বাংলাদেশে অনেক থিম পার্ক রয়েছে আমরা নিজেকে ফ্রেশ করতে ঘুরতে যাই এসব থিম পার্কে। কেননা ব্যস্ততার কারণে লম্বা ট্যুর দিতে পারি না। তাই কম খরচে অল্প সময়ে ঢাকার আশে পাশে ঘুরে আসার মতো অনেক স্থান রয়েছে। সেখানে আপনারা ঘুরে আসতে পারেন অনায়াসে । জিন্দা পার্ক তার ভিতর অন্যতম। আসুন জেনে নেই এই পার্ক সম্পর্কে।
একেবারে গ্রামীণ পরিবেশ ও আধুনিকতার সমন্বয়ে তৈরী করা হয়েছে এই পার্কটি। সারি সারি নানান ধরনের গাছ, ফুল লতাপতায় সাজানো হয়েছে পার্কটিকে। মনে মনে শিল্পির আকা কোন ছবি। নিটল নির্মল ভাবে গোছানো। চারিদিকে সবুজের সমাহার আর লেকের সচ্ছ পানির ভিতরে বোটিং সে যেন নয়ন মুগ্ধ করা দৃশ্য। প্রিয়জন বা পরিবারের সবাইকে নিয়ে ঘুরে আসতে পারেন অল্প সময়ে এই জিন্দা পার্ক থেকে।
যাওয়ার উপায়:
প্রথমে ঢাকার কুড়িল বিশ্বরোড বা ৩০০ ফিট চলে আসুন। সেই কান থেকে সিএনজি বা অটোতে চলে যান জিন্দা পার্কে।
খরচ:
৩০০ ফিট থেকে জিন্দাপার্ক সিএনজি ভাড়া ৩০০-৪০০ টাকার মতো
এন্ট্রি ফি: ১০০ টাকা জনপ্রতি
দুপুরের খাবার পার্কের ভিতরে হোটেল আছে ২৫০-৩০০ টাকার খাবার প্যাকেজ একজনের জন্য যথেষ্ট।
আর বাইরে থেকে খাবার নিতে হলে এক্সট্রা চার্জ ২৫ টাকা করে দিতে হয়।
সব মিলিয়ে দেখা যায় যে ৩-৪ জনের টিম গেলে ৫০০-৬০০ টাকার ভিতরে অল্প সময়ে ঘুরে আসতে পারবেন এই অসাধাণ পার্ক থেকে। তো আর দেরি কেন আজই আপনার ট্যুর প্ল্যান করে ফেলুন।
একেবারে গ্রামীণ পরিবেশ ও আধুনিকতার সমন্বয়ে তৈরী করা হয়েছে এই পার্কটি। সারি সারি নানান ধরনের গাছ, ফুল লতাপতায় সাজানো হয়েছে পার্কটিকে। মনে মনে শিল্পির আকা কোন ছবি। নিটল নির্মল ভাবে গোছানো। চারিদিকে সবুজের সমাহার আর লেকের সচ্ছ পানির ভিতরে বোটিং সে যেন নয়ন মুগ্ধ করা দৃশ্য। প্রিয়জন বা পরিবারের সবাইকে নিয়ে ঘুরে আসতে পারেন অল্প সময়ে এই জিন্দা পার্ক থেকে।
যাওয়ার উপায়:
প্রথমে ঢাকার কুড়িল বিশ্বরোড বা ৩০০ ফিট চলে আসুন। সেই কান থেকে সিএনজি বা অটোতে চলে যান জিন্দা পার্কে।
খরচ:
৩০০ ফিট থেকে জিন্দাপার্ক সিএনজি ভাড়া ৩০০-৪০০ টাকার মতো
এন্ট্রি ফি: ১০০ টাকা জনপ্রতি
দুপুরের খাবার পার্কের ভিতরে হোটেল আছে ২৫০-৩০০ টাকার খাবার প্যাকেজ একজনের জন্য যথেষ্ট।
আর বাইরে থেকে খাবার নিতে হলে এক্সট্রা চার্জ ২৫ টাকা করে দিতে হয়।
সব মিলিয়ে দেখা যায় যে ৩-৪ জনের টিম গেলে ৫০০-৬০০ টাকার ভিতরে অল্প সময়ে ঘুরে আসতে পারবেন এই অসাধাণ পার্ক থেকে। তো আর দেরি কেন আজই আপনার ট্যুর প্ল্যান করে ফেলুন।