Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.
Technology Image

ফোর্স টাচ বৃত্তান্ত


বর্তমান নতুন একটি টাচ প্রযুক্তি 'ফোর্স টাচ' নিয়ে অনেক হই চই পড়ে গিয়েছে। নতুন এই প্রযুক্তিটি অনেক সম্ভাবনার দুয়ার খুলে দিবে এরকমই আশা সবার। চলুন, জেনে নেই এই ফোর্স টাচ প্রযুক্তিটি সম্পর্কে, দেখা যাক কি কি তথ্য আপনাদের দিতে পারি আমি।

ফোর্স টাচ কী?
ফোর্স টাচ হচ্ছে একটি নতুন স্মার্টফোন টেকনোলোজি যা ডিভাইসে স্ক্রিনের উপর দেয়া প্রেসার বা চাপকে ইন্টারপ্রেট করতে সক্ষম। এই প্রযুক্তির ফলে বলা যায় বর্তমানের স্মার্টফোনগুলো এর স্ক্রিনের উপর ঠিক কতটা প্রেসার পড়ছে এবং কতক্ষণ ধরে পড়ছে তা পরিমাপ করতে সক্ষম। যেমন ধরুন, আপনি একটি অ্যাপের আইকনের উপর ট্যাপ করে মুভ করতে চাচ্ছেন, তাহলে এই প্রসেসের সময় আপনি ঠিক কতটুকু প্রেসার দিয়েছিলেন আইকনটির উপর এবং এরপর কতক্ষণ সময় লেগেছে আপনার আইকনটি মুভ করার জন্য - এসবই ক্যালকুলেট করতে পারবে এই ফোর্স টাচ প্রযুক্তি।

কীভাবে কাজ করে এই প্রযুক্তি?
যে সব স্মার্টফোনে ফোর্স টাচ প্রযুক্তি রয়েছে, যেমন ধরুন অ্যাপল ওয়াচ - সেই ডিভাইসগুলো এগুলোর গ্লাস ডিসপ্লে এবং ব্যাকলিটের মধ্যে থাকা ডিসট্যান্স পরিমাপের মাধ্যমে কাজ করে থাকে। ধরুন, আপনি এর স্ক্রিনের উপর প্রেসার দিলে এর ডিসপ্লে এবং ব্যাকলিটের মধ্যে থাকা দূরত্ব পরিবর্তন হবে এবং এভাবেই প্রযুক্তিটি কাজ করে থাকে। তবে এর জন্য অবশ্যই নির্দিষ্ট হার্ডওয়্যার থাকতে হবে আপনার ফোনে, নতুবা এই প্রযুক্তি আপনি ব্যবহার করতে পারবেন না।

ফোর্স টাচ দিয়ে যা করতে পারবেন
ফোর্স টাচ প্রযুক্তিটি বর্তমানে সীমাবদ্ধ ডেভেলপারদের কাজের উপর। তবে অ্যাপেলের 'পপ অ্যান্ড পিক' ফাংশনালিটি এই প্রযুক্তির চমৎকার একটি ব্যবহার বলা চলে। আইফোন ৬এসের ইমেইল অ্যাপে আপনি একটি মেসেজে প্রেস করলে এতি প্রিভিউ উইন্ডোতে পপ হবে, যদি জোড়ে প্রেস করেন তবে আপনাকে ইমেইল এর মাধ্যমে নিয়ে যাবে এবং আপনি যদি এটি ছেড়ে দিন তবে এটি আবার হারিয়ে যাবে, আপনাকে এর জন্য পরে আবার যেতে হবে আপনার ইনবক্সে।

এই একই প্রসেস আপনার অ্যাপ বা মেসেজের উপরেও অ্যাপ্লাই করা যাবে।


বর্তমানে ফোর্স টাচ প্রযুক্তির অনেক বেশি ব্যবহার নেই, বলা চলে এটি মাত্র শুরু আর তাই এখনো চমৎকার এই প্রযুক্তিটির সর্বোচ্চ ব্যবহার শুরু হয়নি বলা চলে। তবে ভবিষ্যতে আপনি অনেক কিছুই করতে পারবেন এই ফোর্স টাচের মাধ্যমে।

ফোর্স টাচ এবং থ্রিডি টাচ কি এক?
টেকনিক্যালি, হ্যাঁ! তবে অনেক ক্ষেত্রেই, না!
থ্রিডি টাচ হচ্ছে বর্তমানের টাচ প্রযুক্তিগুলোর মধ্যে সবচাইতে অ্যাডভান্স টাচ প্রযুক্তি। থ্রিডি প্রযুক্তি ফোর্স প্রযুক্তির চাইতেও বেশি প্রেসার ফেস করতে সক্ষম। এবং অন্যান্য পার্থক্যগুলো ব্যবহারকারীরা সময়ের সাথে ইউজার এক্সপেরিয়েন্সের মাধ্যমে বলতে পারবেন।

কীভাবে ফোর্স টাচ প্রযুক্তি ব্যবহার করবেন?
ফোর্স টাচ প্রযুক্তি ব্যবহার করার জন্য অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে এই প্রযুক্তি সাপোর্টেড এমন ডিভাইস। বর্তমানে আইফোন ৬এস এবং ৬এস প্লাস এ এই প্রযুক্তি রয়েছে এবং অ্যান্ড্রয়েডের দিক দিয়ে হুয়াওয়ে মেট এস বের হবে কিছুদিন পর।

শেষ কথা
চমৎকার এই প্রযুক্তিটি ভবিষ্যতে স্মার্টফোনে এক নতুন এক্সপেরিয়েন্স তৈরি করবে বলেই আমি আশাবাদী, বাকীটা সামনা সামনি দেখার জন্য আরও কিছুটা সময় আমাদের অপেক্ষা করতে হবে।