২০১৫ বিশ্বকাপ বাংলাদেশের সব ক্রিকেটারের জন্যে অনেক কিছু পাওয়া বিশ্বকাপ। অন্যান্য সব ক্রিকেটারের থেকে যেন একটু বেশি ই রোমাঞ্চিত ছিলেন সৌম্য সরকার। কেননা মাত্র একটি ওয়ানডে খেলেই সুযোগ পেয়েছিলেন বিশ্বকাপ দলে খেলার। সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করার গুরুদায়িত্ব ব্যাট হাতে ভালোই পালন করেছেন সৌম্য সরকার। দলের প্রয়োজনে ব্যাটিং বিপর্যয়ে হাল ধরে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। বিশ্বকাপ শেষে বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফিরেছে, সাথে ফিরেছেন সৌম্য সরকার ও।
দেশে ফিরেই ঢাকা ট্রিবিউনে দেয়া এক সাক্ষাৎকারে সৌম্য বলেন,‘আমার পরিবার এবং বন্ধু সবাই আমাকে নিয়ে চিন্তা মুক্ত ছিল কারণ তারা জানতো আমি ভালো খেলতে পারবো।’
নিজের বড় ইনিংস খেলা প্রসঙ্গে সৌম্য বলেন,‘আমার মনে হয় আমি কিছু ইনিংস ভালো খেলেছি এবং আরো বড় করতে পারতাম কিন্তু ব্যর্থ হয়েছি, আমার জন্যে যা খুব ই হতাশার।’
নিজের স্টাইলিশ ব্যাটিং সম্পর্কে সৌম্য বলেন,‘যারা ব্যাটিং দেখেছে তারা বলেছে আমার ক্ষমতা আছে ভালো খেলার। যা আমি ইতিমধ্যেই দেখিয়েছি। আমি আরো পরিশ্রম করে আমার সামান্য ত্রুটিগুলোও দূর করতে চাই।’