিনি গিয়েছিলেন। কিন্তু দেড় বছর হয়ে গেলেও এখনো ফেরার নাম নেই তার। জানা গেছে কখনো চ্যানেলের চাকরী কখনো পার্লারে চাকরী করে জীবিকা নির্বাহ করছেন এই তারকা।